দিল্লিগামী আকাসা বিমান এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে যায়। জানা গিয়েছে, উত্তরণের সময় এই বিপত্তি ঘটে যায়। সেই সময় ১৯ হাজার ফুট ওপরে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের। বোয়েইং ৭৩৭ ম্যাক্স ৮ এয়ারক্রাফ্ট এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। একথা জানানো হয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে।
জানা গিয়েছে, বিমান অবতরণের পর কী কী ক্ষতি হয়েছে তা পরিলক্ষিত হয়েছে। আপাতত বিমানকে ‘এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড’ বলে আখ্যা দেওয়া হয়েছে। উল্লেখ্য, যাত্রা শুরুর প্রথম থেকেই আকাসা বিভিন্ন বিতর্কে জড়িয়ে রয়েছে। গত মাসে, আমেদাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি আকাসার বিমানকে বাতিল করতে হয় প্রযুক্তিগত কারণে। এই মাসের শুরুতে আকাসার চেক ইন কাউন্টারে বিভ্রান্তি বেড়ে যাওয়ায় যাত্রীরা খোঁজ করেছেন অন্য বিমানের যার হাত ধরে তাঁরা গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে পারেন। জানা যায়, ৯.৫৫ মিনিটে ছাড়ার কথা যে বিমানের তা ১ ঘণ্টা দেরিতে ছাড়ায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। তারপর নতুন করে এই দুর্ঘটনা দেখা দিতেই আকাসা ফের বিতর্কের কেন্দ্রে চলে আসে।
১০ ডাউনিং স্ট্রিটে প্রজ্জলিত দিওয়ালির প্রদীপ! 'যতটা পারব করব..' বার্তা ঋষির
আকাসার কিউপি ওয়ান থ্রি থ্রি টু বিমান ঘিরে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই বলেন, বুধবার সঠিক সময়ে বিমান ছাড়ার কথা থাকলেও যাত্রীদের কোনও মতেই খাবার বা বাকি জিনিসের বন্দোবস্ত করা হয়নি। অনেককেই বলা হয়, হয় রিফান্ড নিয়ে নিতে, নয়তো বুধবার পর্যন্ত অপেক্ষা করতে বিমানবন্দরে। এই ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।