দিল্লি আবগারী দুর্নীতি মামলায় জামিনের আবেদনে ফের একবার ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। সেই গ্রেফতারির বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের এই আবেদন খারিজ করে। তবে ট্রায়াল কোর্টে তিনি এই মামলা নিয়ে দ্বারস্থ হতে পারবেন বলে জানানো হয়েছে।
বিচারপতি নীনা বনশল কৃষ্ণানের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সেই মামলায় এবার বড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি বলছেন, ‘যুক্তিসঙ্গত কারণ’ ছাড়া এই গ্রেফতারি হয়েছে, এমনটা বলা যাচ্ছে না। অরবিন্দ কেজরিওয়ালের এই জামিনের আবেদনের মামলায়, বিচারপতিদের বেঞ্চ বলছে,'এটা বলা যাবে না যে গ্রেফতারি কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া বা বেআইনিভাবে হয়েছে।' হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনও নিষ্পত্তি করেছে এবং তাঁকে ট্রায়াল কোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়েছে।
হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনও নিষ্পত্তি করেছে এবং তাঁকে ট্রায়াল কোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়েছে। গত মাসেই অরবিন্দ কেজরিওয়াল এই গ্রেফতারির বিরুদ্ধে গিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। সেখানে তিনি জামিনের আবেদন করেন। তিনি কোর্টের কাছে দাবি করেন যে, তাঁকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আবগারি দুর্নীতির মামলায় ইডি-র আর্থিক তছরুপের মামলায় জামিন পাওয়ার পরই সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করে। পরে আদালত তার জামিন আদেশ স্থগিত করে। সিবিআই এবং ইডি অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাঁরা ঘুষের বিনিময়ে বর্তমানে বাতিল হয়ে যাওয়া দিল্লি আবগারি পুলিশে ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের একটি গ্রুপকে অযাচিত সুবিধা দিয়েছেন।