রাজধানী দিল্লির কুর্সি কার দখলে থাকবে, তার আভাস দিচ্ছে এক্সিট পোল। দিল্লি ভোট ২০২৫র এক্সিট পোলে ইতিমধ্যেই একের পর এক সমীক্ষক সংস্থার পরিসংখ্যান উঠে এসেছে। বেশিরভাগ পরিসংখ্যানেই বিজেপির বিজয় নিশান দাপটে ওড়ার ইঙ্গিত রয়েছে। এদিকে, দিল্লিতে ভোটের ফল প্রকাশ আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৫। সেদিন শেষ হাসি কার থাকবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশ। ২৫ বছর পর কি দিল্লি দখল করতে পারবে বিজেপি? নাকি হবে আপের হ্যাটট্রিক? তার আগে এক্সিট পোলের আভাস দেখে নিন।‘ হিন্দুস্তান টাইমস বাংলা’য় দেখে নিন দিল্লি ভোটের বুথ ফেরত সমীক্ষায় কোন সমীক্ষক সংস্থা কী আভাস দিয়েছে।
Exit poll Prediction: ২৭ বছর পর দিল্লির কুর্সিতে বিজেপির ফেরার সম্ভাবনা?
ফের একবার দিল্লি দখল করতে পারে বিজেপি। এমনই আভাস উঠে এসেছে ২০২৫ দিল্লি ভোটের এক্সিট পোল ঘিরে। ৮ ফেব্রুয়ারিই যদিও এই ভোট নিয়ে শেষ কথা বলবে। তার আগে, বিভিন্ন এক্সিট পোলের হিসাব বলছে, দিল্লিতে ফিরতে পারে বিজেপি।
Exit poll Prediction For Congress: দিল্লি ভোটের এক্সিট পোলে কংগ্রেসের জন্য কোন ইঙ্গিত?
দিল্লি ভোটের এক্সিট পোল-এ কংগ্রেসের ০ থেকে ১ টি কিম্বা ২ টি আসন পেতে পারে বলে বহু সমীক্ষক সংস্থা আভাস দিয়েছে।
Exit Poll 2025: উই প্রিসাইডের এক্সিট পোলে আপের জয়ের বার্তা
উই প্রিসাইডের এক্সিট পোলে আপের জয়ের বার্তা। সেভাবে দেখতে গেলে একটা বড় অংশের এক্সিট পোল বলছে, ২০২৫ সালে দিল্লিতে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তবে উই প্রিসাইডের সমীক্ষা বলছে, ৪৬-৫২টি আসন পেয়ে দিল্লির ক্ষমতায় আসতে পারে আপ।
Reaction of AAP: এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া আপের
পর পর এক্সিট পোলে আপ ধরাশায়ী হবে এমন বার্তা এক্সিট পোলে আসতেই আপ নেতা অনুরাগ ধান্দা বলেন ‘যদি ঐতিহাসিকভাবে দেখেন, তাহলে আপ কখনওই সমীক্ষায় ক্ষমতায় আসে না, তবে আমরা সরকার গড়ি। ’
WeePreside Exit Poll: উইপ্রিসাইড এক্সিট পোল
উইপ্রিসাইড এক্সিট পোলের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৮-২৩টি আসন। আপ পেতে পারে ৪৬-৫২টি আসন। কংগ্রেস পেতে পারে খুব জোর ১ টি আসন।
Poll Diary Exit Poll: পোল ডাইরি এক্সিট পোল কী বলছে?
বিজেপি পেতে পারে ৪২ থেকে ৫০ টি আসন। আপ পেতে পারে ১৮ থেকে ২৫ টি আসন। বাকি কংগ্রেস পেতে পারে ০ থেকে ২ টি আসন।
DV Research Exit Poll: ডিভি রিসার্চের এক্সিট পোল কী বলছে?
ডিভি রিসার্চের এক্সিট পোল বলছে, ২৬ থেকে ৩৪ আসন পেতে পারে আপ। বিজোপি জোট পেতে পারে ৩৬ থেকে ৪৪ আসন। তবে এখানে বুথ ফেরত সমীক্ষার আভাস, কংগ্রেস পেতে পারে ০-১ টি আসন।
Mind Brink Exit Poll: মাইন্ড ব্রিঙ্কের এক্সিট পোল
মাইন্ড ব্রিঙ্কের এক্সিট পোল বলছে, ৪৪-৪৯ আপ, ২১-২৫ বিজেপি জোট, ০-১ পেতে পারে কংগ্রেস।
Exit Poll Trend for Delhi Vote 2025: এক্সিট পোলের ট্রেন্ড একনজরে
এখনও পর্যন্ত ৭ টি এক্সিট পোলের মধ্যে ৬ টি এক্সিট পোলই বলছে, দিল্লিতে ফুটতে চলেছে পদ্ম। বিজেপি শিবিরর জয়জয়কারের আভাস রয়েছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়।
Delhi Exit Poll Latest: দিল্লিতে কি ২৭ বছর পর ফিরবে বিজেপি? আপের হ্যাট্রিক হবে?
এখনও পর্যন্ত পর পর এক্সিট পোলের আভাসে দেখা যাচ্ছে, দিল্লিতে বিজেপির জয়ের হাওয়া প্রবল। তবে আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফলের দিন স্পষ্ট হবে দিল্লি ভোটের হাওয়া।
দিল্লিতে ভোটের ফলাফল কবে?
রাজধানী দিল্লিতে ভোটের ফলাফল রয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে। তবে শনিবার ভোটের ফলাফলের আগে আজ বুধবারে এক্সিট পোলে ফলাফলের আভাস উঠে এল।
Delhi Exit Poll Live: আপের ঝাড়ুর ‘সুইপ’ নাকি ফুটবে পদ্ম! কতটা জোরালো কংগ্রেস?
২০২৫ সালে কি হ্যাটট্রিক গড়ে ফের একবার দিল্লি সরকারের গদিতে বসবে কেজরিওয়ালের পার্টি আপ? জল্পনা থেকে যাচ্ছে। এদিকে, পর পর এক্সিট পোলে দিল্লির ভোটে বিজেপির বিজয় নিশান ওড়ার আভাস রয়েছে। সেক্ষেত্রে কংগ্রেস কার্যত কোণঠাসা।
Delhi Exit Poll Trend: দিল্লিতে ভোটে কোন ট্রেন্ড এক্সিট পোলের নিরিখে?
এখনও পর্যন্ত দিল্লি ভোট ২০২৫ নিয়ে যা ট্রেন্ড এক্সিট পোলে রয়েছে, তাতে মনে করা হচ্ছে, দিল্লির ভোটপর্বে সম্ভবত সরকার বিরোধী কোনও ট্রেন্ড ফ্যাক্টর হয়ে থাকতে পারে। বিশেষজ্ঞ মহলের এমনই জল্পনা।
JVC Exit Poll: জেভিসি এক্সিট পোল
জেভিসির এক্সিট পোল বলছে, ৩৯ থেকে ৪৫ টি আসন পেতে পারে পদ্ম শিবির। অর্থাৎ এখানেও বিজেপির জয়জয়কারের আভাস রয়েছে। সমীক্ষা বলছে, আপ পেতে পারে ২২ থেকে ৩১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ০-২ টি আসন।
P-Marq Exit Poll: পি মার্কের এক্সিট পোল কী বলছে?
পি মার্ক বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৯ টি আসন। আপ পেতে পারে ২১ থেকে ৩১ টি আসন। কংগ্রেস ০ থেকে ১ টি আসন পেতে পারে।
Chanakya's Strategy Exit Poll: চাণক্যস স্ট্র্যাটেজি এক্সিট পোল ২০২৫
চাণক্যস স্ট্র্যাটেজি বলছে, আপ ২৫-২৮, বিজেপি ৩৯-৪৪, কংগ্রেস ২-৩ আসন পেতে পারে। উল্লেখ্য, পর পর সমীক্ষার আভাসে উঠে আসছে দিল্লিতে জোরালো হাওয়া রয়েছে বিজেপির।
People's insight Exit Poll: পিপলস ইনসাইট এক্সিট পোল
পিপলস ইনসাইটের সমীক্ষা বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৪০ থেকে ৪৪ টি আসন। আপ পেতে পারে ২৫ থেকে ২৯ টি আসন। কংগ্রেস ০-১ আসন পেতে পারে।
Matriz Exit Poll: ম্যাট্রিজের এক্সিট পোল
ম্যাট্রিজের এক্সিট পোল বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০ আসন, আপ পেতে পারে ৩২ থেকে ৩৭ আসন, কংগ্রেস ১ টি আসন পেতে পারে।
People's pulse Exit Poll: পিপলস প্লাস এক্সিট পোল
পিপলস প্লাস এক্সিট পোল-এ আভাস দেওয়া হচ্ছে, দিল্লিতে ঘুরতে পারে খেলা। বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৫১ থেকে ৬০ আসন, আপ পেতে পারে ১০ থেকে ১৯ আসন।
২০২০ সালে দিল্লিতে কত শতাংশ ভোট পড়েছিল?
তথ্য বলছে, ২০২০ সালে দিল্লিতে ৬২. ৫৯ শতাংশ। ২০১৫ সালে দিল্লিতে ভোট পড়েছিল ৬৭.১৩ শতাংশ।
দিল্লিতে কত শতাংশ ভোটে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫ টা পর্যন্ত রাজধানী দিল্লিতে ভোট পড়েছে ৫৭.৭০ শতাংশ।
দিল্লিতে শেষ হল ভোট
ভোটপর্ব শেষ হল দিল্লিতে। তবে সন্ধ্যা ৬টার পরও যাঁরা লাইনে রয়েছেন, তাঁরা এখনও ভোট দিতে পারবেন, বলে জানানো হয়েছে।
বুথ এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, ক্ষোভ রাঘবের
আপ সাংসদ রাঘব চাড্ডা অভিযোগ করেছেন যে, রিলিভার, যাদের পোলিং এজেন্ট হিসাবে মনোনীত করা হয়েছে, তাঁদের বেশ কয়েকটি বুথের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
সিলামপুর নিয়ে বিজেপির ক্ষোভ
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা সিলামপুর বিধানসভা কেন্দ্রে কথিত জাল ভোটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
কখন শুরু হবে এক্সিট পোল?
আর মাত্র দেড় ঘণ্টার অপেক্ষা, তারপরই সামনে আসবে দিল্লি ভোটের বুথ ফেরত সমীক্ষার ফলাফলের আভাস। সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হবে এক্সিট পোল ঘিরে চর্চা।
দিল্লি ভোট ঘিরে কোন কোন এক্সিট পোল আসতে চলেছে?
দিল্লি ভোট ঘিরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সিভোটার, IPSOS, টুডেস চাণক্য-র মতো সমীক্ষক সংস্থা এক্সিট পোলের তথ্য তুলে ধরতে চলেছে।
দিল্লি ভোটের মূল ৩ মুখ কারা?
দিল্লি বিধানসভা ভোটপর্বে মূলত, আপ, বিজেপি, কংগ্রেসের জোরালো রাজনৈতিক যুদ্ধ দেখা যাচ্ছে। এই তিন পার্টি থেকে তিন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম স্পষ্ট হচ্ছে। আপের ক্ষেত্রে অবশ্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির থেকে প্রবেশ বর্মা, ও কংগ্রেস থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ বেশ উজ্জ্বল নাম এই লড়াইয়ে।
২০২০ সালে দিল্লি ভোটের ফলাফল
২০২০ সালে, দিল্লিতে বিধানসভা নির্বাচন ৮ ফেব্রুয়ারি হয়েছিল। সেদিন ৭০ টি আসন জুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভোট গণনা হয়েছিল। আপ পেয়েছিল ৬২ আসন, বিজেপি ৮ টিতে জিতেছিল।
এক্সিট পোল কী?
ভোটপর্বের পরই এক্সিট পোল ঘিরে সমীক্ষা শুরু হয়। এতে সমীক্ষক সংস্থাগুলি বিভিন্ন প্রশ্ন সামনে রেখে সমীক্ষা এগোয়। এক্ষেত্রে ভোটারপক্ষ থাকে নমুনা হিসাবে। অনেক ক্ষেত্রেই এই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল সঠিক নাও হতে পারে বলে বার্তা দিয়ে থাকেন অনেকে।
দিল্লি ভোটের আসন সংখ্যা, ম্যাজিক ফিগার কত?
২০২৫ সালে দিল্লিতে ৭০ আসনের বিধানসভা ভোটের ভোটগ্রহণ পর্ব চলছে। ভোটপর্ব মিটলেই ভোটের ফল নিয়ে আভাস হবে এক্সিট পোলের তরফে। উল্লেখ্য, এই ভোটপর্বে ম্যাজিক ফিগার ৩৬।