বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi High Court on Interfaith Marriage: ‘ভিন্ন ধর্মে বিবাহ ঠেকানো অসম্ভব’, দুই বিদেশি ভিনধর্মীর আবেদনে পর্যবেক্ষণ HC-র

Delhi High Court on Interfaith Marriage: ‘ভিন্ন ধর্মে বিবাহ ঠেকানো অসম্ভব’, দুই বিদেশি ভিনধর্মীর আবেদনে পর্যবেক্ষণ HC-র

দুই বিদেশি ভিনধর্মীর আবেদনে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

দুই ভিনদেশী ভিনধর্মী দিল্লিতে বিয়ে রেজিস্টার করাতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দিল্লি হাই কোর্ট। 

ভারতীয় আইন অনুযায়ী ভিন ধর্মে বিয়ে করতে চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন দুই বিদেশি নাগরিক। দিল্লির উচ্চ আদালত সেই আবেদন গ্রহণ করে। বিচারপতি যশবন্ত ভার্মা পর্যবেক্ষণ করেছেন যে কোনও আন্তঃধর্মীয় দম্পতিকে বিয়ে করতে বাধা দেওয়া সম্ভব নয় দেশের পক্ষে। তবে এই মামলার ক্ষেত্রে আসল প্রশ্ন, আবেদনকারীরা এখানে বসবাস করলেও তাঁরা ভিন দেশের নাগরিক। এই আবহে তাঁদের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করার অধিকার রয়েছে কিনা।

উল্লেখ্য, এর আগেও ভিন্ন এক মামলায় দিল্লি হাই কোর্ট পর্যবেক্ষণ করেছিল, জীবনসঙ্গী বেছে নেওয়া বা বিয়ে করার স্বাধীনতার বিষয়টি সংবিধানের ২১ নং অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে। বিয়ের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস বাধা হয়ে দাঁড়াতে পারে না। দুই ভিনধর্মী বিদেশির বিয়ের আবেদনের প্রেক্ষিতেও এই একই ধরনের পর্যবেক্ষণ করল দিল্লির উচ্চ আদালত। তবে এই ক্ষেত্রে দিল্লি সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবী শাদান ফারসাত বলেন যে নীতিগতভাবে ‘বিবাহ পর্যটনে’র অনুমোদন দিতে পারে না সরকার।

এদিকে আবেদনকারীদের দাবি, তাঁরা বিগত ছয় মাস ধরে দিল্লিতে বসবাস করছেন। এই আবহে তাঁরা ভারতের বিশেষ বিবাহ আইনের অধীনে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এবং নিজেদের বিবাহ নিবন্ধিত করাতে চান। তবে তাঁরা ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশনের আবেদন জানাতে পারছেন না। কারণ, সেখানে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতে বলা হয়েছে। আবেদনকারীদের দাবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাওয়া দু’জনের মধ্যে একজন ‘ভারতের বিদেশি নাগরিক’ (Overseas Citizen of India) এবং বিয়ে করার তাঁর জীবন ধারণের অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, আবেদনকারীদের একজন কানাডিয়ান হিন্দু (ভারতের বিদেশি নাগরিক) অপরজন মার্কিন খ্রিষ্ঠান। তাঁরা অফলাইনে নিজেদের আবেদন জমা দিয়ে বিয়ের রেজিস্ট্রেশন করাতে চান।

বন্ধ করুন