সামনেই উৎসবের মরশুম। দুর্গাপুজো কাটলেই রয়েছে কালীপুজো। দেশের বিভিন্ন প্রান্তে দীপান্বিতা কালীপুজোর দিন দীপাবলি উপলক্ষ্যে আলোর রোশনাইয়ে বাজি ফাটিয়ে লক্ষ্মীর আরাধনা করে উৎসব যাপন হয়। তবে সেই দীপাবলির আগেই এল দিল্লির জন্য দিল্লি সরকারের বড় ঘোষণা। দিল্লি সরকারের তরফে সাফ জানানো হয়েছে, আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি তৈরি, বিক্রি ও ফাটানো নিষিদ্ধ।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই সোমবার জানিয়েছেন, চলতি মরশুমের শীতকালে দিল্লিতে দূষণ রোধে এই পদক্ষেপ করেছে সরকার। উল্লেখ্য, দূষণের মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দেয় এই বাজি, বলে দাবি করা হচ্ছে। দিল্লির পরিবেশ বিষয়ক মন্ত্রী গোপাল রাই বলেন,' শীতের মরশুমে দিল্লিতে বায়ু দূষণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ে বাজি ফাটানো দূষণকে আরও বাড়িয়ে দেয়।' দূষণ নিয়ে তিনি গত বছরের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন,' এই পরিস্থিতিতে গত বছরের মতো এবারও আমরা দূষণের হাত থেকে মানুষকে রক্ষা করতে সব ধরনের বাজি উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছি।' এখানেই শেষ নয়। তিনি বলছেন, ‘অনলাইনে যেকোনও ধরনের বাজি বিক্রি ও ডেলিভারি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে,’ দিল্লিতে। কোন ধরনের বাজি নিষিদ্ধ আর কোন ধরনের বাজি নিষিদ্ধ নয়, তা নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, তার জন্য বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী। তিনি বলেন,'কোনও বিভ্রান্তি এড়াতে, এই নিষেধাজ্ঞা সব ধরনের আতশবাজির ক্ষেত্রে প্রযোজ্য। বাজি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ থেকে দিল্লিবাসীদের ত্রাণ দিতে ১ জানুয়ারী, ২০২৫ সাল পর্যন্ত দিল্লিতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। '
আপাতত শীতের মরশুম আসার আগে, দিল্লিকে সুরক্ষিত রাখতে, দিল্লি সরকার ‘উইন্টার অ্যাকশন প্ল্যান' নিয়ে এগোচ্ছে। যে প্ল্যানের ফোকাসে ২১ টি পয়েন্ট রয়েছে। এই পরিকল্পনায় দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন প্রচারাভিযান অন্তর্ভুক্ত করা হবে এবং এর সাফল্য নিশ্চিত করতে সরকার নাগরিকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, বলে জানিয়েছে দিল্লি সরকার। দিল্লি সরকার জানিয়েছে, ওই পরিস্থিতিতে একটি অ্যাকশন প্ল্যান কার্যকরি করতে, দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি এবং রাজস্ব বিভাগকে সঙ্গে নিয়ে পদক্ষেপ করবে সরকার, যাতে নিষেধাজ্ঞা মানা হয়।