বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi High Court on CISF: ‘সশস্ত্র বাহিনীতে নিয়োগের মানদণ্ডের সেরা বিচারক বাহিনী নিজেই’, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

Delhi High Court on CISF: ‘সশস্ত্র বাহিনীতে নিয়োগের মানদণ্ডের সেরা বিচারক বাহিনী নিজেই’, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

ছবিটি প্রতীকী।

উচ্চ আদালত পর্যবেক্ষণ করেছে যে সশস্ত্র বাহিনী এবং আধা-সামরিক বাহিনী তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে জওয়ান নির্বাচনের মান নির্ধারণ করতে পারে।

সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করার সেরা বিচারক বাহিনী নিজেই। এমনই পর্যবেক্ষণ করল দিল্লি হাই কোর্ট। উচ্চ আদালত পর্যবেক্ষণ করেছে যে সশস্ত্র বাহিনী এবং আধা-সামরিক বাহিনী তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে জওয়ান নির্বাচনের মান নির্ধারণ করতে পারে। পাশাপাশি উচ্চ আদালত আরও বলে, যদি না কোনও গুরুতর ব্যতিক্রমী পরিস্থিতি উপনীত হয়, এই যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে কোনও আইন আদালতের হস্তক্ষেপ হয় না।

বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি সৌরভ ব্যানার্জির একটি ডিভিশন বেঞ্চ একজন মহিলা বক্সারের দায়ের করা আবেদন খারিজ করার সময় বাহিনীর নিয়োগের মানদণ্ড নিয়ে এই পর্যবেক্ষণ করেছে। এদিকে আবেদনকারী ক্রীড়া কোটার অধীনে সিআইএসএফ-এ হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদের জন্য আবেদন করেছিলেন। কিন্তু পরে স্থূলতার কারণে তাঁকে মেডিকেলভাবে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছিল। এরপরই রিভিউ মেডিকেল পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত পরবর্তী সমস্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আবেদনটি পাঠানো হয়েছিল। আবেদনকারী ৮১ থেকে ৮৫ কেজি ওজন বিভাগে বিভিন্ন বক্সিং ইভেন্টে অংশগ্রহণ করে অনেক পদক জিতেছেন বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে ৪৮ থেকে ৮১ কেজির বেশির ওজন ১০টি বিভাগে ১০ জনকে স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল সিআইএসএফ। প্রতিটি বিভাগে একজন করে জওয়ান নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। আবেদনকারী ৮১ কেজি উপরের বিভাগে উল্লিখিত পদের জন্য আবেদন করেছিলেন। তাঁকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল। তাঁকে অস্থায়ীভাবে এই পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। পরে তাঁকে একটি মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। সেখানে তাঁকে স্থূলতার কারণে মেডিকেলভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তিনি একটি রিভিউ মেডিকেল পরীক্ষার জন্য আবেদন করেন এরপরে। পরে সেই রিভিউ পরীক্ষাতেও তাঁকে আবারও মেডিকেলভাবে অযোগ্য ঘোষণা করা হয়। এই আবহে মেডিকেল পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গিয়েছিলেন তিনি। তবে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করল উচ্চ আদালত।

বন্ধ করুন