বাংলা নিউজ > ঘরে বাইরে > অতিরিক্ত জল দুষণ, যমুনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার

অতিরিক্ত জল দুষণ, যমুনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার

দুষণের মাত্রা লাগামছাড়া যমুনা নদীতে (ফাইল ছবি)

গত দুই দশকে যমুনাতে জলজ প্রাণীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। দাবি মৎস্যজীবীদের।

জলদুষণের মাত্রা লাগামছাড়া। এবার যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে নদীতে মিশছে এমন এলাকাগুলিতেই মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। হিন্ডন ক্যানেল, গাজিপুর ড্রেন, শাদিপুর ড্রেন সহ নির্দিষ্ট কয়েকটি এলাকার কথা উল্লেখ করা হয়েছে। 

এদিকে দিল্লি দুষণ নিয়ন্ত্রক কমিটির দাবি সাম্প্রতিক তথ্য সেভাবে পাওয়া যায়নি। তবে নদীর অন্য়ান্য অংশের তুলনায় ফিসিং পকেটগুলিতে দুষণের মাত্রা কম থাকার কথা। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। তবে তাঁদের মতে গত দুই দশকে যমুনাতে জলজ প্রাণীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। তবে এখনও পুঁটি, গোল্ডেন ফিস পাওয়া যায় যমুনাতে। পরিবেশবিদ বিমলেন্দু ঝা টুইট করে জানিয়েছেন, যমুনার জল জঘন্য হয়ে গিয়েছে। পাশাপাশি এখানকার রাজনীতি ও রাজনীতিবিদদেরও একই অবস্থা।হাজার কোটি টাকা খরচ হচ্ছে নদীকে দুষণমুক্ত করার ব্যাপারে, নান প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে কিন্তু নদীর নামে একটি নিকাশি নালা বইছে। 

 

জলদুষণের মাত্রা লাগামছাড়া। এবার যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে নদীতে মিশছে এমন এলাকাগুলিতেই মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। হিন্ডন ক্যানেল, গাজিপুর ড্রেন, শাদিপুর ড্রেন সহ নির্দিষ্ট কয়েকটি এলাকার কথা উল্লেখ করা হয়েছে। 

এদিকে দিল্লি দুষণ নিয়ন্ত্রক কমিটির দাবি সাম্প্রতিক তথ্য সেভাবে পাওয়া যায়নি। তবে নদীর অন্য়ান্য অংশের তুলনায় ফিসিং পকেটগুলিতে দুষণের মাত্রা কম থাকার কথা। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। তবে তাঁদের মতে গত দুই দশকে যমুনাতে জলজ প্রাণীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। তবে এখনও পুঁটি, গোল্ডেন ফিস পাওয়া যায় যমুনাতে। পরিবেশবিদ বিমলেন্দু ঝা টুইট করে জানিয়েছেন, যমুনার জল জঘন্য হয়ে গিয়েছে। পাশাপাশি এখানকার রাজনীতি ও রাজনীতিবিদদেরও একই অবস্থা।হাজার কোটি টাকা খরচ হচ্ছে নদীকে দুষণমুক্ত করার ব্যাপারে, নান প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে কিন্তু নদীর নামে একটি নিকাশি নালা চলছে। 

|#+|

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.