বাংলা নিউজ > ঘরে বাইরে > 'আমি জানি মণীশ সিসোদিয়া খুব শিগগিরই গ্রেফতার হবেন', দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের বার্তার পর ক্ষোভ উগরে দিলেন কেজরিওয়াল

'আমি জানি মণীশ সিসোদিয়া খুব শিগগিরই গ্রেফতার হবেন', দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের বার্তার পর ক্ষোভ উগরে দিলেন কেজরিওয়াল

ক্ষোভ উগড়ে দিলেন কেজরিওয়াল. (File image) (HT_PRINT)

দিল্লির শুল্ক ইস্যুত লেফ্টনেন্ট গর্ভনর ভিকে সক্সেনা একটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। যে ঘটনার সঙ্গে সূত্র যোগ হচ্ছে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে। সেই ইস্যুতে এদিন ক্ষোভে উগরেদিয়ে বক্তব্য রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। 

লেফ্টনেন্ট গর্ভনর ভিকে সক্সেনা নির্দেশ দিয়েছেন দিল্লির শুল্ক ইস্যুতে সিবিআই তদন্তের কথা। আর সেই ইস্যুতে পাল্টা জবাবে কেজরিওয়াল তুলে ধরলেন ‘ভগত সিংয়ের সন্তান’ প্রসঙ্গ। উঠল সাভারকারের নামও। নিজের ডেপুটিতে পূর্ণ সমর্থন করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ মণীশ সিসোদিয়া সৎ মানুষ।’ তিনি আরও বলেন, ‘গোটা মামলাটাই ভুয়ো। আমি মণীশকে গত ২২ বছর ধরে চিনি। উনি যখন মন্ত্রী হয়েছেন, তখন দিল্লির সরকারি স্কুলগুলি খুবই খারাপ অবস্থায় ছিল। দিন রাত এক করে উনি কাজ করেছেন যাতে বিচারপতির সন্তান আর রিক্সা চালকের সন্তান একই স্কুলে পাশাপাশি বসে পড়তে পারে।’ বেড়ালের জন্য বায়ু দূষণ! কলকাতায় অভিযোগ পেয়ে প্যানেল গঠন NGT-র

ক্ষোভ উগড়ে দিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমি জানি মণীশ সিসোদিয়া গ্রেফতার হবেন শিগগির। আমি এটা জানি এক মাস আগে থেকে। দেশে নয়া সিস্টেম রয়েছে। সেখানে আগে ঠিক করা হয় যে কে জেলে যাবেন আর তারপর সাজানো হয় কেস। ’ এর আগে গতকালই মোদীগড় গুজরাতের ভোট পারদ চড়িয়ে কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ সংযোগের প্রতিমাসে। এদিকে, ততক্ষণে কেজরিওয়ালের সিঙ্গাপুরে যাত্রা নিয়ে তাঁকে না যাওয়ার পরামর্শ দেন দিল্লির লেফ্টনেন্ট গভর্নর। এরপর মণীশ সিসোদিয়া বলেছিলেন যে, এই সিঙ্গাপুর যাত্রায় না যাওয়ার পরামর্শ ইস্যুতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হবে আম আদমি পার্টি। তারপরই শুক্রবার আসে দিল্লির গভর্নরের তরফে এই সিবিআই তদন্তের নির্দেশ।

 

 

 

 

 

বন্ধ করুন