বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Election 2025 Highlights: দিল্লির ‘দিল’ জিতছে কে? ভোটের পরে এক্সিট পোলে এগিয়ে বিজেপি, ভোটগণনা ২ দিন পরেই
পূর্ব দিল্লিতে ভোটদানের পরে সেলফি। (ছবি সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

Delhi Election 2025 Highlights: দিল্লির ‘দিল’ জিতছে কে? ভোটের পরে এক্সিট পোলে এগিয়ে বিজেপি, ভোটগণনা ২ দিন পরেই

Delhi Election 2025 Highlights: দিল্লির ‘দিল’ জিতবে কে? আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হল। হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

Delhi Election 2025 Highlights: দিল্লির ‘দিল’ জিতবে কে? মোট ৭০টি বিধানসভা নির্বাচনে ভোটদান-পর্ব মিটে যাওয়ার পরে সেটার ক্ষেত্রে বিজেপিকে এগিয়ে রাখল বেশিরভাগ এক্সিট পোল (বুথফেরত সমীক্ষার ফলাফল মিলবে এমন কোনও নিশ্চয়তা নেই)। অধিকাংশ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, প্রায় আড়াই দশক পরে দিল্লিতে পদ্মফুল ফুটতে চলেছে। ক্ষমতাচ্যুত হবে আম আদমি পার্টি (আপ)। কংগ্রেস উড়ে যাবে। যদিও সেই এক্সিট পোলে পাত্তা দিতে নারাজ আপ ও কংগ্রেস। শেষপর্যন্ত কার কথা মিলবে, সেটা বোঝা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। সেদিন দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে।

05 Feb 2025, 09:57:09 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্ট্রংরুমে ইভিএম

ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হল ইভিএম। স্ট্রংরুমের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি স্ট্রংরুম খোলা হবে। তারপর হবে গণনা।

05 Feb 2025, 09:39:39 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: পাকিস্তান থেকে আসা শরণার্থীর ভোট দিল্লির নির্বাচনে!

পাকিস্তান থেকে এসে নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় ভারতের নাগরিকত্বপ্রাপ্ত এক মহিলা ভোট দিলেন দিল্লি বিধানসভা নির্বাচনে। প্রথমবার ভোট দিলেন। তিনি বলেন, 'আমি পাকিস্তান থেকে এসেছিলাম। ভারতে প্রথমবার ভোট দিলাম আমি। খুব ভালো লাগছে আমার। আমরা এখন এই দেশের নাগরিক।'

05 Feb 2025, 09:25:46 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লির কোন জেলায় কত শতাংশ ভোট পড়ল?

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতটি বিধানসভা আসন থাকা উত্তর-পশ্চিম দিল্লিতে ভোট পড়েছে ৫৮.০৫ শতাংশ। শাহদারায় (পাঁচটি বিধানসভা) ভোট পড়েছে ৬১.৩৫ শতাংশ। দক্ষিণ দিল্লিতে (পাঁচটি বিধানসভা) ভোট পড়েছে ৫৫.৭২ শতাংশ। দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিল্লিতে সাতটি করে বিধানসভা আসন আছে। ওই তিনটি জেলায় ভোট পড়েছে যথাক্রমে ৫৩.৭৭ শতাংশ, ৫৮.৮৬ শতাংশ এবং ৫৭.৪২ শতাংশ

05 Feb 2025, 09:16:07 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লির কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে?

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত মধ্য দিল্লিতে (সাতটি বিধানসভা) ভোট পড়েছে ৫৫.২৪ শতাংশ। পূর্ব দিল্লিতে (ছ'টি বিধানসভা) ভোট পড়েছে ৫৮.৯৮ শতাংশ। নয়াদিল্লিতে (ছ'টি বিধানসভা) ভোটদানের বাহার ৫৪.৩৭ শতাংশ। উত্তর দিল্লিতে (আটটি বিধানসভা) ভোটদানের হার ৫৭.২৪ শতাংশ। উত্তর-পূর্ব দিল্লিতে (পাঁচটি বিধানসভা) ভোট পড়েছে ৬৩.৮৩ শতাংশ। যা জেলার নিরিখে সর্বোচ্চ।

05 Feb 2025, 09:07:22 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লিতে হাড্ডাহাড্ডি লড়াই, আভাস ম্যাট্রিইজের সমীক্ষায়

ম্যাট্রিইজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৩৫-৪০টি আসনে জিততে পারে বিজেপি। আম আদমি পার্টির (আপ) ঝুলিতে ৩২-৩৭টি আসন যেতে পারে। আর কংগ্রেস মেরেকেটে একটি আসনে জিততে পারে বলে বুথফেরত সমীক্ষায় জানানো হয়েছে।

05 Feb 2025, 08:54:23 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: এসব এক্সিট পোল মানি না! হাফ-সেঞ্চুরি হবে আমাদের, দাবি বিজেপির

এক্সিট পোলের আভাস সামনে আসার পরে কালকাজি বিধানসভার বিজেপি প্রার্থী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর প্রতিপক্ষ রমেশ বিধুরি বলেন, 'এটা মোদীর ঢেউ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বাকি অংশে যেরকমভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেটাই চান দিল্লির মানুষ। আমাদের দলের কর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন, আমাদের নেতাদের কৌশল কাজে দিয়েছে। যদিও আমি এসব এক্সিট পোলে বিশ্বাস করি না। আমাদের আসন সংখ্যা আরও বাড়বে। বিজেপি ৫০-র গণ্ডি পার করবে।'

05 Feb 2025, 08:45:28 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লিতে সরকার গড়বে বিজেপি, ইঙ্গিত চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষায়

চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা অনুযায়ী, দিল্লি বিধানসভা নির্বাচনে ৩৯-৪৪টি আসনে জিততে পারে বিজেপি। আপের ঝুলিতে যেতে পারে ২৫-২৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে দুটি থেকে তিনটি আসন যেতে পারে। দিল্লিতে ম্যাজিক ফিগার হচ্ছে ৩৬।

05 Feb 2025, 08:40:19 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন কেজরি, এক্সিট পোলকে ফুৎকারে ওড়াল আপ

এক্সিট পোল নিয়ে মাথা ঘামাতে রাজি নয় আম আদমি পার্টি (আপ)। এক্সিট পোলের ফলাফল সামনে আসার পরে আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর বলেছেন, 'আপের ক্ষেত্রে সবসময় এক্সিট পোলের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। আমরা সবসময় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। এবারও সেটার ব্যতিক্রম হবে না। কয়েকটি এক্সিট পোলে তো দেখাচ্ছে যে আমরা জিতব। তবে আমি প্রত্যেককে বলব যে ৮ ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করুন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন অরবিন্দ কেজরিওয়াল।'

05 Feb 2025, 08:35:15 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লিতে ক্ষমতা হারাবে আপ, ক্ষমতায় ফিরবে বিজেপি- আভাস এক্সিট পোলে

দিল্লিতে কি ক্ষমতাচ্যুত হতে চলেছে আম আদমি পার্টি (আপ)? তেমনই আভাস মিলল এক্সিট পোলে। প্রায় সব এক্সিট পোলেই আভাস দেওয়া হয়েছে যে প্রায় তিন দশক পরে দিল্লিতে পদ্মফুল ফুটবে। কয়েকটি এক্সিট পোলে আবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে কংগ্রেস কয়েকটি আসন পেতে পারে। তবে এক্সিট পোলের ফলাফল যে মিলে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। বরং একাধিক এমন হয়েছে যে এক্সিট পোলে যা আভাস দেওয়া হয়েছে, সেটার পুরো উলটো ফলাফল হয়েছে গণনার দিনে।

05 Feb 2025, 06:49:41 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: বিকেল ৫ টা পর্যন্ত দিল্লিতে ভোট ৫৭.৭%

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ৫৭.৭ শতাংশ ভোট পড়েছে। জেলাভিত্তিক ভোটদানের হারের নিরিখে শীর্ষে আছে উত্তর-পূর্ব জেলা (৬৩.৮৩ শতাংশ)। একেবারে নীচে আছে নয়াদিল্লি জেলা (৫৪.৩৭ শতাংশ)। আর সারাদিনের মতোই বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটদানের নিরিখে এগিয়ে আছে মুস্তাফাবাদ। ৬৩.৮৩ শতাংশ ভোট পড়েছে।

05 Feb 2025, 04:05:40 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: নয়াদিল্লি ডোবাল, সবথেকে কম ভোট পড়ল সেখানেই!

দুপুর ৩ টে পর্যন্ত দিল্লিতে ভোট পড়েছে ৪৬.৫৫ শতাংশ। জেলাভিত্তিক ভোটদানের নিরিখে সবথেকে এগিয়ে আছে উত্তর-পূর্ব জেলা। সেখানে ভোটদানের হার হল ৫২.৭৩ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে নয়াদিল্লিতে। ৪৩.১ শতাংশ ভোট পড়েছে। আর বিধানসভা-ভিত্তিক ভোটদানের নিরিখে শীর্ষে আছে মুস্তাফাবাদ। ৫৬.১২ শতাংশ ভোট পড়েছে।

05 Feb 2025, 01:59:25 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: উপ-নির্বাচনেও বেশি ভোট পড়ল দিল্লির থেকে! শেষে বাজিমাত করবে?

নির্বাচন কমিশনর তথ্য অনুযায়ী, দুপুর ১ টা পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটদানের হার হল ৩৩.৩১ শতাংশ। অন্যদিকে, তামিলনাড়ুর ইরোড বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভোট পড়েছে ৪২.৪১ শতাংশ। আর উত্তরপ্রদেশের মিলকিপুর উপ-নির্বাচনে ভোট পড়েছে ৪৪.৫৯ শতাংশ।

05 Feb 2025, 12:57:06 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: ‘ডবল ইঞ্জিনের বিপর্যয় থেকে দিল্লিকে বাঁচাতে হবে’, বললেন CPIM-র বৃন্দা

ভোট দিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সিপিআইএম নেতা প্রকাশ ও বৃন্দা কারাত। ভোট দিয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ভোটদানের পরে বৃন্দা বলেন, 'ডবল ইঞ্জিনের (কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার) বিপর্যয় থেকে আমাদের দিল্লিকে সুরক্ষিত রাখতে হবে। সেটাই মাথায় রেখে আমরা ভোট দিয়েছি।'

05 Feb 2025, 12:21:54 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: বাবা-মা বলছিল ভোট দিতে যাব, ভোট দিতে যাব, বললেন কেজরিওয়াল 

ভোটদানের পরে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানান, তাঁর বাবা-মা দেওয়ার জন্য মুখিয়েছিলেন। বারবার বলছিলেন যে ‘ভোট দিতে যাব, ভোট দিতে যাব।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আর যারা কাজ করবে, তাদেরই ভোট দেবেন মানুষ।’

05 Feb 2025, 12:03:29 PM IST

Delhi Assembly Election 2025 LIVE: ‘ফার্স্টই’ থাকল মুস্তাফাবাদ, প্রথম ৪ ঘণ্টায় দিল্লিতে ২০% ভোট

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১ টা পর্যন্ত দিল্লি ১৯.৯৫ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের হারের নিরিখে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে মুস্তাফাবাদ। সেখানে ২৭ শতাংশ ভোট পড়েছে। করোলবাগে ভোট পড়েছে ১১ শতাংশ। সেটাই সর্বনিম্ন।

05 Feb 2025, 11:44:06 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: স্রেফ নির্বাচন নয়, দিল্লিতে ‘ধর্মযুদ্ধ’ হচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভার আপ প্রার্থী অতিশী বলেন, 'দিল্লি নির্বাচন নেহাতই একটা নির্বাচন নয়। এটা ধর্মযুদ্ধ। যাঁরা কাজ করেন, তাঁদের সঙ্গে পাশে আছেন দিল্লির মানুষরা। '

05 Feb 2025, 10:37:35 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: পরিসংখ্যান বলছে আপ জিতবে, কিন্তু দিল্লির মনে রাহুলরা! দাবি কংগ্রেস সভাপতির

দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব বলেছেন, 'গত ডিসেম্বরে হওয়া ন্যায় যাত্রা থেকে আমরা মানুষের সঙ্গে কথা বলছি। আর দিল্লিতে যে রাজনৈতিক বড় পট পরিবর্তন ঘটেছে, সেটা দেখেছি। যখন ফলাফল সামনে আসবে, তখন দিল্লিতে কংগ্রেসের সরকার দেখতে পাওয়া যেতে পারে। পরিসংখ্যান হয়তো বলবে যে আপের ঝুলিতে সবথেকে বেশি আসন আছে এবং আপ জিততে পারে। কিন্তু এবার দিল্লির মানুষের মেজাজটা অন্যরকম। রাহুল গান্ধী ও কংগ্রেসের উপরে দিল্লির মানুষের আস্থা আছে।'

05 Feb 2025, 10:11:06 AM IST

Delhi Assembly Election 2025 LIVE:সকাল ৯ টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৮.১%, ‘ফার্স্ট’ কোন বিধানসভা?

সকাল ন'টা পর্যন্ত দিল্লিতে ৮.১০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি ভোট পড়েছে উত্তর-পূর্ব দিল্লিতে। সেখানে ১০.৭ শতাংশ ভোট পড়েছে। আর বিধানসভার নিরিখে সবথেকে বেশি ভোট পড়েছে মুস্তাফাবাদ - ১২.৪৩ শতাংশ।

05 Feb 2025, 09:57:11 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লিতে জিতবে বিজেপিই! দাবি রাজ্য সভাপতির

দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব আত্মবিশ্বাসী যে প্রায় তিন দশক ধরে দিল্লির ক্ষমতা দখল করবে পদ্মশিবির। তিনি বলেছেন, 'আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপরে ভর করে আমরা জিতব। দিল্লিকে লুটে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আর দিল্লিকে বোকা বানিয়েছেন।'

05 Feb 2025, 09:45:11 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: মহিলারা ঝাঁপি উজাড় করলেও দিল্লিতে ৬০ পেরোবে আপ, দাবি কর্মীর

দিল্লিতে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী আম আদমি পার্টির (আপ) এক কর্মী। নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে যুক্ত থাকা ওই ব্যক্তি বলেছেন, 'আপের সঙ্গেই আছেন মানুষ। আমাদের ধারণা, আপই সরকার গড়বে। মহিলারা আমাদের পুরোপুরির সমর্থন করছেন।' তাঁর মতে, মহিলারা যদি ঝাঁপি উজাড় করে আপকে ভোট দেন, তাহলে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালদের আসন সংখ্যা ৬০ পেরিয়ে যাবে।

05 Feb 2025, 09:25:30 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: ভোটদান রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীর

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্টস এস্টেটের প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে তিনি ভোটদান করেন। ভোটদান করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজির আপ প্রার্থী অতিশী। ভোট দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা।

05 Feb 2025, 09:09:48 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: দক্ষ প্রশাসকের আগে দিল্লি থাকা উচিত, মত ভোটারের

৪৩ বছরের তথ্যপ্রযুক্তি রুচিকা ধীর আশা করেছেন যে বুধবার হলেও প্রচুর মানুষ ভোটদান করবেন। পূর্ব দিল্লির ভোটারের কথায়, ‘ভোট দেওয়া শুধু আমাদের অধিকার নয়, এটা আমাদের নৈতিক কর্তব্যও। দক্ষদের হাতে শহরের দায়িত্ব থাকা উচিত। আশা করব, (যে সরকার ক্ষমতায় আসবে,) সেই সরকার রাজধানী ও রাজধানীর মানুষদের দেখভাল করবে।’

05 Feb 2025, 08:58:44 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: দিল্লি বিধানসভা নির্বাচনের হেভিওয়েট প্রার্থীরা

নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির (আপ) টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়া। কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে আপের প্রার্থী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। নয়াদিল্লি আসনে বিজেপির প্রার্থী হলেন পরবেশ বর্মা। জঙ্গপুরা থেকে আপের টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কারাওয়াল নগরের বিজেপি প্রার্থখী হলেন কপিল মিশ্র। মালবিয়া নগরে আপ প্রার্থী হলেন সোমনাথ ভারতী। শকুর বস্তিতে আপ প্রার্থী হলেন সত্যেন্দর জৈন। কালকাজিতে বিজেপি প্রার্থী হলেন রমেশ বিধুরি। ওখলায় আপ প্রার্থী হলেন আমানাতুল্লাহ খান।

05 Feb 2025, 08:45:26 AM IST

Delhi Assembly Election 2025 LIVE: পরিবর্তনের মুডে মানুষ, ভোট দিয়ে বললেন জয়শংকর, ভোটদান রাহুলেরও

দিল্লিতে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, 'আমি বরাবরই সকাল-সকাল ভোট দিই। দিল্লির ভোটার আমি। আমার মতে, জনগণ পরিবর্তনের মেজাজে আছেন।' তারইমধ্যে দিল্লিতে নির্মাণ ভবনের কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। 

05 Feb 2025, 08:33:35 AM IST

Delhi Election 2025 Live: ভোটদানের পরে মুখ খুললেন কেজরির প্রতিপক্ষ

ভোটদানের পরে নয়াদিল্লির কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত (অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই) বলেছেন, 'একজন ভোটার হিসেবে ভোটদানের আগে আমি এটা বিবেচনা করে দেখেছি যে কে বিধায়ক হলে আমার কেন্দ্রে ভালোভাবে কাজ করবেন, কোন সরকার ভালো সরকার গঠন করবে। আমি যখন বুথে যাই, তখন আমি স্রেফ একজন ভোটার। ভোটাররা নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কোন মহিলারা দিল্লিকে গড়ে তুলেছেন, সেটা মানুষ স্মরণ করছেন।'

05 Feb 2025, 08:21:15 AM IST

Delhi Election 2025 Live: ৩ বার সুযোগ পেয়েও যমুনা পরিষ্কার করেননি কেজরি, তোপ বিজেপি প্রার্থীর

নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরবেশ বর্মা বলেন, 'উনি (অরবিন্দ কেজরিওয়াল) বলেছিলেন যে উনি যমুনা নদীকে পরিষ্কার করে দেবেন। কিন্তু কিছু করেননি। আমি মানুষকে আহ্বান জানাব যে তাঁরা যেন বিজেপিকে ভোট দেন। উনি দাবি করেছেন যে যমুনা নদীতে বিষ মিশিয়ে দিয়েছে হরিয়ানা সরকার। উনি তিনবার সুযোগ পেয়েছেন। কিন্তু কিছু করেননি। এবার মানুষ ঠিক করে ফেলেছেন যে বিজেপির সরকার গঠন করবে। নয়াদিল্লি আসনেও পদ্মফুল ফুটবে।'

05 Feb 2025, 08:08:58 AM IST

Delhi Election 2025 Live: ফ্লাইং কিস দিয়েছেন বিধায়ক! ভোটের মধ্যেই থানায় অভিযোগ মহিলার

দিল্লি পুলিশের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আপ বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ তুলেছেন এক মহিলা। সংগম বিহার থানায় দায়ের করেছেন অভিযোগ। বিষয়টি নিয়ে আপাতত আপের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মুখ খোলেননি আপ বিধায়কও।

05 Feb 2025, 07:58:59 AM IST

Delhi Election 2025 Live: পরিবর্তন আসছে দিল্লিতে, দাবি মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষের

ভোটদানের পরে কালকাজির কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা (মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে লড়ছেন) বলেছেন, 'দিল্লির মানুষ অত্যন্ত উৎসাহী। কারণ তাঁরা পরিবর্তন এবং উন্নয়ন চান। আর এবার কেউ পরিবর্তন রুখতে পারবেন না। তাঁরা দেখেছেন যে শেষ ১০ বছরে কীভাবে দিল্লিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি আশা করব যে দিল্লির মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেবেন আর পরিবর্তন নিয়ে আসবেন।'

05 Feb 2025, 07:45:19 AM IST

Delhi Election 2025 Live: ভোটদান শুরু হতেই বুথে হেভিওয়েটরা, দিলেন ভোট

সকাল-সকাল ভোট দিচ্ছেন একের পর এক হেভিওয়েট নেতা। মাদিপুরে ভোট দিতে আসেন কালকাজি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা এবং তাঁর বাবা অমরনাথ লাম্বা। তবে ভিভিপ্যাটে কোনও গোলযোগের জন্য প্রাথমিভাবে ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয়। পরে ভোট দেন তিনি। অন্যদিকে ময়ূরবিহার ফেজ ১-র বুথে ভোট দিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এবং তাঁর স্ত্রী।

05 Feb 2025, 07:33:39 AM IST

Delhi Election 2025 Live: সকাল-সকাল ভোট নয়াদিল্লির কংগ্রেস প্রার্থীর

বুথ খুলতেই ভোট দিলেন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। যে কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে। আপের টিকিটে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। আর বিজেপি প্রার্থী হলেন পরবেশ বর্মা। এক দশক আগে ওই আসনে শিলা দীক্ষিতকে হারিয়েই উত্থান হয়েছিল কেজরিওয়ালের।

05 Feb 2025, 07:24:02 AM IST

Delhi Election 2025 Live: ভোটের আগে ঈশ্বরের শরণে দিল্লির নেতারা

ভোটগ্রহণের আগে ঈশ্বরের শরণাপন্ন হন দিল্লির বড়-বড় রাজনীতিবিদরা। মঙ্গলবার সন্ধ্যায় কনট প্লেসের হনুমান মন্দিরে যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। স্ত্রী ও সন্তানদের সঙ্গে দিল্লিতে 'সত্যের' জয় কামনা করেন। অন্যদিকে দক্ষিণ দিল্লির হনুমান মন্দিরে পুজো দেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব।

05 Feb 2025, 07:15:34 AM IST

Delhi Election 2025 Live: ‘প্রথমে ভোটদান, তারপর জলপান’, দিল্লির ভোটারদের বার্তা মোদীর

দিল্লিতে ভোটদান প্রক্রিয়া শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোটগ্রহণ হবে। আমি এখানকার ভোটারদের আহ্বান জানাচ্ছি যে পূর্ণ উদ্যম নিয়ে তাঁরা যেন গণতন্ত্রের উৎসবে সামিল হন এবং নিজেদের মূল্যবান ভোট দেন। এই বিশেষ মুহূর্তে প্রথমবার ভোটে দিতে যাওয়া যুব প্রজন্মের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে ভোটদান, তারপর জলপান।'

05 Feb 2025, 07:03:08 AM IST

Delhi Election 2025 Live: ভোটগ্রহণ শুরু দিল্লিতে!

দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়ে গেল। ৭০টি বিধানসভা আসনের ৬৯৯ জন প্রার্থী ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত। সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট দিতে পারবেন মানুষ। তারপর এক্সিট পোলের ফলাফল সামনে আসবে। যা থেকে একটা আভাস মিলবে যে এবার দিল্লির মসনদে থাকবে কোন দল। তবে এক্সিট পোল যে হুবহু মিলে যাবে, তা নয়। এক্সিট পোলে যে আভাস দেওয়া হয়, সেটার পুরো উলটো ফলাফলও হয়ে থাকে আসল গণনা। যা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। 

05 Feb 2025, 06:52:15 AM IST

Delhi Election 2025 Live: দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু পুলিশের

ভোটের আগেরদিন (মঙ্গলবার) দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজির আপ প্রার্থী অতিশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ করার এবং ডিউটিরত সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এক কনস্টেবলকে নিগ্রহ করেছে দুই আপ কর্মী।

05 Feb 2025, 06:43:46 AM IST

Delhi Election 2025 Live: দিল্লির ভোটে 'ফ্রি'-র ঝড়, পিছিয়ে নেই কোনও দল

কড়া ভাষায় আক্রমণের মধ্যেই অবশ্য 'ফ্রি'-র ঝড় ওঠে ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইয়ে। পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস, অটো ও ট্যাক্সি চালকদের জন্য বিমা, পুরোহিতদের মাসিক ১৮,৫০০ টাকা ভাতা প্রদানের মতো প্রতিশ্রুতি দিয়েছে। আবার মুখে 'ফ্রি' রাজনীতির বিরোধিতা করলেও অন্তঃসত্ত্বা মহিলাদের ২১,৫০০ টাকা প্রদান, ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার প্রদানের মতো প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস আবার প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় এলে ৮,৫০০ টাকার বেকার ভাতা প্রদান করা হবে।

05 Feb 2025, 06:31:56 AM IST

Delhi Election 2025 Live: দিল্লিতে হাইভোল্টেজ নির্বাচনী প্রচার- কেজরি, মোদী, রাহুল

এবার দিল্লিতে একেবারে হাইভোল্টেজ নির্বাচনী প্রচার চলেছে। নিজেদের সরকারের কাজের মডেলের উপরে জোর দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশীর নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)। আবার দুর্নীতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপকে লাগাতার আক্রমণ শানিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডাদের নেতৃত্বাধীন বিজেপি। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে গা-ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কংগ্রেস।

05 Feb 2025, 06:22:37 AM IST

Delhi Election 2025 Live:ড্রোনের নজরদারি, আধাসেনা- দিল্লি ভোটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত

দিল্লিতে ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২২০ কোম্পানি আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দিল্লি পুলিশের ৩৫,৬২৬ কর্মী ও ১৯,০০০ হোমগার্ডও মোতায়েন থাকছেন। প্রায় ৩,০০০ বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, সংবেদনশীল বুথে কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) থাকবে।

05 Feb 2025, 06:11:30 AM IST

Delhi Election 2025 Live: ৭০ আসনের ৬৯৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ দিল্লিতে

একদফায় ভোটগ্রহণ হবে দিল্লি বিধানসভা নির্বাচনে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোটগণনা হবে। ভোটগ্রহণ হবে মোট ১৩,৭৬৬টি বুথে। মোট ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ভাগ্য নির্ধারণ হবে ৬৯৯ জন প্রার্থীর।

05 Feb 2025, 06:11:30 AM IST

Delhi Voting LIVE: দিল্লির ‘দিল’ জিতবে কে? ৭০ আসনে একটু পরেই শুরু ভোটগ্রহণ

দিল্লির ‘দিল’ জিতবে কে? বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচারের শেষে আজ দিল্লিতে ভোটগ্রহণ। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি কংগ্রেস কোনও চমক দেবে? সেটা নির্ধারণ হবে আজ। প্রায় ১৪,০০০ বুথে আজ ভোটগ্রহণ। আর সেই দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটদান প্রক্রিয়ার লাইভ ও টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

ঘরে বাইরে খবর

Latest News

তথাগতর জীবনে প্রেমের আলো! হয়নি ডিভোর্স,প্রেমিকাকে আগলে ছবি দিলেন, ১ম বউকে চেনেন? একমাসের বেতন অস্মিকার জন্য, রাজনীতি ভুলে হাতে হাত রাখলেন বৈদ্যবাটির কাউন্সিলররা Fact Check: ডিম আমিষ নাকি নিরামিষ? আসল সত্যি জানলে চমকে যাবেন সিবিএসই পরীক্ষার্থী ভুল পরীক্ষাকেন্দ্রে যান, গ্রিন করিডর করে পৌঁছে দিল পুলিশ ছত্তিশগড়ে পুরনির্বাচনে বিজেপির জয়জয়কার, সাফল্যের চাবিকাঠি জানালেন নড্ডা সংস্কার থেকে নির্বাচন, কী হতে চলেছে বাংলাদেশে? আলোচনা শুরু জাতীয় ঐকমত্য কমিশনের ভারতে এসে একের পর এক বিয়ে বাংলাদেশি মহিলার! ভয় দেখিয়ে লুটত টাকা, ধরল পুলিশ শাহরুখ, অক্ষয়ের একসময়কার প্রতিদ্বন্দী পৃথ্বী ভাজির! একটা চুক্তি শেষ করে কেরিয়ার সানিয়ার Mrs. উঠে এসেছে 'বিষাক্ত নারীবাদ'! ‘প্রোপাগান্ডা’ ছবি নিয়ে সরব পুরুষরা নেই বুমরাহ, রোহিত-বিরাটের ব্যাটে ধারাবাহিতকার অভাব! এরপরেও কোন কারণে এগিয়ে ভারত?

IPL 2025 News in Bangla

Hundred-এ IPL-র মালিকরা! ভারতীয় ক্রিকেটাররা অন্য লিগ খেলবে? কী হবে পাক তারকাদের? কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.