বাংলা নিউজ > ঘরে বাইরে > G 20 Lotus Symbol Row: 'ওঁরা বলছেন পদ্ম বিজেপির প্রতীক', জি ২০ লোগো বিতর্কে বিরোধীদের ধারালো আক্রমণ রাজনাথের

G 20 Lotus Symbol Row: 'ওঁরা বলছেন পদ্ম বিজেপির প্রতীক', জি ২০ লোগো বিতর্কে বিরোধীদের ধারালো আক্রমণ রাজনাথের

জি ২০ তে পদ্ম প্রতীক বিতর্কে মুখ খুললেন রাজনাথ সিং (ANI Photo) (Rajnath Singh Twitter)

নরেন্দ্র মোদী এই পদ্ম প্রতীক নিয়ে বলেছিলেন, ‘আশার প্রতীক এই কঠিন সময়ে’। আর তা নিয়ে বিরোধীদের সমালোচনা উঠে আসতেই রাজনাথ সিং বলেন, ‘ যে প্রতীক আমাদের ঐতিহ্যের অংশ সেগুলি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আপনারা জানেন নিশ্চয় জি ২০র লোগো উদ্ঘাটন হয়েছে, সেই সমস্ত দেশে (মিলিয়ে হচ্ছে) যারা বিশ্বের জিডিপির ৮৫ শতাংশ ধরে রাখে, আর সেই লোগোতে রয়েছে পদ্ম।

 জি ২০ সম্মেলনের সভাপতিত্ব পাচ্ছে ভারত। সেই আয়োজন উপলক্ষ্যে অনুষ্ঠানের লোগো প্রকাশ করেছে কেন্দ্র। তবে মোদী সরকারের প্রকাশিত লোগোতে ‘পদ্ম’ চিহ্ন থাকাতেই বিরোধী শিবির সোচ্চার হয়েছে। বিজেপি বনাম কংগ্রেস সংঘাত শুরু হয়েছে এই নিয়ে। এদিকে, এই ইস্যুতে, এহার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নরেন্দ্র মোদী এই পদ্ম প্রতীক নিয়ে বলেছিলেন, ‘আশার প্রতীক এই কঠিন সময়ে’। আর তা নিয়ে বিরোধীদের সমালোচনা উঠে আসতেই রাজনাথ সিং বলেন, ‘ যে প্রতীক আমাদের ঐতিহ্যের অংশ সেগুলি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আপনারা জানেন নিশ্চয় জি ২০র লোগো উদ্ঘাটন হয়েছে, সেই সমস্ত দেশে (মিলিয়ে হচ্ছে) যারা বিশ্বের জিডিপির ৮৫ শতাংশ ধরে রাখে, আর সেই লোগোতে রয়েছে পদ্ম। আর সেই প্রতীকের ব্যবহার নিয়ে ঝড় তোলা হচ্ছে। তাঁরা বলছেন, এটি ভারতীয় জনতা পার্টির প্রতীক।’ হরিয়ানার ঝাঝরে এক জনসভা থেকে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, কংগ্রেসের দাবি, আন্তর্জাতিক আঙিনায় এই লোগোকে সামনে রেখে বিজেপি নিজের প্রচার করছে। অন্যদিকে, বিজেপির দাবি, দেশের জাতীয় ফুলের অবমাননার শামিল কংগ্রেসের এই বার্তা। উল্লেখ্য, যে লোগো সামনে এসেছে তাতে তেরঙ্গায় রাঙানো হয়েছে পদ্মফুলের প্রতীককে। আর তা নিয়েই বিরোধিতার সুর কংগ্রেসের কণ্ঠে।

এদিকে, বিষয়টি নিয়ে রাজনাথ সিং ক্ষোভের বশে বলছেন, ‘একটা লিমিট পর্যন্ত এই ধরনের দাবি করা উচিত। ১৯৫০ সালে পদ্মফুলকে দেশের জাতীয় ফুলের সম্মান দেওয়া হয়। কারণ পদ্মফুল দেশের জাতীয় ঐতিহ্যের প্রতীক। ’ রাজনাথ সিং এই প্রসঙ্গে সিপাহী বিদ্রোহের কথা তোলেন। তিনি বলেন, সেই সময় আন্দোলনকারীরা একহাতে পদ্ম আর আরেক হাতে অস্ত্র নিয়ে লড়াই করেছিলেন। উল্লেখ্য, পৃথ্বীরাজ চৌহানের মূর্তি উন্মোচন ঘিরে এক অনুষ্ঠানে যোগ দিতে যান রাজনাথ সিং। সেখানে গিয়েই তিনি এই বক্তব্য পেশ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন