নিশ্চিন্তেই ছিলেন দিল্লিবাসী। কিন্তু তার মাত্র ২৫দিনের মধ্যেই তুঙ্গে করোনা সংক্রমণ। বর্তমানে দিল্লিতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা প্রায় ২৪ হাজার।
1/5গত ২০ ডিসেম্বরই ২০৫টি কন্টেনমেন্ট জোন ছিল। কিছুটা যেন নিশ্চিন্তেই ছিলেন দিল্লিবাসী। কিন্তু তার মাত্র ২৫দিনের মধ্যেই তুঙ্গে করোনা সংক্রমণ। বর্তমানে দিল্লিতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা প্রায় ২৪ হাজার। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5দিল্লিতে দৈনিক কেস লোড রেকর্ড মাত্রায় বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি অতি সংক্রামক ওমিক্রনেরই ইঙ্গিত। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5গত ২০ ডিসেম্বর, দিল্লিতে ০.২০% পজিটিভিটি রেট ছিল। সেই সময়ে শহরে ৫৩১টি অ্যাকটিভ কেস ছিল। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5এদিকে বৃহস্পতিবার(১৩ জানুয়ারি ২০২২), সংগৃহীত নমুনার ২৯%-এরও পজিটিভ হয়েছে। মোট ৯৪,১৬০ জন রোগী কোভিডের সঙ্গে লড়াই করছেন। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
5/5দিল্লির বেশিরভাগ কন্টেনমেন্ট জোন দক্ষিণাঞ্চলে। সেখানে জানুয়ারি পর্যন্ত ৮,৩৮৩ টি হট স্পট সিল করা হয়েছে। একটি কন্টেনমেন্ট জোন চিহ্নিত করার ১৪ দিন পরে সিল খোলা হয়। তবে তার জন্য এই জোনের মধ্যে থাকা সমস্ত রোগীদের সুস্থ হতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)