Delhi Election Result: ২০২৫ সালের নির্বাচনে দিল্লি জয় করল বিজেপি। AAP-এর ঝাড়ু ঝড় থেমে গেল পদ্মপাঁকে পড়ে। রাজধানীতে ২৭ বছর পর ফের পদ্ম ফুটেছে। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সম্মুখীন হয়ে হেরে গিয়েছেন। অপরদিকে কংগ্রেস এবারও প্রায় ‘অপ্রাসঙ্গিক’ দিল্লিতে। বিজেপি এই নির্বাচনে ৪৮টি আসনে জিতেছে, আপ জিতেছে ২২টিতে। এই আবহে দিল্লি বিধানসভা নির্বাচনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
দিল্লির মানুষকে ধন্যবাদ মোদীর
মোদী জানিয়েছেন, বিজেপিকে দিল্লির সেবা করতে দেওয়ার জন্য, দিল্লিকে বিকশিত ভারতের বিকশিত রাজধানী বানানোর জন্য মানুষের কাছে আবেদন রেখেছিলেন। তাতে সাড়া দিয়েছেন মানুষ।
দিল্লি থেকে আপন সরানোয় সকলকে ধন্যবাদ: মোদী
দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী বললেন, ‘মোদীর গ্যারান্টিতে ভরসা রাখার জন্যে দিল্লিবাসীকে ধন্যবাদ। আপদ (আম আদমি পার্টিকে এই নামেই প্রচারের সময় ডেকেছে বিজেপি) সরানোর জন্যে আপনাদের ধন্যবাদ।’
কংগ্রেসের ইজোর জেরে বিজেপির জয় দিল্লিতে: দেবাংশু
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে প্রায় ৪৫.৮%; আম আদমি পার্টি পেয়েছে ৪৩.৫০%। তফাৎ মাত্র ২.৩০%। উল্টোদিকে কংগ্রেস ভোট পেয়েছে ৬.৩৬%। কংগ্রেস যদি নিজের ইগো ছেড়ে আপকে নিঃশর্ত সমর্থন দিত তাহলে বিজেপি বিরোধী শক্তির ভোট হত ৫০%; যা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হত। এভাবেই বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস। দেশের মানুষের মনে আজ সন্দেহ জাগছে, সত্যিই কংগ্রেস বিজেপির পরাজয় চায় কী? নাকি কোনও গোপন কারণে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলিকে ধ্বংস করা তাদের উদ্দেশ্য?’
দিল্লিতে এখনও পর্যন্ত ৪৪ আসনে জয় বিজেপির
দিল্লিতে এখনও ৪৪ আসনে জয় বিজেপির, এগিয়ে তারা ৪টিতে। এদিকে আম আদমি পার্টি এগিয়ে ১টি আসনে। তারা জয় নিশ্চিত করেছে ২১টি আসনে।
আপের হার নিয়ে যোগেন্দ্র যাদবের বক্তব্য…
একদা আম আদমি পার্টির সঙ্গে যুক্ত থাকা ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব বলেছেন, ‘অনেক মোদী সমর্থকই (বিধানসভা নির্বাচনে) কেজরিওয়ালের জন্য ভোট দিচ্ছিলেন। কিন্তু এবার তাঁরা সেটা করেননি। আর কারণগুলির মধ্যে আছে - আপের সততার ভাবমূর্তিতে ধাক্কা লাগা, আবগারি দুর্নীতি এবং শিসমহল বিতর্ক।’
দিল্লিতে হয়ত ৫০ ছোঁয়া হবে না বিজেপির
দিল্লিতে এখনও ৪১ আসনে জয় বিজেপির, এগিয়ে তারা ৭টিতে। এদিকে আম আদমি পার্টি এগিয়ে ২টি আসনে। তারা জয় নিশ্চিত করেছে ২০টি আসনে।
৪০টি আসনে জয় নিশ্চিত বিজেপির
দিল্লিতে এখনও ৪০ আসনে জয় বিজেপির, এগিয়ে তারা ৮টিতে। এদিকে আম আদমি পার্টি এগিয়ে ৫টি আসনে। তারা জয় নিশ্চিত করেছে ১৭টি আসনে।
দিল্লিতে হাফসেঞ্চুরি হবে না বিজেপির?
বিজেপি এখনও পর্যন্ত ৩৯টি আসনে জিতেছে এবং এখনও তারা এগিয়ে ৯টি আসনে। এদিকে আম আদমি পার্টি ১৭টি আসনে জিতেছে, আরও ৫টি আসনে আপাতত তারা এগিয়ে।
জয়ের পর বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বললেন…
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, ‘...আমরা আমাদের রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবের জন্য গর্বিত এবং আমরা দলের প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই। জনসাধারণ প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টির উপর তাদের আস্থা রেখেছেন... অরবিন্দ কেজরিওয়াল আর কখনও ক্ষমতায় ফিরবেন না।’
বিজেপি ৫০ ছুঁল দিল্লিতে
দিল্লিতে বর্তমানে ৫০টি আসনে এগিয়ে আছে বা জয়ী হয়েছে বিজেপি। অপরদিকে আম আদমি পার্টি ২০টি আসনে এগিয়ে বা জয়ী হয়েছে দিল্লিতে। আপের হেভিওয়েট বহু নেতা হেরেছেন এই নির্বাচনে। অরবিন্দ কেজরিওয়াল নিজেও হেরে গিয়েছেন নয়াদিল্লি আসন থেকে।
দিল্লি জিতে কী বললেন মোদী?
দিল্লিতে আপকে হারিয়ে মোদী বললেন, ‘জনশক্তি সর্বশ্রেষ্ঠ! উন্নয়নের জয় হল। সুশাসনের জয় হল। বিজেপিকে এই অভাবনীয় এবং ঐতিহাসিক জনাদেশ দেওয়ার জন্য দিল্লির প্রিয় বোন ও ভাইদের কাছে মাথানত করছি। এই আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত।’
হেরে কী বললেন কেজরিওয়াল?
কেজরিওয়াল বললেন, ‘দিল্লির জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল - সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। আর এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনও লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার মাধ্যম।’
দিল্লিতে বিজেপির জয়ে যেন ‘আনন্দিত’ কংগ্রেস
দিল্লিতে শূন্য পাওয়া কংগ্রেস আম আদমি পার্টির হারে ‘উল্লসিত’। জয়রাম রমেশ বললেন, ২০৩০ সালে দিল্লিতে কংগ্রেসের সরকার গঠিত হবে।
হেরে যা বললেন শীলা পুত্র সন্দীপ দীক্ষিত
সন্দীপ দীক্ষিত বললেন, 'আমি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তাঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন এবং তাঁরা এই নির্বাচনে আমাকে সুযোগ দিয়েছেন। নয়াদিল্লি আসন থেকে এই অপমানজনক পরাজয়ের জন্য আমি এবং শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে দায়ী। দিল্লির ভোটাররা পরিবর্তন চেয়েছিলেন, এবং আমি এই অনুভূতিতে লড়াই করতে ব্যর্থ হয়েছি। যে সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকরা এই নির্বাচনে দিনরাত কাজ করেছেন, যারা আজও কংগ্রেসকে ভোট দিয়েছেন, আমি আন্তরিকভাবে তাঁদের ধন্যবাদ জানাই। যদিও আমি অনেকের ভোট পাইনি, তবে নির্বাচনের সময় তাঁরা আমাকে যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন, তার জন্য আমি বিশেষভাবে নয়াদিল্লির জনগণের কাছে কৃতজ্ঞ।'
বিজেপি সরকারের অগ্রাধিকার কী হবে? বাতলে দিলেন পরবেশ
দিল্লির মহিলাদের ২৫০০ টাকা দেওয়া, দুর্নীতির তদন্তে SIT গঠনই অগ্রাধিকার, জয়ী হওয়ার পর বিজেপি সরকারের ‘প্রথম কাজের’ বিষয়ে বললেন পরবেশ বর্মা।
শিখা রায়ের কাছে হার আম আদমির সৌরভের
দিল্লির গ্রেটার কৈলাস আসনে শিখা রায়ের কাছে হারলেন আম আদমি পার্টির হেভিওয়েট নেতা সৌরভ ভরদ্বাজ। শিখা রায়ের জয়ের ব্যবধান প্রায় ৪ হাজার ভোটের বেশি।
দিল্লি দেখে বাংলায় জয় নিয়ে আশাবাদী শুভেন্দু-সুকান্ত
দিল্লিতে বিজেপির জয়ের পরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আশা ব্যক্ত করলেন যে বাংলার বাঙালিরাও এবারে বিজেপিকে জেতাবে। উল্লেখ্য, দিল্লির বিপুল সংখ্যক বাঙালি ভোটারদের মন জয় করতে সুকান্ত, শুভেন্দুদের দিয়ে রাজধানীতে প্রচার করিয়েছিল বিজেপি।
দিল্লির সচিবালয়ে যাওয়ার জন্যে সরকারি আমলাদের নির্দেশ
দিল্লির সচিবালয়ে সিল করা হল। ভোটের ফলাফল স্পষ্ট হতেই সরকারি কর্মীদের সচিবালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যাতে কোনও সরকারি নথি লোপাট না হয়, তার জন্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল কেজরিওয়ালের বাড়িতে গিয়েছিলেন অ্যান্টি করাপশন ব্যুরোর আধিকারিকরা।
অতিশীর কাছে হার বিধুরীর
বিজেপির রমেশ বিধুরী কালকাজি আসন থেকে হারলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর কাছে।
আমরা ফলাফলের পর্যালোচনা করব: মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়া দলের ফলাফল নিয়ে বললেন, ‘আমরা ফলাফলের পর্যালোচনা করব।’
দিল্লির ভোটের ফলাফল নিয়ে যা বললেন আন্না হাজারে…
দিল্লির ভোট নিয়ে আন্না বলেন, 'আমি আগেই বলেছিলাম, নির্বাচনে লড়তে হলে কঠোর ভাবে বিচারকে, নীতি মেনে চলতে হবে। জীবন নিষ্কলঙ্ক হতে হবে। জীবনে ত্যাগের ভাব থাকতে হবে। আর নিজের অপমান সহ্য করার শক্তি থাকতে হবে। এগুলো হলেই ভোটাররা বিশ্বাস কবে যে, আমাদের জন্যে করার কেউ আছে। আমি বারবার বলেছি। তবে তাঁদের মাথায় কথাটা আসেনি। তাঁরা মদের ইস্যু উত্থাপন করেছিল। মদের কথা কেন এল? কারণ টাকা, ধন-দৌলত... তাতেই ভেসে গেলেন তাঁরা।'
হার স্বীকার শীলা দীক্ষিতের পুত্রের
নয়াদিল্লি আসন থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত বলেছেন, ‘এখন মনে হচ্ছে তারা (বিজেপি) সরকার গঠন করবে... আমরা বিষয়গুলি উত্থাপন করেছি। কিন্তু আমার মনে হয় লোকেরা ভেবেছিল যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি না - আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নিচ্ছি।’
শূন্যে দাঁড়িয়ে কংগ্রেস
বর্তমানে বিজেপি দিল্লির ৪৩টি আসনে এগিয়ে আছে, যা কি না ম্যাজিক ফিগারের থেকে ৭টি আসন বেশি। এদিকে আম আদমি পার্টি এগিয়ে ২৭টি আসনে। কংগ্রেস এখনও শূন্যে দাঁড়িয়ে।
১৬৩৫ ভোটে পিছিয়ে অতিশী
আম আদমি পার্টি নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজি আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রমেশ বিধুরীর বিরুদ্ধে চার দফা গণনা শেষে ১৬৩৫ ভোটে পিছিয়ে রয়েছেন। কালকাজি আসনের জন্য মোট ১২ রাউন্ড গণনা হওয়ার কথা।
Delhi Election Result Live: পিছিয়ে কেজরিওয়াল
নির্বাচন কমিশন দিল্লির ফলাফল লাইভ: সকাল ১১টায় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, আপ সুপ্রিমো এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়াদিল্লি আসন থেকে বিজেপির প্রবেশ ভার্মার বিরুদ্ধে ছয় দফা গণনা শেষে ২২৫ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। এই আসনে মোট ১৩ রাউন্ড ভোট গণনা হবে।
Delhi Election Result LIVE: ‘দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে’
ভোটের প্রাথমিক প্রবণতা সম্পর্কে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, ‘দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেই সব রাজ্যের সঙ্গে দিল্লির সাথে তুলনা করে এবং প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা... বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে... দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে।’
Delhi Election Results LIVE: ‘দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার গঠন করা হবে’
বিজেপি 42টি আসনে এগিয়ে থাকা নিয়ে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, ‘আপনি যদি জনগণের প্রতি অসৎ হন, তবে জনসাধারণ এই ফলাফলই দেবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার গঠন করা হবে।’
Delhi Election Result LIVE: এগিয়ে গেলেন সিসোদিয়া
দিল্লি নির্বাচনের ফলাফল লাইভ: আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া জংপুরা আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তরবিন্দর ডিঙ্গ মারওয়াহের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন।
Delhi Election Results LIVE: এগিয়ে গেলেন কেজরিওয়াল, AAP-এর অবস্থা কেমন?
বেলা গড়াতেই দিল্লিতে সমীকরণ কিছুটা পালটেছে। বর্তমানে বিজেপি ৪১টি আসনে এগিয়ে। ব্যবধান কমিয়ে আম আদমি পার্টি এখন ২৯টি আসনে ‘লিড’ নিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল নিজে নয়াদিল্লি আসন থেকে এগিয়েছে গিয়েছেন।
Delhi Election Result LIVE: আপ নেতা সৌরভ এগিয়ে দিল্লিতে
কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। মণীশ সিসোদিয়াও পিছিয়ে নিজের আসনে। অপরদিকে আপ নেতা সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস আসনে এগিয়ে।
Delhi Election Result LIVE: আপাতত কে ক'টি আসনে এগিয়ে?
আপাতত কংগ্রেস ১টি আসনেই এগিয়ে দিল্লিতে। বিজেপি এগিয়ে ৪৭ আসনে। আর আম আদমি পার্টি এগিয়ে আছে ২২টি আসনে।
Delhi Election Result LIVE: ৭৪ ভোটে পিছিয়ে কেজরি
নয়াদিল্লি আসনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের থেকে মাত্র ৭৪ ভোটে এগিয়ে বিজেপির প্রবেশ ভর্মা। উল্লেখ্য, ২০১৩ সালে এই নয়াদিল্লি আসনেই শীলা দীক্ষিতকে হারিয়ে প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন কেজরিওয়াল।
Delhi Election Result Reaction: ‘আরও লড়াই করো নিজেদের মধ্যে’, বললেন ওমর
দিল্লির ফলাফল নিয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টিকে তোপ দেগে টুইট করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। একটি 'GIF' পোস্ট করে তিনি লেখেন, ‘আরও লড়াই করো নিজেদের মধ্যে’।
Delhi Result in Bengali LIVE: ‘কেজরিওয়াল চতুর্থ বারের জন্য় মুখ্যমন্ত্রী হবেন’, আশাবাদী বর্তমান CM অতিশী
নিজে পিছিয়ে। পিছিয়ে দলের প্রধান অরবিন্দর কেজরিওয়ালও। তাও দিল্লিতে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শোনাল বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশীকে। আপ নেত্রী বলেন, ‘এটা কোনও সাধারণ ভোট নয়। এটা শুভ এবং অশুভের লড়াই। আমি নিশ্চিত, দিল্লির মানুষ শুভর সঙ্গে থাকবেন। কেজরিওয়াল চতুর্থ বারের জন্য় মুখ্যমন্ত্রী হবেন।’
Delhi Election Results LIVE: নির্বাচন কমিশনের তথ্য কী বলছে?
সকাল ৯টায় ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছয়টি আসনে এগিয়ে ছিল, আর আম আদমি পার্টি (এএপি) দুটি আসনে এগিয়ে ছিল। যদিও, অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে, প্রাথমিক প্রবণতা অনুসারে বিজেপি ৪৫টি আসনে এগিয়ে রয়েছে। AAP ২৫টি আসনে এগিয়ে।
Delhi Election Result LIVE: এখনও পর্যন্ত কোন দল কটা আসনে এগিয়ে?
প্রাথমিক গণনায় বিজেপি ৪২টি আসনে এগিয়ে গিয়েছে। এদিকে আম আদমি পার্টি এগিয়ে আছে মাত্র ২২টি আসনে। কংগ্রেসও এগিয়ে ২টি আসনে।
নয়াদিল্লি আসনে পিছিয়ে শীলা দীক্ষিতের ছেলে, কেজরিওয়াল, এগিয়ে বিজেপি
নয়াদিল্লি আসন থেকে এগিয়ে বিজেপির প্রার্থী পরবেশ ভর্মা। এই আসনে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। উল্লেখ্য, এই আসনেই ২০১৩ সালের ভোটে হেরেছিলেন শীলা। সেবারে তাঁকে হারিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এদিকে এই আসনেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন কেজরিওয়াল। সেখানে এখন পিছিয়ে আছেন তিনি।
Delhi Elections LIVE: চলছে পোস্টাল ব্যালটের গণনা, বিজেপির সঙ্গে ব্যবধান কমাতে পারবে আপ?
এখনও চলছে পোস্টাল ব্যালটের গণনা। এখনও পর্যন্ত যা তথ্য সামনে এসেছে, তাতে বিজেপি ২৫টি আসনে এগিয়ে, আপ ২০টি আসনে এগিয়ে। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।
Delhi Elections Result Live: আপ হেভিওয়েটরা পিছিয়ে প্রাথমিক ভাবে
পোস্টাল ব্যালটের গণনায় প্রাথমিক ভাবে পিছিয়ে পড়েছেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা, প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া।
Delhi Vote Results LIVE: ১৫টি আসনে এগিয়ে গেল বিজেপি
দিল্লি নির্বাচনের ফলাফল লাইভ: প্রাথমিক প্রবণতা অনুসারে ভারতীয় জনতা পার্টি ১৫টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে আম আদমি পার্টি (এএপি) পাঁচটি আসনে এগিয়ে আছে, কংগ্রেস শূন্যে। আজ সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনা প্রক্রিয়াটি পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয়েছিল। নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের ভোট এবং বয়স্ক বা বিশেষ ভাবে সক্ষম ভোটার পোস্টাল ভোট সামিল রয়েছে। পোস্টাল গণনা হয়ে গেলে একে একে ইভিএম খুলবে।
Delhi Election Result LIVE: প্রাথমিক ভাবে এগিয়ে থাকার আভাস বিজেপির
দিল্লি নির্বাচনের ফলাফল লাইভ: প্রাথমিক ভাবে ভোট গণনা শুরু হতে বিজেপি দিল্লির আটটি আসনে লিড নিয়েছে। এদিকে আপাতত AAP তিনটি আসনে এগিয়ে। একটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস।
Delhi Election LIVE: AAP-এর হয়ে অঙ্ক কষতে বসলেন দেবাংশু
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের পোস্টে লেখেন, ‘২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলারা পুরুষদের তুলনায় সামান্য বেশি ভোট দিয়েছেন। মহিলাদের ভোটের হার - ৬০.৯২ শতাংশ এবং পুরুষদের ভোটের হার ৬০.২১ শতাংশ। আমরা যদি দশমিকের স্থানগুলি ছেড়ে দিই, তাহলে পুরুষ এবং মহিলারা প্রায় সমান হারে ভোটদান করেছেন। তাহলে মহিলাদের সিংহভাগ ভোট আম আদমি পার্টির পাওয়া উচিত। এদিকে পুরুষদের ভোটের ৪০ শতাংশের বেশি আম আদমি পার্টি পাবে না। তবে যদি মহিলাদের ভোটের ৫৫ শতাংশের বেশি আম আদমি পার্টি পায়, তাহলে তাদের ভোটের হার গিয়ে দাঁড়াবে (৫৫+৪০)/২ = ৪৭.৫০ শতাংশ। এই ভোটের হারে দিল্লিতে সরকার গঠন করা উচিত আম আদমি পার্টির। তাই আম আদমি পার্টির নেতারা যেন শুধু এটারই প্রার্থনা করেন, মহিলারা যাতে তাঁদের ছেলে না যান। নয়ত, দিল্লির ভবিষ্যতের জন্যে বাজে সময় আসতে চলেছে।’
Delhi Assembly Election Result LIVE: ‘জনগণের সিদ্ধান্তের প্রতিফলন হবে ভোট গণনায়’
তিলক নগরের আপ প্রার্থী জার্নাইল সিং পিটিআই-কে বলেন, ‘আজ, তিলক নগরের জনগণের সিদ্ধান্তের প্রতিফলন হবে ভোট গণনায়। AAP গঠনের সময় থেকে তিলক নগরের মানুষ আমাকে ভালবাসা দিয়ে এসেছেন এবং আমি নিশ্চিত যে AAP সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হবে।’
Delhi Election Result LIVE: কংগ্রেসের সম্ভাবনা নিয়ে কী বলছে শীলা দীক্ষিতের ছেলে?
দিল্লি নির্বাচনের ফলাফল লাইভ: নয়াদিল্লি আসন থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ভোট গণনার আগে পিটিআইকে বলেন, ‘আমি খুবই আশাবাদী। আমি মনে করি যে মানুষ আমার কথা পছন্দ করেছে। বাকিটা দেখা যাক কী হয়। শীঘ্রই সবকিছু প্রকাশ্যে আসবে।’ উল্লেখ্য, সন্দীপ হলেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে।
Delhi Election Result LIVE: ভোটগণনার আগে ভগবানের চরণে বিজেপি প্রার্থী
দিল্লি নির্বাচনের ফলাফল লাইভ: করোলবাগ আসন থেকে বিজেপির প্রার্থী দুষ্মন্ত গৌতম ভোরবেলা ঝান্ডেওয়ালান মাতা মন্দিরে গিয়েছিলেন এবং আজ ভোট গণনার আগে সেখানে প্রার্থনা করেছিলেন।
Delhi Results LIVE: ‘গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই কেজরিওয়ালের’
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল লাইভ: AAP নেতা অনুরাগ ধান্দা দলের বিজয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। এই নিয়ে বার্তাসংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী (বিজয়ের জন্য)। সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছেন। কারণ তিনি জনগণের জন্য লড়াই করছেন। এবং এটি এমন একটি নির্বাচন যেখানে তিনি শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে নয়, সমগ্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন।’
Delhi election result LIVE: কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কেজরির
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল লাইভ: অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দাবি করেছেন যে একাধিকবার অনুরোধ সত্ত্বেও প্রতিটি বিধানসভার জন্য ফর্ম ১৭সি এবং ভোটের গণনা আপলোড করতে অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন।
Delhi Result LIVE in Bengali: এর আগে দিল্লির বুথ ফেরত সমীক্ষা কী বলেছিল?
ভোট গ্রহণ প্রক্রিয়ার পর প্রকাশিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে দিল্লিতে এবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। এর আগে ২০২০ সালের এক্সিট পোল-এ আভাস ছিল যে আপই জিতবে। তবে এক্সিট পোলের পূর্বাভাসে দেওয়া গড় আসনের থেকে বেশি আসনে জিতেছিল আম আদমি পার্টি। এর আগে ২০১৫ সালের এক্সিট পোলেও আম আদমি পার্টির পক্ষেই ঝুঁকে ছিল আভাস। তবে পূর্বাভাসের থেকে অনের বেশি সংখ্যক আসন আপ ঝুলিতে পুরেছিল সেবারও।
Delhi Vote Count LIVE: দিল্লির ভোট গণনা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা
ভোট গণনা প্রক্রিয়ার জন্য দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোট ১৯টি গণনাকন্দ্রের প্রতিটির জন্যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। সব মিলিয়ে ১০,০০০ পুলিশ অফিসার মোতায়েন থাকবেন ভোট গণনার জন্যে। এছাড়া প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে দু'কোম্পানি আধা-সামরিক বাহিনীও।
Delhi Election Vote Counting LIVE: আটটা থেকে ভোটগণনা শুরু হবে দিল্লিতে
আজ সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে দিল্লিতে। শাহদারা, মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিতে একটি করে গণনাকেন্দ্র থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এর মধ্যে দুটি করে গণনাকেন্দ্র আছে উত্তর দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি এবং দক্ষিণ-পূর্ব দিল্লিতে। আর নয়াদিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লিতে তিনটি করে গণনাকেন্দ্র আছে।
Delhi Election Result LIVE: দিল্লির জনমত জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার
টানা চতুর্থবার দিল্লির ক্ষমতা দখল করবে আম আদমি পার্টি? নাকি প্রায় ২৭ বছর পরে ফের একবার দিল্লি দখল রতে সক্ষম হবে বিজেপি? টানা ১৫ বছর দিল্লি দখলে রাখা কংগ্রেস কি এবারও খাতা খুলতে পারবে না? নাকি রাজধানীতে ফের একবার হাতু তুলে দাঁড়াবে কংগ্রেস? আর কয়েক ঘণ্টার মধ্যেই এই সব প্রশ্নের স্পষ্ট জবাব পাওয়া যেতে পারে।
Delhi Election Results: আর কিছুক্ষণেই শুরু হবে ভোট গণনা
আজ আর কিছুক্ষণেই শুরু হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে দিল্লিতে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় জিততে হলে 'ম্যাজিক ফিগার' ৩৬। গত ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট গ্রহণ হয়েছিল। এর তিনদিনের মাথায়, আজ দিল্লি বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতে চলেছে।