বাংলা নিউজ > ঘরে বাইরে > Air India Flight in turbulence: মাঝ আকাশে ঝঞ্ঝার মাঝে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত বহু যাত্রী

Air India Flight in turbulence: মাঝ আকাশে ঝঞ্ঝার মাঝে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত বহু যাত্রী

বিপদে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। প্রতীকী ছবি। (HT_PRINT)

বহু যাত্রী বিমানের মধ্যে আহত হয়েছেন। এই খবর জানা গিয়েছে সংবাদসংস্থা এএআই সূত্রে। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। কেউ হাসপাতালে ভর্তি হননি বলে জানা গিয়েছে।

দিল্লি থেকে অস্ট্রেলিয়ার সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমান পড়ল প্রবল ঝঞ্ঝর মাঝে। আকাশ পথে চলাকালীন এই ঝঞ্ঝার মধ্যে পড়ে যায় বিমান। তারফলে বহু যাত্রী বিমানের মধ্যে আহত হয়েছেন। এই খবর জানা গিয়েছে সংবাদসংস্থা এএনআই সূত্রে। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। কেউ হাসপাতালে ভর্তি হননি বলে জানা গিয়েছে।

আহতদের মধ্যে একজন যাত্রীর গুরুতর আঘাত প্রাথমিকভাবে ছিল বলে খবর। জানা গিয়েছে, তাঁর দেহের বহু অঙ্গে আঘাত লেগেছে। সিডনিতে নেমেই তাঁকে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে খবর। ডিজিসিএর তরফে জানানো হয়েছে, ‘এয়ার ইন্ডিয়া B787-800 এয়ারক্রাফ্ট ’ যা দিল্লি থেকে সিডনির দিকে যাচ্ছিল, তা মাঝ আকাশে ঝঞ্ঝার মধ্যে পড়ে। তবে এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার বক্তব্য প্রাথমিকভাবে মেলেনি। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়াকে ঘিরে এযাবৎকালে একাধিক বিতর্ক সামনে আসতে শুরু করেছে।  সদ্য পাওয়া এক খবরে জানা যায়, এয়ার ইন্ডিয়ার দুবাই ফেরত এক বিমানের ককপিটে মহিলা যাত্রীকে ডেকে বসিয়েছিলেন পাইলট। ঘটনার জেরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এরপরই ওই পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে ডিজিসিএ। এছাড়াও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ধার্য করে জরিমানা। এছাড়াও তার আগে, নিউ ইয়র্ক থেকে দিল্লিগাামী বিমানে এক মহিলা যাত্রীর গায়ে এক পুরুষ যাত্রীর প্রস্রাব করার ঘটনার জেরে ব্যাপক তোলপাড় হয় দেশ। ঘটনার রেশ ডিজিসিএর পদক্ষেপের পরও থামেনি। মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে এই ধরনের মামলায় কী করণীয়, তা নিয়ে বিমান সংস্থা ও কেন্দ্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এদিকে, এই মাসেও এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমান খবরে এসেছে।

( কাকাতুয়ার ঝাঁকের এই ব্রেন টিজারের ফাঁদ থেকে ঘুঘু খুঁজে বের করতে হবে! পারবেন?)

নাগপুর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রীকে কামড়ে দেয় বিছে। ঘটনার জেরে বিমানের ভিতর তোলপাড় শুরু হয়। কীভাবে বিমানের ভিতর বিছে রয়ে গেল, তা নিয়ে রয়েছে জল্পনা। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়ার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়েও ওঠে প্রশ্ন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন