দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সরকার গঠন নিয়ে এখন দলের মধ্যে চলছে আলোচনা। তবে বিজেপি সূত্রের খবর, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো দিল্লিতেও দুজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে, দেশের রাজধানীকে ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে তুলে ধরতে চাইছে নেতৃত্ব। এই কারণেই নতুন মন্ত্রিসভায় দুজন উপ-মুখ্যমন্ত্রী করা নিয়ে আলোচনা করছেন দলের শীর্ষ নেতারা।
আরও পড়ুন: দিল্লিতে ভরাডুবির পর পঞ্জাবে কি মুখ্যমন্ত্রী বদল করছে আপ? জবাব দিলেন ভগবন্ত মান
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দিল্লির সরকারে দুজন উপ মুখ্যমন্ত্রী করার মাধ্যমে দল দিল্লির জাতি ও আঞ্চলিক সমীকরণের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে চায়ছে। এর আগে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ অনেক রাজ্যে দেখা গিয়েছে বিজেপি দুজন উপ-মুখ্যমন্ত্রী করে জাতি এবং আঞ্চলিক সমীকরণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখেছে। যদিও এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপি নেতারা জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তারাই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নাম নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফিরে আসার পর দিল্লিতে সরকার গঠনের প্রক্রিয়া গতি পাবে বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, বিজেপির সদ্য নির্বাচিত বিধায়কদের নিয়ে আগামী রবিবার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন সেবিষয়ে সিদ্ধান্ত হবে। যদিও দিল্লিতে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অনেকের নাম রয়েছে। এরজন্য বেশ কয়েকজন বিজেপি বিধায়কের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন পরবেশ বর্মা। তিনি নয়াদিল্লি আসন থেকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জয়ী হয়েছেন। এছাড়াও, রয়েছেন দিল্লির প্রাক্তন বিজেপি প্রধান বিজেন্দর গুপ্ত, সতীশ উপাধ্যায় এবং মনজিন্দর সিং সিরসা। পবন শর্মা, আশিস সুদ, রেখা গুপ্ত এবং শিখা রাইয়ের মতো প্রবীণ নেতারাও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। দলের নেতারা কার্নাইল সিং এবং রাজ কুমার ভাটিয়ার মতো কিছু নবনির্বাচিত বিধায়কের নামও নিয়েছিলেন, যাদের মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী বলা হচ্ছে।