বাংলা নিউজ > ঘরে বাইরে > ক্যাম্পাসে তাঁর উপর হামলার সময় ঐশীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সার্ভার রুমে ভাঙচুর চালানোর অভিযোগে ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ঐশী ছাড়াও ১৯ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

আরও পড়ুন : ‘ভীত, তবে আন্দোলন থেকে পিছিয়ে আসতে বলব না', বলছেন ঐশীর বাবা-মা

পরীক্ষার জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলাকালীন গত ৪ জানুয়ারি সার্ভার রুমে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভরত পড়ুয়ারাই এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরদিন সকালে ঐশী-সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

সেদিন সন্ধ্যাতেই জেএনইউতে তাণ্ডব চলে। মুখে কাপড় বেঁধে লাঠি, রড, হাতুড়ি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। হস্টেলে ঢুকে পড়ুয়াদের মারধর করা হয়। আহত হন পড়ুয়া ও অধ্যাপকরা। গুরুতর আহত হন ঐশীও। তাঁকে দিল্লি এইমসের ট্রমা সেন্টারে ভরতি করা হয়।

আরও পড়ুন : ৩০ জন লোহার রড নিয়ে আক্রমণ করেছিল, জানালেন জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ

গতকাল ঐশী অভিযোগ করেন, বর্ধিত হস্টেল ফি-র বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলনকে বানচাল করতে দুষ্কৃতীদের সঙ্গে আঁতাত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : JNU-তে তাণ্ডব : রক্তাক্ত পড়ুয়া-অধ্যাপক, ভাঙচুর ক্যাম্পাসে

বন্ধ করুন