বাংলা নিউজ > ঘরে বাইরে > Uniform Civil Code: ‘সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই খারিজ করেছে’, অভিন্ন দেওয়ান বিধি নিয়ে মামলায় দিল্লি হাইকোর্ট যা জানাল

Uniform Civil Code: ‘সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই খারিজ করেছে’, অভিন্ন দেওয়ান বিধি নিয়ে মামলায় দিল্লি হাইকোর্ট যা জানাল

দিল্লি হাইকোর্ট। (ফাইল ছবি, সৌজন্য মিন্ট)

অভিন্ন দেওয়ার বিধি নিয়ে সুপ্রিম বার্তা আসার পরই দিল্লি হাইকোর্টে পেশ হয় একটি মামলা। সেখানে আর্জি জানানো হয়েছে, সামাজিক বিভিন্ন বিধি নিয়ে মামলা দায়ের থেকে শুরু করে, আইনত নানান দিক নিয়ে যেন ল কমিশন একটি রিপোর্ট তৈরি করে। সেই মামলার আর্জি খারিজ করেছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

অভিন্ন দেওয়ান বিধি সম্পর্কে ‘ল কমিশন’ যাতে একটি রিপোর্ট তৈরি করে, সেই নির্দেশিকার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলা সোজাসুজি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এর আগে এই ইস্যুতে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। অভিন্ন দেওয়ান বিধি মামলা সম্পর্কে সুপ্রিম কোর্ট জাানিয়েছিল, বিয়ে, ভরণপোষণ, দত্তক নেওয়া, ডিভোর্স এই বিষয়গুলি সংসদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এরসঙ্গে আদালতের সিদ্ধান্ত নেওয়ার কোনও যোগ নেই।

অভিন্ন দেওয়ার বিধি নিয়ে সুপ্রিম বার্তা আসার পরই দিল্লি হাইকোর্টে পেশ হয় একটি মামলা। সেখানে আর্জি জানানো হয়েছে, সামাজিক বিভিন্ন বিধি নিয়ে মামলা দায়ের থেকে শুরু করে, আইনত নানান দিক নিয়ে যেন ল কমিশন একটি রিপোর্ট তৈরি করে। সেই মামলার আর্জি খারিজ করেছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ও বিচারপতি যশবন্ত শর্মা জানান, ২০২২ সালে সুপ্রিম কোর্ট এই বিষয়ে অবস্থান জানিয়ে দিয়েছে। সেই মামলা ছিল বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের। তারপরও তাঁকে আর কোনও আদালতে এই মামলা তোলার কথা বলা হয়নি। বেঞ্চ বলছে, ‘এই মামলা আগেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।’ কোর্ট বলছে, আবেদনকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায় যদি চান, তাহলে  সুপ্রিম কোর্টের থেকে স্পষ্টীকরণ নিয়ে আসতে পারেন। জবাবে আইনজীবী বলেন, যেহেতু তাঁকে সেই মামলার রায় প্রাক্তন প্রধান বিচারপতি দিয়েছিলেন, তাই তাঁর পক্ষে ওই মামলায় কোনও স্পষ্টীকরণ পাওয়া এখন কঠিন। তবে যাবতীয় সওয়াল জবাবের পর শেষমেশ মামলা তুলে নিন আইনজীবী।

( পরমাণু অস্ত্র ক্ষমতার প্রেক্ষাপটে ‘বালাকোট দেখিয়ে দিয়েছে…’ কী বললেন IAF প্রধান?)

এই মামলায় আইনজীবী উপাধ্যায় তুলে ধরেন এই ধরনের ইস্যুতে রাজস্থান ও বম্বে হাইকোর্ট কীভাবে একই বিষয় তুলে ধরেছে ভিন্ন ভিন্ন শব্দে। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে কোর্টের পর্যবেক্ষণ ছিল যে, এই অভিন্ন দেওয়ান বিধির আওতায় কমন ম্যারেজ, ডিভোর্স, দত্তক নেওয়া সংক্রান্ত ব্যাপার, ভরণপোষণ, ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানিয়ে একটি জবাব ফাইল করার সপক্ষে বার্তা দেয় সুপ্রিম কোর্ট। 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন