প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। এমনটাই দাবি করলেন কৃষক সংগঠনের নেতারা। যদিও সে বিষয়ে দিল্লি পুলিশের তরফে প্রকাশ্যে বা সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
কৃষক সংগঠন এবং দিল্লি পুলিশের বৈঠকের পর কৃষক নেতা অভিমন্যু কোহর দাবি করেছেন, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ। তিনি জানান, গাজিপুর, সিংঘু এবং তিকরি সীমান্ত থেকে মিছিল শুরু হবে। তবে এখনই পুরো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। আজ (শনিবার) রাতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।
অপর এক কৃষক নেতা গুরমান সিং চাদুনি জানান, মিছিলে হাজার-হাজার কৃষক অংশগ্রহণ করবেন। তাই শুধুমাত্র একটি রুটে মিছিল যাবে না। একাধিক পথ দিয়ে মিছিলে সামিল হবেন কৃষকরা। আরও একটি কৃষক সংগঠনের নেতা দর্শন পাল জানিয়েছেন, দিল্লির বিভিন্ন সীমান্তে যে ব্যারিকেড দেওয়া আছে, তা আগামী মঙ্গলবার সরিয়ে (২৬ জানুয়ারি) দেওয়া হবে। রাজধানীতে প্রবেশের পর কৃষকরা ট্র্যাক্টর মিছিল শুরু করবেন।