ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যয় দিল্লি বিমানবন্দরে। রিপোর্ট অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতের মাঝে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারি ভাবে। এছাড়াও এই দুর্ঘটনার জেরে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সূত্রের খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরের ছাদে ধস নামে। দিল্লির দমকল সার্ভিসকে এরপরে খবর দেওয়া হয়। এদিকে দুর্ঘটনায় ছাদের বিমগুলিও ভেঙে পড়ে। সেই বিমের চাপে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। (আরও পড়ুন: সংখ্যালঘুদের ওপর হিংসা নিয়ে উদ্বেগ, 'ভারতে ধর্মীয় স্বাধীনতা' নিয়ে বিস্ফোরক USA)
আরও পড়ুন: পান্নুনকাণ্ডে ভারতের জবাবদিহি চাই, 'নরমে গরমে' দিল্লিকে বার্তা ওয়াশিংটনের
আরও পড়ুন: দুর্নীতির সব অভিযোগ থেকে মুক্ত বাইজুস? জল্পনার মাঝেই বড় দাবি কেন্দ্রীয় সরকারের
এদিকে এই দুর্ঘটনার জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ১ থেকে সকল উড়ান সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টার্মিনাল ১-এ সব চেক-ইন কাউন্টার বন্ধ রাখা হয়েছে। এই আবহে বহু যাত্রী সকাল সকাল বিমানবন্দরে পৌঁছে বিপাকে পড়েছেন। এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতি জারি বলে বলে, 'আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরানো ডিপারচার ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ ভেঙে পড়ে। সকাল ৫টার দিকে ধসে পড়ে সেই ছাউনি। এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সকল প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা প্রদানের জন্য কাজ করছে ইমারজেন্সি সার্ভিসের কর্মীরা।' জানা যায়, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।
আরও পড়ুন: 'ভুল করার অধিকার আছে', পদে ফিরেই 'উলটো সুর' পিত্রোদার গলায়, বিরোধিতা রমেশের
এদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ঘটনাটির ওপরে নজর রাখছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। যে সব গাড়ির ওপরে ছাদ ভেঙে পড়ে, সেগুলিতে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, 'দিল্লি বিমানবন্দরে টি১-এর ছাদ ধসের ঘটনার ওপরে ব্যক্তিগতভাবে নজর রখছি আমি। ফার্স্ট রেসপন্ডাররা সাইটে কাজ করছে। এছাড়াও টি১-এ সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য এয়ারলাইন্সগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।'
উল্লেখ্য, দিল্লি এবং এর পার্শ্ববর্তী জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) শুক্রবার ভোরবেলা থেকেই বজ্রপাত সহ অবিরাম বর্ষণ শুরু হয়েছে। এর জেরে পুরো অঞ্চল জুড়ে জল জমেছে এবং রাস্তাগুলি প্লাবিত হয়েছে। এর আগে বৃহস্পতিবারও দিল্লিতে প্রবল বৃষ্টি হয়েছিল। এই আবহে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ এই দুর্ঘটনা ঘটল। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর সম্প্রসারিত অংশের উদ্বোধন হয়েছিল। ২০১৯ সালে সেই সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল।