नई दिल्ली :
দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন অতিশী। তবুও কেজরিওয়াল যে চেয়ারটি ব্যবহার করতেন সেটা তিনি ব্যবহার করছেন না। পাশেই রাখা আছে সেই চেয়ারটি। তিনি অন্য একটি চেয়ার ব্যবহার করছেন। ঠিক যেন রামচন্দ্র আর ভরত। রামায়ণের সেই আখ্য়ানের কথাই মনে পড়ে যাচ্ছে অনেকের।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এই সময়ে তিনি কেজরিওয়ালের জন্য কার্যত ভরত চরিত্রে অভিনয় করছেন। মুখ্যমন্ত্রী দফতরে অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারের পাশে আরও একটি চেয়ার বসিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি বলেছেন, দিল্লির মানুষ যতক্ষণ না অরবিন্দ কেজরিওয়ালের সততার ওপর আস্থা না রাখছেন, ততক্ষণ তিনি কেজরিওয়ালের চেয়ারে বসবেন না।
ভরত যেভাবে ১৪ বছর ধরে ভগবান রামের পাদুকা ধরে রেখেছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন, আমিও আগামী চার মাস দিল্লির দায়িত্ব নেব। মুখ্যমন্ত্রী হওয়ার পর অতিশী বলেন, 'আমি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি। আজ আমার কষ্ট ভরতের মতোই যখন ভগবান রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল এবং ভরতকে রাজত্বের দায়িত্ব নিতে হয়েছিল। ভরত যেভাবে ১৪ বছর ধরে ভগবান রামের পাদুকা ধরে রেখেছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন, আমিও সেভাবেই আগামী চার মাস দিল্লির সরকার চালাব।
তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল মর্যাদা ও নৈতিকতার উদাহরণ স্থাপন করেছেন। গত দু'বছর ধরে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করতে কোনও কসুর ছাড়েনি। তাদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এমনকি ছয় মাস জেলও দেওয়া হয়েছে।
তিনি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের। আশা করি দিল্লির মানুষ তাঁকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। ততদিন চেয়ার এই অফিসেই থাকবেন এবং অরবিন্দ কেজরিওয়ালের জন্য অপেক্ষা করবেন।
অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অতিশী। তাঁর সঙ্গে শপথ নেন কৈলাস গেহলট, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াত-সহ পাঁচ মন্ত্রী। সব মন্ত্রীকে দফতর বণ্টন করা হয়েছে কিন্তু এখনও দায়িত্ব নেননি। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ দায়িত্ব গ্রহণ করলেও বাকি মন্ত্রীরা সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দায়িত্ব নেবেন।
কার্যত বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়াল না থাকলেও সর্বত্র তিনি বিশেষভাবে রয়েছেন। আপ নেতৃত্ব কার্যত অপেক্ষা করছেন ফের কবে তিনি মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসবেন।