বাংলা নিউজ > ঘরে বাইরে > পাশে আছি, ঐশীদের সমর্থন জানাতে জেএনইউ-তে দীপিকা

পাশে আছি, ঐশীদের সমর্থন জানাতে জেএনইউ-তে দীপিকা

জেএনইউ-এর প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার সন্ধ্যায় সবরমতী টি-পয়েন্টে। ছবি: বিপিন কুমার, হিন্দুস্তান টাইমস।

জেএনইউ-এ মুখোশধারী দুষ্কৃতীদের হাতে পড়ুয়া ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।মঙ্গলবার সন্ধ্যায় তিনি জেএনইউ ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানান।

সবরমতী টি-পয়েন্টে অবস্থানরত প্রতিবাদী ছাত্র সংসদের সদস্যদের সঙ্গে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় দীপিকাকে।

এর আগে রবিবার এনডিটিভি-কে দেওয়া সাক্ষাত্কারে জেএনইউ ক্যাম্পাসে দুষ্কৃতী তাণ্ডব সম্পর্কে তিনি জানান, ‘আমার গর্ব হচ্ছে দেখে যে, নিজেদের বহিঃপ্রকাশ করতে আমরা ভয় পাচ্ছি না। দেশ ও তার ভবিষ্যত্ নিয়ে আমরা চিন্তা করছি। দৃষ্টিভঙ্গি যা-ই হোক, এই উদ্যোগ দেখে ভালো লাগছে।’

নিজের নতুন ছবি ‘ছপক’-এর প্রচারের জন্য গত দুই দিন ধরে দিল্লিতে আছেন দীপিকা। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেও তিনি এ দিন প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন স্বতঃস্ফূর্ত ভাবে।

সোমবার রাতে বিশাল ভরদ্বাজ, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, তাপসী পন্নু, রিচা চাঢা, দিয়া মির্জা-সহ বলিউডের বিশিষ্টরা মুম্বইতে জেএনইউকাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের সমর্থন জানিয়ে অবস্থান করেন।

ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেও তিনি প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন। ছবি: বিপিন কুমার, হিন্দুস্তান টাইমস।
ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেও তিনি প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন। ছবি: বিপিন কুমার, হিন্দুস্তান টাইমস।

গত রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে সবরমতী হস্টেলে ভাঙচুর এবং একাধিক পড়ুয়া ও শিক্ষককের উপর নিগ্রহ চালায় মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতীর দল। ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সংসদ ও এবিভিপির মধ্যে পারস্পরিক দোষারোপের পালা এখনও অব্যাহত। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

ঘরে বাইরে খবর

Latest News

দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.