বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম স্বামীর অধিকার নয়’, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

‘স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম স্বামীর অধিকার নয়’, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

‘স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম স্বামীর অধিকার নয়’, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী, স্ত্রীর বয়স ১৫ বছরের বেশি হলে তার সঙ্গে বলপূর্বক যৌন সঙ্গম অপরাধ বলে গণ্য হবে না। আর এই ধারা নিয়েই দীর্ঘদিনের বিতর্ক।

বৈবাহিক ধর্ষণ নিয়ে ভারতে দীর্ঘদিনের বিতর্ক। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার শুনানি শুরু হয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলার শুনানিতেই এক তাত্পর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাই কোর্ট। উচ্চ আদালতের বিচারপতি সি হরি শংকর জানান, স্ত্রীর সঙ্গে যৌন মিলন স্বামীর অধিকার নয়। তাই এর জন্য স্বামী তাঁর স্ত্রীকে জোর করতে পারেন না।

বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত একাধিক মামলার আবেদনের শুনানি একসঙ্গে শুরু হয়েছে দিল্লি হাই কোর্টে। সেই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এর আগেও বিচারপতি সি হরি শঙ্কর পর্যবেক্ষণ করেছিলেন, বৈবাহিক ধর্ষণের যে শাস্তি হওয়া উচিত তা অস্বীকার করার কিছু নেই। আদালতের সমস্যার বিষয়টি হল, ৩৭৫ ধারায় দেওয়া ব্যতিক্রমটি অসাংবিধানিক কিনা তা নির্ধারণ করা। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারাকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন জমা পড়েছে আদালতে। ওই ধারায় স্ত্রীর বয়স ১৫ বছরের বেশি হলে তার সঙ্গে বলপূর্বক যৌন সঙ্গমকে ব্যাতিক্রম হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাত যা অপরাধ বলে গণ্য হবে না। আর এই ধারা নিয়েই দীর্ঘদিনের বিতর্ক, আপত্তি।

এদিকে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি (নিরপেক্ষ পরামর্শদাতা) রেবেকা জন বলেন, ‘বিয়েতে যৌন সম্পর্কের প্রত্যাশা থাকবেই। সেই প্রত্যাশা কখনও শাস্তিযোগ্য হতে পারে না। কিন্তু প্রত্যাশার কারণেই অনেক ক্ষেত্রে জবরদস্তি ও বলপ্রয়োগ করা হয়। বিবাহের বন্ধনে আবদ্ধ বলেই জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হলে সেটা অবশ্যই অপরাধ হওয়া উচিত।’

বন্ধ করুন