টানা চতুর্থবার দিল্লির ক্ষমতা দখল করবে আম আদমি পার্টি (আপ)? নাকি প্রায় ২৭ বছর পরে রাজধানীতে পদ্মফুল ফুটবে? গত দু'বারের মতোই এবার যমুনার জলে তলিয়ে যাবে কংগ্রেস? আর কয়েক ঘণ্টার মধ্যেই সেই উত্তরটা স্পষ্ট হয়ে যেতে পারে। কারণ শনিবার ৭০টি আসন-বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শাহদারা, মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিতে একটি করে গণনাকেন্দ্র থাকছে। দুটি করে গণনাকেন্দ্র আছে উত্তর দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি এবং দক্ষিণ-পূর্ব দিল্লিতে। আর নয়াদিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লিতে তিনটি করে গণনাকেন্দ্র আছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে যে কোনও পাঁচটি ভিভিপ্যাট খতিয়ে দেখা হবে।
ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গণনাকেন্দ্রের সামনে
আর সেই গণনা প্রক্রিয়ার জন্য দিল্লিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।। ১৯টি গণনাকন্দ্রের প্রতিটিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আছে। ১০,০০০ পুলিশ অফিসার মোতায়েন থাকবেন। প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে দু'কোম্পানি আধা-সামরিক বাহিনীও।
দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার দেবেশচন্দ্র শ্রীবাস্তব বলেন, '(গণনার দিনে) আমরা কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছি। যাঁদের কাছে অনুমতি থাকবে, তাঁদেরই শুধুমাত্র গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। সেখানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।' আর দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অ্যালিস ভাজ জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগণনার জন্য শনিবার কাউন্টিং সুপারভাইজার, গণনা সহায়ক, মাইক্রো-অবজার্ভার ও সহায়ক-সহ মোট ৫,০০০ কর্মীকে মোতায়েন করা হচ্ছে।
হাফ-সেঞ্চুরি হবে দিল্লিতে, দাবি আপ ও বিজেপির
আর সেই গণনার শেষে নিজেদের মুখেই হাসি ফুটবে বলে দাবি করেছে আপ এবং বিজেপি। অধিকাংশ এক্সিট পোলেই (বুথফেরত সমীক্ষা) ইঙ্গিত দেওয়া হয়েছে যে দিল্লিতে ক্ষমতা দখল করতে চলেছে পদ্ম শিবির। ইতি পড়বে আপের শাসনে। যে দল এক দশক ধরে (২০১৩ সাল থেকে) দিল্লিতে ক্ষমতা দখল করে এসেছে। লোকসভা নির্বাচনে ধাক্কা খেলেও বাজিমাত করেছে বিধানসভা ভোটে। কিন্তু এবার সেই ধারায় ইতি পড়তে চলেছে বলে বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে।
যদিও আপ নেতা গোপাল রাই জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের দেখানো পথে হেঁটে ৫০টির বেশি আসনে জিতবে ঝাড়ু ব্রিগেড। সাত-আটটি আসনে জোর টক্কর হবে। প্রার্থীদের দেওয়া ‘গ্রাউন্ড রিপোর্ট’ থেকে তেমনই আশাপ্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন আপ নেতা। যদিও পালটা দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব দাবি করেছেন যে প্রায় ৫০টি আসনে পদ্মফুল ফুটবে।
২০২০ সালের বিধানসভা ভোটের ফলাফল
১) আম আদমি পার্টি: ৬২টি আসন।
২) বিজেপি: আটটি আসন।
৩) কংগ্রেস: শূন্য।
২০১৫ সালের বিধানসভা ভোটের ফলাফল
১) আম আদমি পার্টি: ৬৭টি আসন।
২) বিজেপি: তিনটি আসন।
৩) কংগ্রেস: শূন্য।