নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপির পরবেশ বর্মা। এই আসন থেকেই ২০১৩ সালে প্রথমবারের মতো জয়ী হয়ে নির্বাচনী রাজনীতিতে অভিষেক ঘটিয়েছিলেন কেজরিওয়াল। তিনি সেবারে হারিয়েছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। সেই আসনেই আপ প্রধানকে হারিয়েছেন পরবেশ। এই আবহে তাঁকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। বিশেষ করে কালকাজি আসন থেকে বিজেপির অন্য এক হেভিওয়েট নেতা রমেশ বিধুরী হেরে যাওয়ায় পরবেশকে নিয়ে জল্পনা আরও বেশি বাড়ছে। এই পরিস্থিতিতে দিল্লিতে বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন পরবেশ। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য তিনি মুখে কুলুপ আঁটেন। বলেন, 'এই নিয়ে পরে কথা বলছি।' (আরও পড়ুন: ইউনুস বিরোধীদের সাথে ষড়যন্ত্র প্রাক্তন IGP-র? বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বলল…)
আরও পড়ুন: মদের ইস্যুতে ভেসে গেলেন কেজরিওয়াল? AAP নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আন্না হাজারের
আরও পড়ুন: ‘ব্যক্তিগত লাভের জন্য লড়িনি’,CM হওয়ার দৌড়ে থাকা রমেশ বিধুরী হারলেন অতিশীর কাছে
তিনি বলেন, 'দিল্লিবাসীকে অনেক শুভেচ্ছা। তাঁরা প্রধানমন্ত্রী মোদীজির ওপরে ভরসা রেখেছেন। এটা মোদীজির জয়।' এরপর তাঁকে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে মুখে হালকা হাসির একটা আভাস দেখা যায় তাঁর। তবে সেই হাসি ফুটে ওঠার আগেই তিনি বলেন, 'আমি সবেমাত্র এখানে এসেছি। আমি এই বিষয়ে পরে কথা বলব।' তারপর আর কোনও প্রশ্নের জবাব সেই সময় দেননি পরবেশ। এদিকে জয় নিশ্চিত হওয়ার পরে নয়াদিল্লিতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উল্লাসে যোগ দেন পরবেশ। তখন গেরুয়া শিবিরের সমর্থকদের কাঁধে চাপেন তিনি। এরপর এক টিভি চ্যানেলকে তিনি বলেন, 'দলীয় নেতৃত্ব এবং পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ করবে এবং তা সবাই মেনে নেবে।' এদিকে বাবার জয় নিয়ে পরবেশের মেয়ে বলেন, 'আমরা খুবই খুশি যে নয়াদিল্লি আমাদের ওপর আস্থা রেখেছে এবং আমাদের আশীর্বাদ দিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং এখন দিল্লিতে উন্নয়ন ঘটবে।' এদিকে তাঁর মেয়ে সিএম পোস্ট নিয়ে বলেন, 'এখন আগে বিধায়ক হিসেবে জয়ের আনন্দ উদযাপন করব। এরপর দল তাঁকে যে পদ দেবে, সেই পদেই তিনি সন্তুষ্ট থাকবেন।' (আরও পড়ুন: কী কারণে হার? দিল্লির ফল নিয়ে প্রশ্নের মুখে কেজরি ঘনিষ্ঠ সিসোদিয়া বললেন...)
আরও পড়ুন: Delhi Vote Result LIVE: হার কেজরিওয়াল-সিসোদিয়ার, ২৭ বছর পর দিল্লিতে ফুটছে পদ্ম
২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হলেন না। বরং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে ৪৮ বছর পরে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটালেন পরবেশ। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৪,০৪৯ ভোটে পরাজিত হন কেজরিওয়াল। ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে শিলা দীক্ষিতকে হারিয়ে লাইমলাইটে চলে এসেছিলেন কেজরিওয়াল। ২৫,০০০-র বেশি ভোটে কংগ্রেসের 'মুখ'-কে হারিয়ে দিয়েছিলেন। দু'বছর পরে জয়ের মার্জিন আরও বাড়িয়েছিলেন। জিতেছিলেন প্রায় ৩২,০০০ ভোটে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের জয়ের মার্জিন ছিল ২১,৬৮৭। সেখান থেকে ২০২৫ সালে হেরে গেলেন কেজরিওয়াল। তাই তাঁকে হারানো পরবেশকে নিয়ে জল্পনা তুঙ্গে।