দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আরও ১৪ দিন থাকতে হবে তিহাড় জেরে বন্দি। এদিন দিল্লির রাউস অ্যভিনিউ কোর্ট তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, দিল্লির আবগারী নীতি ঘিরে দুর্নীতির অভিযোগের মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতাকে সদ্য গ্রেফতার করে সিবিআই। তারপরই দিল্লির রাউস অ্যভিনিউ কোর্ট তাঁকে ৪ মার্চ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয়। পরে সেই হেফাজতের মেয়াদ ২ দিন বাড়ানো হয়। এরপর আসে সোমবারের নির্দেশ। তাতে দেখা যাচ্ছে, হোলিতেও মণীশ সিসোদিয়াকে থাকতে হবে জেলবন্দি।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি আবগারী দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত মণীশ সিসোদিয়া দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। তার আগে, মণীশের জামিনের আবেদনের মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। ততক্ষণে হাইকোর্টে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে তাঁর পার্টি আম আদমি পার্টি। এদিকে, সেই দিনই পদ থেকে ইস্তফা দিয়ে কার্যত দিল্লির রাজনীতিতে শোরগোল ফেলে দেন মণীশ সিসোদিয়া। এর আগে, দিল্লির কেজরিওয়াল সরকারের আওতাধীন আবগারী মামলায় (যা বর্তমানে কার্যকরী নয়) কিছু ব্যবসায়ীকে সুবিধে পাইয়ে দেওয়ার বদলে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে। সেই অভিযোগে মণীশ সমেত ১৪ দিন আম আদমি পার্টির নেতা মন্ত্রীরা ছিলেন সিবিআই স্ক্যানারে। তদন্তে নেমে সিবিআই পর পর জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে, আর্থিক কেলেঙ্কারির মামলায় তদন্তে আলাদা করে নামে ইডি। সব মিলিয়ে কার্যত তোলপাড় হয়ে যায় দিল্লির রাজনীতি। বিজেপি বনাম আপ সংঘাত আরও জোরালো হয়। এদিকে, ৬ মার্চ পর্যন্ত সিসোদিয়ার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টে তাঁকে ফের আজ পেশ করে সিবিআই। তখনই তাঁকে ২০ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার বার্তা দেয় কোর্ট।
এদিকে, কোর্টে সিবিআই জানিয়েছে, এই মামলায় সম্ভবত তারা সিসোদিয়ার পুলিস হেফাজতের আবেদন করতে পারে তদন্তের গতিপ্রকৃতি অনুযায়ী। তদন্ত এগোলে তারা সেই আবেদনের পথে হাঁটতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সিবিআই। গত ২৬ ফেব্রুয়ারি রবিবার মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সিবিআই দফতরে ডাকা হয়। সেই দিনই টানা ৮ ঘণ্টার জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, তাঁর মণীশের থেকে যোগ্য সহযোগিতা না পাওয়ায় তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup