বাংলা নিউজ > ঘরে বাইরে > বিদ্যুতে কি ভর্তুকি চান? দিল্লির জন্য বড় সিদ্ধান্ত কেজরিওয়ালের

বিদ্যুতে কি ভর্তুকি চান? দিল্লির জন্য বড় সিদ্ধান্ত কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী (ANI Photo) (Rahul Singh)

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সরকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইনজীবীদের নিয়ে একটি প্যানেল তৈরি করবে। সেই প্যানেলের কাছে উদ্যোগপতিরা সহায়তা চাইতে পারেন। উদ্যোগপতিদের সরকার সবরকম সহায়তা করবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

দিল্লিতে বিদ্যুতের উপর ভর্তুকি নিয়ে বড় সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন, যে নাগরিকরা বিদ্যুতে ভর্তুকি চাইবেন তাঁদেরকেই সেই সুবিধা দেওয়া হবে। নাগরিকদের জিজ্ঞাসা করা হবে তাঁরা ভর্তুকির সুবিধাটা নেবেন কি না? ১  অক্টোবর থেকে এই বিশেষ ব্যবস্থা চালু হবে। অর্থাৎ বিদ্যুতে ভর্তুকির বিষয়টি পুরোপুরি ঐচ্ছিক করা হচ্ছে। যাঁরা ভর্তুকি চাইবেন তাঁদেরই এই ভর্তুকি মিলবে। বাকিদের জন্য কোনও ভর্তুকির ব্যবস্থা থাকবে না। প্রসঙ্গত রান্নার গ্যাসের ভর্তুকির ক্ষেত্রেও কিছুটা এই বিশেষ ব্যবস্থা চালু রয়েছে। 

ভার্চুয়াল মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি স্টার্ট আপ পলিসির সূচনা করেন। তিনি জানিয়েছেন দিল্লি ক্যাবিনেট এই দিল্লি স্টার্ট আপ পলিসি পাস করেছে। তিনি জানিয়েছেন, দিল্লিতে স্টার্ট আপ রাজধানী হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সরকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইনজীবীদের নিয়ে একটি প্যানেল তৈরি করবে। সেই প্যানেলের কাছে উদ্যোগপতিরা সহায়তা চাইতে পারেন। উদ্যোগপতিদের সরকার সবরকম সহায়তা করবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। পাশাপাশি সরকারি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা যদি ব্যাবসা শুরু করতে চান তবে তাঁদেরও প্রয়োজনীয় সহায়তা করা হবে। 

 

ঘরে বাইরে খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.