ভারত জোড়ো যাত্রার সময় একটি ভাষণ দেওয়ার সময় যৌন হেনস্থায় শিকার হওয়া নারীদের নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, দিল্লির স্পেশাল সিপি (আইনশৃঙ্খলা)-র নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল আজ রাজধানীতে রাহুলের বাসভবনে পৌঁছে যান। জানা গিয়েছে, রাহুল নিজের ভাষণে যে অভিযোগ করেছিলেন, সেই সংক্রান্ত তথ্য জানতে এর আগেও কংগ্রেস নেতাকে নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুলিশ। তবে সেই নোটিশে সাড়া দেননি রাহুল। এই আবহে এই মামলায় রাহুলের থেকে তথ্য পেতে তাঁর বাসভবনে পৌঁছেছে দিল্লি পুলিশের দল। (আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীরা এবার স্তব্ধ করবেন মহানগরী, বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত?)
উল্লেখ্য, সাম্প্রতিককালে বিদেশে দাঁড়িয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে শাসকদল বিজেপির তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধী। ব্রিটেন সফরে গিয়ে বারবার ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন রাহুল গান্ধী। ব্রিটিশ সংসদে দাঁড়িয়ে ভারতীয় সংসদের কার্যক্রম নিয়ে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী লন্ডনের হাউস অফ পার্লামেন্ট কমপ্লেক্সে ব্রিটিশ সংসদ সদস্যদের বলেন যে লোকসভায় বিরোধীদের নীরব রাখতে মাইক বন্ধ করে দেওয়া হয়। বক্তৃতা দেওয়ার সময় মজার ছলে হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি রুমে একটি অকেজো মাইক তুলে ধরে রাহুল গান্ধী 'ভারতে বিরোধীদের অবস্থা' বোঝান। রাহুল বলেন, 'আমাদের মাইকগুলি অকেজো নয়, সেগুলি কাজ করে। কিন্তু আপনি সেগুলি চালু করতে পারবেন না। আমি যখন কথা বলি, তখন আমার সাথে এটা (মাইক বন্ধ করে দেওয়া) বেশ কয়েকবার ঘটেছে।'
আরও পড়ুন: ডিএ ধর্মঘটীদের বিরুদ্ধে পদক্ষেপ, পালটা পদত্যাগ করে প্রতিবাদ ২২ অধ্যাপকের
এদিকে সম্প্রতি রাহুল গান্ধীর লন্ডন সফরের সেই সভারই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাতে বলতে শোনা যাচ্ছে, 'এটা দুঃখের বিষয় যে আমি এই সংসদের সদস্য'। রাহুলের এহেন মন্তব্যে নিয়ে দেশে জোর বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সাংসদরা রাহুলের সাংসদ পদ খারিজের দাবি তুলেছেন। রাহুলকে দেশের কাছে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে অন্য এক কারণে পুলিশ পৌঁছনোয় দিল্লির রাজনৈতিক মহলে জোর কানাঘুষো শুরু হয়েছে।