দিল্লি কোর্টের নির্দেশে আরও বিপাকে পড়লেন রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি এমপি ব্রিজ ভূষণ শরন সিং। তার বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। একাধিক কুস্তিগীর তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন। এবার তার নিরিখে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দিল্লি পুলিশের কাছে জানতে চাইল দিল্লি কোর্ট। এনিয়ে আদালতের তরফে দিল্লি পুলিশের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
তদন্তের কাজ কতদূর হয়েছে, তদন্তের পরিস্থিতি ঠিক কী তা নিয়ে দিল্লি পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে দিল্লি আদালত। রউস অ্যাভিনিউ কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট হর্জিত সিং যশপাল এনিয়ে নোটিশ ইস্যু করেছেন। আগামী ১২ মে এনিয়ে ফের শুনানির দিন ঠিক করা হয়েছে।
রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি এমপি ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কুস্তিগীররা। যন্তরমন্তরে তাদের অবস্থান বিক্ষোভ। এরপর তারা আদালতেও যান। সেখানে গিয়ে তাঁরা আদালতের নজরদারিতে তদন্ত দাবি করেন। তারা বয়ান নথিভুক্ত করার জন্য়ও দাবি করেন।
পাশাপাশি রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি এমপি ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে নোটিশ ইস্যু করার জন্যও তারা দাবি জানিয়েছিলেন।কুস্তিগীরদের পক্ষে অ্যাডভোকেট এসএস হুড়া, অনিন্দ্য মালহোত্রা, সৌর্য্য লাম্বা, নন্দিতা হুড়া, রাশি চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিক এর আগে কুস্তিগীররা সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি এমপি ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে তারা এফআইআর করতে চেয়েছিলেন। তখন দিল্লি পুলিশ জানিয়েছিল তারা এফআইআর করবে।
এরপর তারা জানিয়ে দিয়েছিল এফআইআর হয়েছে। তদন্ত চলছে। এদিকে দিল্লি পুলিশের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পরে সুপ্রিম কোর্ট মামলাটি বন্ধ করে দেয়। আবেদনকারীদের সুরক্ষা দেওয়ার জন্যও আদালেতর তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মর্মে দিল্লি পুলিশের তরফে জানানো হয় প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল যে কোনও বিষয় নিয়ে আইনগত পদক্ষেপের জন্য কুস্তিগীররা হাইকোর্টে যেতে পারেন।