দিল্লি দাঙ্গায় অভিযুক্ত শাহরুখ পাঠানের একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ জাফরাবাদে সিএএ বিরোধী বিক্ষোভের সময় পুলিশকর্মীর দিকে বন্দুক তাক করেছিলেন। তাঁর সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
গত ২৩ মে শাহরুখকে চার ঘণ্টা প্যারোল দেওয়া হয়েছিল। সেই প্যারোলে বাড়ি ফিরতেই হইহই করে তাঁকে স্বাগত জানান সমর্থকরা। রীতিমতো জামাই আদর করা হয়। ৬৫ বছর বয়সী অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে বাড়ি ফিরেছিলেন শাহরুখ।
সংবাদসংস্থা এএনআই ভাইরাল ভিডিয়োটি শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে অগুনতি সমর্থকদের মধ্যমণি শাহরুখ পাঠান। সকলে তাঁর ফিরে আসায় উল্লাস করছে, স্লোগান দিচ্ছে। ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে যে, দিল্লি দাঙ্গায় অভিযুক্তের পেছন পেছন হইহই করে যাচ্ছে জনতা। শাহরুখের বাড়ির গলিতে যেন উত্সবের মেজাজ।
হেড কনস্টেবল দীপক দাহিয়াকে লক্ষ্য করে বন্দুক তাক করেছিলেন শাহরুখ। গত ৩ মার্চ, ২০২০-তে উত্তরপ্রদেশের শামলি জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার সময় গুলি চালানো লাল টি-শার্ট এবং নীল জিন্স পরিহিত অভিযুক্তের ছবি ভাইরাল হয়েছিল। যদিও তাঁর আইনজীবী দাবি করেন যে, পাঠানের পুলিশকে হত্যা করার কোনও উদ্দেশ্য ছিল না। তিনি বাতাসে গুলি চালিয়েছিলেন।
মার্চ মাসে, শাহরুখ পাঠানের ২০ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করা হয়। মামলাটি প্রসিকিউশন সাক্ষ্যের জন্য নির্ধারিত হয়েছিল। জনসাধারণের সাক্ষী পরীক্ষা বাকি ছিল।
গত ২২ মার্চ শাহরুখকে তাঁর বাবার স্টেন্ট/করোনারি অ্যাঞ্জিওগ্রাফির সময় হাসপাতালে যেতে দেওয়ার জন্য কাস্টডি প্যারোল মঞ্জুর করে আদালত।
এরপরে শাহরুখ ফের বাবাকে দেখতে যাওয়ার জন্য প্যারোলের আবেদন করেন। আদালত পাঠানকে 'মানবিক দৃষ্টিভঙ্গি' থেকে চার ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।