দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনও দলের সঙ্গে জোট করবে না। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিয়ে এই তথ্য দিলেন দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব। এর পাশাপাশি যাদব আরও মন্তব্য করেন, দল কখনওই আগের থেকে কোনও মুখ্যমন্ত্রী মুখের নাম ঘোষণা করে না। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আবহে আগেও দিল্লি কংগ্রেসের প্রধান দেবেন্দ্র যাদব বলেছিলেন যে তাঁর দল ৭০টি আসনেই একা লড়বে। (আরও পড়ুন: 'এত টাকা নগদে দেওয়া হলে…', ঘুষকাণ্ডে এবার মুখ খুলবেন আদানি নিজে? বড় দাবি CFO-র)
আরও পড়ুন: পকেটে নেই খুচরো টাকা? এবার কলকাতায় অ্যাপেই কাটা যাবে বাসের টিকিট
শুক্রবার দলের দিল্লি ন্যায় যাত্রার চতুর্থ পর্বের নেতৃত্ব দেন দেবেন্দ্র। এরপর দিল্লি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেবেন্দ্র যাদব। সেই সময় তিনি বলেন, 'আমরা ৭০টি আসনেই লড়ব। আমরা জয়ী হলেই আমাদের নেতা নির্বাচিত হয়ে থাকে। দিল্লিতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। কোনও জোট হবে না। আম আদমি পার্টি এবং বিজেপির অপশাসনে দিল্লির মানুষ অসন্তুষ্ট। প্রবীণ নাগরিকরা বার্ধক্য ভাতা পাচ্ছেন না। গরিব মানুষ রেশন কার্ড পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুবকরা বেকার। মুদ্রাস্ফীতির কারণে নারীরা হতাশ। আপনারা শুধু লোক দেখানোর জন্য মহল্লা ক্লিনিক খুলেছেন। এটাই কেজরিওয়াল মডেল।' (আরও পড়ুন: আর বিবৃতি নয়, বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে এবার যা করবে ইসকন...)
আরও পড়ুন: 'হম দো, হমারা চার' চান সিদ্দিকুল্লা! 'জনসংখ্যা বিন্যাস বদলের ছক', বললেন শুভেন্দু
এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস নেতা প্রিয়ব্রত সিংকে 'ওয়ার রুম'-এর চেয়ারম্যান করা হয়েছে। এর আগে পরপর তিনবার দিল্লির ক্ষমতায় ছিল কংগ্রেস। তবে গত নির্বাচনগুলিতে কংগ্রেস প্রায় অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসে। এর আগে লোকসভা নির্বাচনের সময় আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট হয়েছিল দিল্লিতে। তবে দিল্লির সব আসনেই হারে জোট। লোকসভা নির্বাচনে পঞ্জাবে অবশ্য এই দুই দলের জোট হয়নি। অপরদিকে হরিয়ানাতে সম্প্রতি যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কংগ্রেস ও আম আদমি পার্টির জোট হয়নি। (আরও পড়ুন: মমতার মন্ত্রীর উস্কানিতে ভাঙা হয় বীরভূমের মন্দির, দাবি BJP-র, পালটা তোপ দেবাংশুর)
আরও পড়ুন: একদিনে ৪ মন্দিরে হামলা বাংলাদেশে, তবে ভারত নিয়ে 'চিন্তিত' ইউনুসের উপদেষ্টা!
এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ও আম আদমি পার্টি। নির্বাচনের প্রস্তুতির জন্য গত সপ্তাহে দলের নেতা রামবীর সিং বিধুরির সভাপতিত্বে দিল্লি বিজেপির ইস্তাহার কমিটি বৈঠক করে। দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে মহারাষ্ট্রের মতো দিল্লিতেও একই রকম জয় অর্জন করবে পদ্ম শিবির।