বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Metro: চুমুর পরে এবার হস্তমৈথুন, মেট্রোর সিটে বসে একী করলেন যুবক! ছবি সামনে আনল পুলিশ

Delhi Metro: চুমুর পরে এবার হস্তমৈথুন, মেট্রোর সিটে বসে একী করলেন যুবক! ছবি সামনে আনল পুলিশ

অভিযুক্ত যুবক। ছবি সৌজন্য়ে ডিসিপি মেট্রো টুইট 

মোবাইলে কী যেন দেখছিলেন। আর তার সঙ্গে হস্তমৈথুন। দিল্লি মেট্রোর এই ছবি দেখে হতবাক অনেকেই। তবে এবার তার বড় মূল্য দিতে হবে যুবককে। 

দিল্লি মেট্রোর মধ্যে দীর্ঘ চুমুর ছবি দেখে অবাক হয়েছিলেন অনেকেই। তবে অবাক হওয়ার পালা যে সেখানেই শেষ হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়। এবার দিল্লি মেট্রোর সিটে বসে চলল হস্তমৈথুন। রীতিমতো ধোপদুরস্ত পোশাক পরে হস্তমৈথুনে ব্যস্ত। ইতিমধ্যেই পুলিশ ওই ব্যক্তির ছবি সামনে এনেছে। মূলত ওই ব্যক্তিকে চিহ্নিত করার জন্য পুলিশ সেই ছবি সামনে এনেছে। অপর কোনও যাত্রী এই ছবি তুলেছিলেন বলে খবর। ডিসিপি মেট্রো জানিয়েছেন যারা এই ব্যক্তির পরিচয় দেবেন তার পরিচিতি গোপন রাখা হবে। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশের কাছে এনিয়ে নোটিশ পাঠিয়েছে।

ডিসিপি মেট্রোর পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি মেট্রোর সিটে বসে রয়েছেন। তিনি মোবাইলে কিছু দেখছেন। এরপর তিনি হস্তমৈথুন করছেন বলে দাবি করা হয়েছে। এদিকে সহযাত্রীরা এই ছবি দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে। স্বাতী মালিওয়াল ওই ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে দিল্লির মেট্রোতে এক ব্যক্তি নির্লজ্জভাবে হস্তমৈথুন করছেন। এটা অস্বস্তিকর ও অসুস্থতা। ওই অভিযুক্তকে গ্রেফতার করা দরকার। তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। তিনি জানিয়েছেন, দিল্লি মেট্রোতে একের পর এক ঘটনা সামনে আসছে। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য় এই সমস্ত ঘটনায় কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।

এদিকে এর আগে দিল্লি মেট্রোতে একের পর এক অস্বস্তিকর ঘটনা হয়েছে। সেই সব ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। এবার একেবারে মেট্রোর সিটে বসে হস্তমৈথুনের ছবি সামনে এল। এই ঘটনায় অত্যন্ত অস্বস্তিতে পড়েন সহযাত্রীরা। তার জেরে এবার তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে চিহ্নিত করার জন্য ছবিও সামনে এনেছে পুলিশ। এমনকী দিল্লির মহিলা কমিশনও এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

 

বন্ধ করুন