২০২০ সালে দিল্লির উত্তরপূর্ব দিকে রক্ত ঝরেছিল দাঙ্গায়। সেই দাঙ্গা কবলিত এলাকাগুলির অধীনে পড়ে দিল্লির পাঁচটি বিধানসভা কেন্দ্র। সেই আসনগুলিতে এবারের নির্বাচে জিতল কোন দল? উত্তরপূর্ব দিল্লিতে যেখানে যেখানে দাঙ্গা হয়েছিল, তার মধ্যে মুস্তাফাবাদ, কারাওয়াল নগর এবং ঘোন্দায় এবারের নির্বাচনে পদ্ম ফুটেছে। এদিকে দাঙ্গা কবলিত সীলমপুর এবং গোকলপুর আসন দু'টিতে আম আদমি পার্টি জিতেছে।
এর মধ্যে মুস্তাফাবাদে আম আদমি পার্টির আদিল আহমেদ খানকে ১৭ হাজার ভোটে হাড়িয়েছেন বিজেপির মোহন সিং বিস্ত। এদিকে বিজেপির কপিল মিশ্র কারাওয়াল নগর থেকে জিতেছেন আম আদমি পার্টির মনোজ কুমার ত্যাগীকে হারিয়ে। ব্যবধান ২৩ হাজার ভোট। অপদিকে ঘোন্দায় বিজেপির অজয় মাহাওয়ার জয়ী হয়েছেন ২৬ হাজার ভোটে। এদিকে সীলমপুরে আম আদমি পার্টির চৌধুরী জুবায়ের আহমেদ জয়ী ৪২ হাজার ভোটের ব্যবধানে। এবং গোকলপুরে আপের সুরেন্দ্র কুমার জয়ী ৮ হাজার ভোটে। উল্লেখ্য, এই নির্বাচনে বিজেপি মূলত দাঙ্গা ইস্যুতে নীরব থেকেছে। শুধুমাত্র অমিত শাহ একবার এখানে এসে জনসভায় দাঙ্গার ইস্যু উত্থাপন করে আপ-কে দোষারোপ করেছিলেন। এরই সঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে এই এলাকাগুলিতে সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহ।
প্রসঙ্গত, বিগত একদশকে দিল্লির গদিতে ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০১৫ এবং ২০২০ সালের ভোটে তো কার্যত ঝাড় ঝড় তুলেছিল তারা। তবে ২০২৫ সালের নির্বাচনের আগে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল কেজরিকে। নিজে তিনি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত। এর জন্যে তিনি জেলে পর্যন্ত গিয়েছেন। এর আগে দুর্নীতির দায়ে আপ হেভিওয়েট মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনরা জেলে গিয়েছিলেন। যে আপ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে জন্ম নিয়েছিল, তারাই দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েছিল। এই আবহে এই নির্বাচনে পদ্মপাঁকে আটকে যায় ঝড় থেমেছে ঝাড়ুর।
এবারে দিল্লির ৪৮টি আসনে জিতেছে বিজেপি। যা কি না ম্যাজিক ফিগারের থেকে ১২টি আসন বেশি। এদিকে আম আদমি পার্টি জেতে ২২টি আসনে। কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে। আম আদমি পার্টির হেভিওয়েট নেতা - সৌরভ ভারদ্বাজ, সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়ারা হেরেছেন নিজেদের আসনে। অরবিন্দ কেজরিওয়াল নিজে নয়াদিল্লি আসন থেকে হেরে গিয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনে এই নয়াদিল্লি আসনেই তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন কেজরিওয়াল। সেই আসনে তিনি নিজে হারলেন এবারে। এই আবহে বিজেপি ২৭ বছর পর ফের একবার দিল্লিতে ক্ষমতা দখল করেছে।