বাংলা নিউজ > ঘরে বাইরে > জামিন পেলেন মহম্মদ জুবায়ের, tweet অপরাধমূলক নয়, সুপ্রিম কোর্টের ১০ পয়েন্ট

জামিন পেলেন মহম্মদ জুবায়ের, tweet অপরাধমূলক নয়, সুপ্রিম কোর্টের ১০ পয়েন্ট

মহম্মদ জুবায়ের (ANI) (HT_PRINT)

২০১৮ সালের একটি টুইটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক মহম্মদ জুবায়েরকে। এনিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরকে জামিন দিল দিল্লি আদালত। ২০১৮ সালের একটি বিতর্কিত টুইটের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে উত্তরপ্রদেশে অন্য় এফআইআরের জেরে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে। তবে এদিন পর্যবেক্ষণে আদালত যা উল্লেখ করেছে তার মধ্যে ১০টি পয়েন্ট উল্লেখ করা হল।

১)খোলাখুলি আলোচনার মাধ্যমে মানুষের দ্বারা সরকার, এটাই গণতন্ত্র।

২) বাক স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের ভিত্তি।

৩) মুক্ত সমাজের প্রাথমিক লক্ষণ হল ধারণার বিনিময়, ভাব বিনিময়।

৪)নির্দিষ্ট পথে মত প্রকাশ করা যেতে পারে।

৫)হিন্দুদের ভগবানের নামে কোনও প্রতিষ্ঠান বা শিশুর নাম রাখা হলে তা আইন ভাঙে না। যতক্ষণ না তার মধ্যে অপরাধ প্রবণতা থাকে।

৬)হিন্দু ধর্ম যথেষ্ট সহনশীল। এতটাই সহনশীল যে ভগবানের নামে তাঁরা প্রতিষ্ঠানের নাম রাখেন।

৭) কোনও অসৎ উদ্দেশে এই কাজ হলে তা অপরাধ।

৮) কিসি সে না কেহনা নামের সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিলম সার্টিফিকেশনের ছাড়পত্র ছিল।

৯) জুবায়ের ২০১৪ এর আগে ও পরে বলে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। কিন্তু আমাদের গণতন্ত্রে রাজনৈতিক দলের সমালোচনা করা যায়।

১০) স্বাস্থ্যকর গণতন্ত্রের জন্য় সমালোচনা করা যায়।

বন্ধ করুন