বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘গ্রেফতারি বেআইনি বলা যাবে না’, বলল দিল্লি HC, ফের জামিনের মামলায় ধাক্কা খেলেন কেজরিওয়াল

‘গ্রেফতারি বেআইনি বলা যাবে না’, বলল দিল্লি HC, ফের জামিনের মামলায় ধাক্কা খেলেন কেজরিওয়াল

ফের জামিনের আবেদনে ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। (HT PHOTO) (HT_PRINTHsj Skyej)

বিচারপতি নীনা বনশল কৃষ্ণানের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সেই মামলায় এবার বড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি বলছেন, ‘যুক্তিসঙ্গত কারণ’ ছাড়া এই গ্রেফতারি হয়েছে, এমনটা বলা যাচ্ছে না।

দিল্লি আবগারী দুর্নীতি মামলায় জামিনের আবেদনে ফের একবার ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। সেই গ্রেফতারির বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের এই আবেদন খারিজ করে। তবে ট্রায়াল কোর্টে তিনি এই মামলা নিয়ে দ্বারস্থ হতে পারবেন বলে জানানো হয়েছে।

বিচারপতি নীনা বনশল কৃষ্ণানের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সেই মামলায় এবার বড় ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি বলছেন, ‘যুক্তিসঙ্গত কারণ’ ছাড়া এই গ্রেফতারি হয়েছে, এমনটা বলা যাচ্ছে না। অরবিন্দ কেজরিওয়ালের এই জামিনের আবেদনের মামলায়, বিচারপতিদের বেঞ্চ বলছে,'এটা বলা যাবে না যে গ্রেফতারি কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া বা বেআইনিভাবে হয়েছে।' হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনও নিষ্পত্তি করেছে এবং তাঁকে ট্রায়াল কোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়েছে।

হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনও নিষ্পত্তি করেছে এবং তাঁকে ট্রায়াল কোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়েছে। গত মাসেই অরবিন্দ কেজরিওয়াল এই গ্রেফতারির বিরুদ্ধে গিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। সেখানে তিনি জামিনের আবেদন করেন। তিনি কোর্টের কাছে দাবি করেন যে, তাঁকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আবগারি দুর্নীতির মামলায় ইডি-র আর্থিক তছরুপের মামলায় জামিন পাওয়ার পরই সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করে। পরে আদালত তার জামিন আদেশ স্থগিত করে। সিবিআই এবং ইডি অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাঁরা ঘুষের বিনিময়ে বর্তমানে বাতিল হয়ে যাওয়া দিল্লি আবগারি পুলিশে ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের একটি গ্রুপকে অযাচিত সুবিধা দিয়েছেন।

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে… চাইলেন সূর্যকুমার যাদব হতে! দলকে ডুবিয়ে,লোক হাসিয়ে মাঠ ছাড়লেন পাক ক্রিকেটার… ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করে বলল CBI নাগাড়ে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বানভাসী ঘাটাল, মানুষের পাশে এসে দাঁড়ালেন সাংসদ 'কেজরিওয়াল আবারও হবেন মুখ্যমন্ত্রী'- বললেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশি সিরিয়ালের মাকে জড়িয়ে কান্না ‘মিহি’ রাধিকার,কে প্রথম কাছে এসেছির শেষ দিন যা হল… এভাবেও ফিরে আসা যায়! অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.