বাংলা নিউজ > ঘরে বাইরে > JioHotstar Domain: 'জিওহটস্টার' ডোমেন কিনে রিলায়েন্সকে বিক্রির ছক! ফ্য়াসাদে দিল্লির প্রযুক্তিবিদ

JioHotstar Domain: 'জিওহটস্টার' ডোমেন কিনে রিলায়েন্সকে বিক্রির ছক! ফ্য়াসাদে দিল্লির প্রযুক্তিবিদ

প্রতীকী ছবি

উচ্চ শিক্ষার জন্য কেমব্রিজ পাড়ি দিতে চান দিল্লির অ্যাপ ডেভেলপার। তার জন্যই 'জিওহটস্টার' ডোমেন কেনেন তিনি। তারপর কী হল?

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, দুই আলাদা ওটিটি প্ল্যাটফর্ম - জিওসিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার নাকি গাঁটছড়া বাঁধতে চলেছে। এ নিয়ে কানাঘুষো শুরু হতেই তথ্যাভিজ্ঞ মহলের একাংশ দাবি করছে, এই জল্পনা সত্যি হলে ভারতের ওটিটি বাজারে একাধিপত্য কায়েম করবে ভবিষ্যতের এই প্ল্যাটফর্ম।

কিন্তু, বহু জনের এই আশঙ্কার মধ্যে সুযোগ সন্ধানী হওয়ার অভিযোগ উঠেছে, দিল্লির কোনও এক প্রযুক্তিবিদের বিরুদ্ধে। সূত্রের দাবি, সেই ব্যক্তি নাকি 'জিওহটস্টার' ডোমেনটি ২০২৩ সালেই গোপনে কিনে নিয়েছেন! আর সেটা করতে গিয়েই ওই ব্যক্তি বিপাকে পড়তে চলেছেন বলে অনুমান করা হচ্ছে।

বিষয়টা একটু ভেঙে বলা যাক। বর্তমানে জিওহটস্টার নামক একটি ডোমেন একটি ওয়েব পেজের মাধ্যমে খোলা যাচ্ছে! তাতে একটি ব্যানারও যোগ করা আছে। যাতে লেখা রয়েছে - 'জিওহটস্টার:বেস অফ এন্টারটেইনমেনট, স্ট্রিমিং সুন'!

অথচ, আপাত অতি সাধারণ এই ওয়েব পেজটিতে সংস্থার কোনও লোগো বা ব্র্যান্ডিং নেই। বদলে রয়েছে একটি আজব বার্তা। দাবি করা হচ্ছে, যে প্রযুক্তিবিদ এই ওয়েব পেজটি কিনেছেন, তিনিই নাকি ওই বার্তা দিয়েছেন।

সেই বার্তা 'রিলায়েন্স গোষ্ঠীর কর্মীদের উদ্দেশে' করা হয়েছে। যেখানে তাঁদের 'ডিয়ার এগজিকিউটিভ' বলে সম্বোধন করেছেন ওই ব্যক্তি। প্রসঙ্গত, রিলায়েন্স গোষ্ঠী হল জিও সিনেমার মূল প্রতিষ্ঠাতা সংস্থা।

সংশ্লিষ্ট ভার্চুয়াল বার্তায় লেখা হয়েছে, 'আমি একজন অ্যাপ ডেভেলপার। দিল্লির বাসিন্দা। আমি আপাতত আমার নিজের সংস্থা খোলার চেষ্টা করছি। ২০২৩ সালে আমি যখন সোশাল মিডিয়ায় স্ক্রল করছিলাম, একটি খবরের অংশ আমার চোখে পড়েছিল। যেখানে বলা হয়েছিল, আইপিএল সম্প্রচারের লাইসেন্স হারানোর পর থেকেই ডিজনটি প্লাস হটস্টারের দৈনিক সক্রিয় ইউজার লাগাতার কমছে। আর তাই, ডিজনি কর্তৃপক্ষ ওই সংস্থা কোনও ভারতীয় সংস্থাকে বিক্রি করে দেওয়ার বা তাদের সঙ্গে একত্রিত (মার্জ) হয়ে যাওয়ার কথা ভাবছে।'

'তখনই আমরা মনে হয়েছিল, সোনি আর জি-এর তো নিজস্ব মার্জার রয়েছে। সেক্ষেত্রে ভায়াকম এইটিন (রিলায়েন্স গোষ্ঠীর) হল একমাত্র সংস্থা, যাদের ডিজনি প্লাস হটস্টারকে কেনার ক্ষমতা রয়েছে।'

'তখন আমার আরও মনে হল, এর আগে জিও যখন মিউজিক স্ট্রিমিং সার্ভিস সাভন কিনে নিয়েছিল, তখন তারা তার নাম বদলে রেখেছিল জিওসাভন.কম। তাই আমার মনে হল, তারা যদি ডিজনি প্লাস হটস্টারকেও কিনে নেয়, তাহলে হয়তো তার নাম বদলে রাখবে জিওহটস্টার.কম।'

অর্থাৎ, ওই অ্যাপ ডেভেলপারের বার্তা হল, এই ধারণা থেকেই তিনি 'জিওহটস্টার' ডোমেনটি আগেভাগেই কিনে নিয়েছেন। এরপরই ওই প্রযুক্তিবিদের প্রস্তাব, রিলায়েন্স যদি চায়, তাহলে তিনি ওই ডোমেনটি তাদের বিক্রি করতে প্রস্তুত। বদলে শুধুমাত্র ওই সংস্থাকে তাঁর একটি স্বপ্ন পূরণ করতে হবে।

তিনি উচ্চ শিক্ষার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। রিলায়েন্সকে শুধু সেই ব্যবস্থাটুকু করে দিতে হবে।

এই প্রসঙ্গে ওই ডোমেনের মালিক জানিয়েছেন, 'আমি খুঁজে দেখছিলাম, ওই নামে কোনও ডোমেন পাওয়া যাচ্ছে কিনা। এবং সেটা আমি পেয়ে যাই। আমি খুবই উত্তেজিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই ঘটনা যখন সত্যিই আমার সঙ্গে ঘটছে, তাহলে হয়তো আমি কেমব্রিজে আমার উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় টাকা পেয়ে যাব।'

ওই প্রযুক্তিবিদের দাবি, বেশ কয়েক বছর আগেই তার সংস্থার তৈরি করা একটি প্রজেক্ট কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের অ্য়াক্সেলেরেট প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু, টাকার অভাবে ওই ব্যক্তি সংস্থা তাতে যোগ দিতে পারেননি।

তাঁর বার্তায় ওই ব্যক্তি লিখেছেন, 'এই ডোমেনটি আমি একটিমাত্র উদ্দেশ্যেই কিনেছি। যদি সত্যিই ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে জিওসিনেমা মিশে যায়, তাহলে আমি হয়তো কেমব্রিজে গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারব।'

তাঁর বক্তব্য, হাজার-হাজার কোটি টাকার মালিক রিলায়েন্সের কাছে এটা হয়তো খুবই সামান্য খরচ। কিন্তু, তাঁর কাছে রিলায়েন্সকে এই ডোমেন বিক্রি করতে পারার অর্থ হল, একটি জীবন বদলে দেওয়া ঘটনা!

এই গোটা ঘটনাটি ঘটে বুধবার। পরবর্তীতে, বৃহস্পতিবার জানা যায়, রিলায়েন্সকে গোষ্ঠীকে ওই ডোমেন বিক্রি করার জন্য প্রায় ১ কোটি টাকা চেয়েছেন ওই অ্যাপ ডেভেলপার। কিন্তু, রিলায়েন্স গোষ্ঠী নাকি তাঁকে সেই টাকা দেওয়ার বদলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে!

যদিও, এখনও পর্যন্ত এই ইস্যুতে রিলায়েন্স বা ডিজনি প্লাস হটস্টারের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

পরবর্তী খবর

Latest News

বাড়িতে ঝঞ্ঝাট লেগেই আছে? ঘরে নেগেটিভ এনার্জি আনে এই ৪ জিনিস, বলছে বাস্তুশাস্ত্র ২১ দিনে ৭ কেজি মেদ ঝরিয়েছেন! ইনস্টাগ্রামে দাবি পুষ্টিবিদের, রইল তাঁর ওজন কমানোর বুধের দিক পরিবর্তন, ৩ রাশির ভাগ্যকে করবে উজ্জ্বল, কেরিয়ারে আসতে চলেছে নতুন সুযোগ নিম্নচাপ থাকবে মঙ্গলেই! কবে-কবে বৃষ্টি হবে বাংলায়? কুয়াশাও পড়বে, বাড়বে ঠান্ডা চিনের মদতে পাকিস্তানি নৌসেনার আশ্চর্যজনক বাড়বৃদ্ধি! নজর রাখছে ভারত শুক্রের মকরে গমন, মঙ্গলের বক্রী অবস্থান, কী প্রভাব ফেলবে? দেখুন সাপ্তাহিক রাশিফল হোটেলে থাকতে দেব না, খাবারও নয়, বাংলাদেশি পর্যটকদের বয়কট ত্রিপুরায় অ্যানিম্যাল-এর বর্ষপূর্তি! ইন্টারনেটে ভাইরাল-ক্যামেরার পিছনের দৃশ্য ‘আমি একেবারেই পাত্তা দিই না ওঁকে’, ডুয়া লিপাকে নিয়ে কটাক্ষ অভিজিৎ ভট্টাচার্যের মেয়ের সঙ্গে লাস্ট ডেট! ‘আই ডোন্ট ওয়ান্ট টু টক’ দেখে আবেগে ভাসলেন অনুরাগ কাশ্যপ

IPL 2025 News in Bangla

CSK নয়, ড্যাডস আর্মি এবার কলকাতা,IPL 2025-এ সব থেকে বুড়ো দল নিয়ে মাঠে নামবে KKR অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল IPLর আগে রাসেলকে প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির… বলা হয় রিলিজ নিতে! কি বলেন রাসেল? বুড়ো হাড়ে ভেল্কি! ৪০-এও ফুল ফিট ডুপ্লেসি! আবু ধাবি T10-এ একহাতে নিলেন ক্যাচ… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.