বাংলা নিউজ > ঘরে বাইরে > Policemen posed as fake IT officer: আয়কর অফিসার সেজে ব্যবসায়ীর থেকে তোলাবাজির অভিযোগ ২ পুলিশকর্মীর বিরুদ্ধে! কোথায় ঘটল?

Policemen posed as fake IT officer: আয়কর অফিসার সেজে ব্যবসায়ীর থেকে তোলাবাজির অভিযোগ ২ পুলিশকর্মীর বিরুদ্ধে! কোথায় ঘটল?

নকল আয়কর অফিসার সেজে তোলাবাজির চেষ্টা দুই পুলিশ কর্মীর। (File Photo) (HT_PRINT)

 

 

আয়কর অফিসার সেজে ব্যবসায়ীর বাড়িতে অভিযান ২ পুলিশকর্মীর! মোটা টাকার ঘুষের দাবি, সরগরম দিল্লি।

২ পুলিশ কর্মী নকল আয়কর অফিসার সেজে দিল্লির এক ব্যবসায়ীর থেকে টাকা ঘুষ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। অভিযোগ রয়েছে দিল্লি পুলিশের দুই কর্মীর বিরুদ্ধে। দিল্লির প্রীতবিহারে এই ঘটনা ঘটে গিয়েছে। পুলিশের কাছে ওই ২ পুলিশকর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

দিল্লির প্রীত বিহারে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন কয়েকজন পুলিশকর্মী। তাঁরা আয়কর অফিসার সেজে সেই ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ ভুয়ো আয়কর অফিসার সেজে তাঁরা ব্যবসায়ীর থেকে নথি ও মোবাইল ফোন নিতে চান। এছাড়াও মোটা টাকার ঘুষও দাবি করা হয়। কিছুক্ষণ কথাবার্তা চলার পর সন্দেহ হয় বাড়ির সকলের। তখনই তাঁরা ওই দুজনকে পাল্টা প্রশ্ন করতে থাকেন। একটু জেরা, বাড়ির লোক শুরু করতেই, ওই দুজন ঘটনাস্থল থেকে পালান বলে দাবি করা হয়। 

( বাংলাদেশি, রোহিঙ্গা তকমা দিয়ে গাজিয়াবাদে মুসলিমদের ঝুপড়িতে ভাঙচুর! তদন্তে যোগীগড়ের পুলিশ)

( RG Kar News:'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখর RG Kar, প্রতি মেডিক্যাল কলেজে মহিলাদের রেস্টরুম নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের)

এরপরই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। পুলিশও নামে তদন্তে। আর দেখতে পায়, সরষের মধ্যেই ভূত! যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের ২ দুজনই পুলিশকর্মী। এই পুলিশকর্মীরাই আয়কর অফিসারের ভুয়ো বেশ ধারণ করে ব্যবসায়ীর বাড়িতে কার্যত টাকার তোলাবাজি করতে গিয়েছিলেন বলে অভিযোগ। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের একজন প্রীত বিহার পুলিশ স্টেশনে হেড কনস্টেবল অপর জন ট্রাফিক পুলিশের কনস্টেবল। তদন্তে নেমে জানা গিয়েছে, ৭ থেকে ৮ জনের দল এসেছিল বাড়িতে। তাঁদের মধ্যে কনস্টেবল নরেশ ও হেমন্তও ছিলেন। জানা গিয়েছে, তাঁরা সেই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গোটা ঘর তল্লাশির পর দুটি ফোন বাজেয়াপ্ত করেন। আর একটি নোটিস দিয়ে চলে যান। এদিকে, পুলিশ তদন্তে নেমে আগে দেখতে থাকে সিসিটিভি। আর সিসিটিভিতে ই দুই পুলিশকর্মী শণাক্ত হয়ে যান। জানা যাচ্ছে, ঘটনার পরই ব্যবসায়ীর বাড়ি থেকে পুলিশের পিসিআর-এ কল যায়। তারপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই গোটা পর্বের কিনারা করে। এর আগে, জুন মাসেও এমন এক কাণ্ড ঘটেছে। সেখানে এক হোটেলে ভুয়ো তল্লাশির নামে ২৪ লাখ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে।  

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.