বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi HC directs to block video: বিচার বিভাগের আধিকারিকের আপত্তিকর ভিডিয়ো ‘ব্লক’ করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

Delhi HC directs to block video: বিচার বিভাগের আধিকারিকের আপত্তিকর ভিডিয়ো ‘ব্লক’ করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিচার বিভাগের আধিকারিকের আপত্তিকর ভিডিয়ো ‘ব্লক’ করার নির্দেশ দিল্লি হাইকোর্টের (ছবিটি প্রতীকী)

Delhi HC directs to block video: যে ভিডিয়ো নিয়ে বিতর্ক, তাতে যে মহিলাকে দেখা যাচ্ছিল, তিনি আদালতের দ্বারস্থ হয়ে এই ভিডিয়োটি ব্লক করার আবেদন করেন। তাঁর অভিযোগ, এই ভিডিয়োটি ভুয়ো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে, বিচার বিভাগের এক আধিকারিক আপত্তিকর অবস্থায় আছেন এক মহিলার সঙ্গে। ভিডিয়োর মহিলাটি সেই আধিকারিকের অধীনেই কাজ করেন বলে জানা গিয়েছে। এই আবহে সেই ভিডিয়োটি অবিলম্বে ব্লক করার নির্দেশ দেন দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত শর্মা। তাঁর কথায়, ভিডিয়োটি উক্ত ব্যক্তির গোপনীয়তার অধিকারকে খর্ব করছে।

এই বিষয়ে আদালত বলে, ‘ভিডিয়োটির বিষয়বস্তুর স্পষ্ট যৌন প্রকৃতি বিবেচনা করে এবং বাদীদের গোপনীয়তা অধিকারের কারণে এই ভিডিয়ো ব্লক করার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হচ্ছে। এই ভিডিয়োটি গুরুতর এবং এতে অপূরণীয় ক্ষতির মুখো পড়তে পারেন বাদী। ফলস্বরূপ, উত্তরদাতাদের নোটিশ জারি করা হবে। আপত্তিকর ভিডিয়োর শেয়ার, ফরোয়ার্ডিং বা পোস্ট করা অবিলম্বে নিষিদ্ধ করা হল। এই নিষেধাজ্ঞা নিশ্চিত করতে উত্তরদাতাকে সমস্ত গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে হবে।’

উল্লেখ্য, ভিডিয়োতে যে মহিলাকে দেখা যাচ্ছিল, তিনি আদালতের দ্বারস্থ হয়ে এই ভিডিয়োটি ব্লক করার আবেদন করেন। তাঁর অভিযোগ, এই ভিডিয়োটি ভুয়ো। উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসের ‘টাইম স্টাম্প’ দেওয়া ভিডিয়োতে দেখা যায়, এক বিচার বিভাগীয় আধিকারিক তাঁরই অধীনস্ত এক কর্মীর সঙঅগে আপত্তিকর অবস্থায় রয়েছেন। এই আবহে এর আগে গত ২৯ নভেম্বরই দিল্লি উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেল সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী, মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভিডিয়োটি ব্লক করার ব্যবস্থা নিতে বলে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে একটি চিঠি দিয়েছিলেন। এবার আদালত রেজিস্ট্রার জেনারেলের সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি কমপ্লায়েন্স রিপোর্ট ফাইল করতে বলেছে কেন্দ্রীকে। পাশাপাশি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে৷

বন্ধ করুন