মাস ঘুরলেই দিল্লিতে বিধানসভা ভোট। ইতিমধ্যেই ভোটের প্রচারপর্বের রণদামামা বেজে গিয়েছে। মূলত, রাজধানীর বুকে শাসকদল আম আদমি পার্টি বা আপের সঙ্গে কেন্দ্রীয় সরকারের জোটের নেতৃক্বে থাকা বিজেপির 'কাঁটে কা টক্কর' শুরু হয়ে গিয়েছে প্রচারপর্ব ঘিরে। এবারের দিল্লির ভোটে দেখা যাচ্ছে, বলিউড ফ্লেভার! বলিউডের নানান সিনেমার নাম দিয়ে বিজেপি একের পর এক পোস্টার তৈরি করে আম আদমি পার্টিকে টার্গেট করে যাচ্ছে। এদিকে, বিজেপির প্রচারের এক মাস আগে আম আদমি পার্টির তরফে একটি পোস্টারে ‘পুষ্পা’ ফিল্মের প্রভাব দেখা যায়। পোস্টারে লেখা ছিল ‘কেজরিওয়াল ঝুকেগা নেহি’।
সদ্য বিজেপি যে সমস্ত পোস্টার সোশ্যাল মিডিয়ায় আম আদমি পার্টির বিরুদ্ধে পোস্ট করছে, সেখানে ‘আপ’ কে ‘আপ-দা (যার বাংলা দুর্যোগ)’ বলে অভিহিত করছে। সেরকমই একটি পোস্টার বৃহস্পতিবার দিয়েছে বিজেপি। সেখানে লেখা রয়েছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ফিল্মের স্টাইলে ‘আপ-দা না আয়েগি দোবারা’। এমনভাবেই জলি এলএলবি ২, পুষ্পা ২, স্পেশ্যাল ২৬, বান্টি অউর বাবলি, লুটেরা, ভুল ভুলাইয়া সহ একাধিক ফিল্মের স্টাইল নিয়ে পর পর পোস্টার তৈরি করছে বিজেপি। আর তার টার্গেটে থাকছে আম আদমি পার্টি। শুধু যে পোস্টার তা নয়, অ্যানিমেটেড নানান জিনিসও আসছে বিজেপির বনাম আপের ভোট প্রচার যুদ্ধের মাঝে। 'পুষ্পা'য় আল্লু অর্জুনের বিখ্যাত ডায়লগের স্টাইলে আপকে নিয়ে বিজেপি লিখেছে, ‘আপ নেহি, আপ-দা হ্যায় ম্যায়’। এই লাইন মনে করেয়ে দেয়, ‘ফ্লাওয়ার’ ও ‘ফায়ার’ নিয়ে পুষ্পার সেই বিখ্যাত ডায়লগকে।
বিজেপির বেশিরভাগ পোস্টারেই কেজরিওয়ালের বাড়ি সংস্কার ঘিরে রয়েছে একের প এক তোপ। ‘শীশমহল’ শব্দ ব্যবহার করে দেওয়া হয়েছে তোপ। বেশ কিছু ক্লিপও এই সময় বিজেপি নিয়ে এসেছে। সেখানেও বলিউড তারকাদের স্টাইলে নানান রকমের ডায়লগ নিয়ে নতুন মোড়কে আপকে তোপ দেগেছে বিজেপি।এদিকে, আম আদমি পার্টি বিভিন্ন ক্লিপে সাধারণ মানুষের বহু বক্তব্য তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে, গত ডিসেম্বরের শুরুতেই ‘পুষ্পা’র ডায়লগ ‘কেজরিওয়াল ঝুকেগা নেহি’ দিয়ে শুরু করেছিল আম আদমি তার প্রচার। তাদেরও মূল বক্তব্যে ছিল দুর্নীতি।
দিল্লির ভোট কবে?
আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিকে, সরস্বতী পুজো রয়েছে ২ ফেব্রুয়ারি। তার ঠিক পরেই ভোট হবে দিল্লিতে। আগামী ২৩ ফেব্রুয়ারি ৭০টি আসন-বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ৮ ফেব্রুয়ারি (শনিবার) দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা হবে বলে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।