পাঁচশো জায়গায় উঁচু দণ্ডে লাগানো হবে তেরঙা, ১০৪ কোটি টাকা বরাদ্দ কেজরিদের
১ মিনিটে পড়ুন . Updated: 23 Oct 2021, 04:04 PM IST- পরিকল্পনার বাজেট শুনেই চক্ষু চড়কগাছ সকলের। পতাকা লাগাতে ১০৪.৩৭ কোটি টাকা বরাদ্দ করেছে দিল্লি সরকার।
শহরের ৫০০টি স্থানে লাগানো হবে ৩৫ মিটার উঁচু পোল। তাতে উড়বে জাতীয় পতাকা। দিল্লির কেজরিওয়াল সরকারের এই পরিকল্পনার বাজেট শুনেই চক্ষু চড়কগাছ সকলের। পতাকা লাগাতে ১০৪.৩৭ কোটি টাকা বরাদ্দ করেছে দিল্লি সরকার।
আম আদমি পার্টি (AAP) সরকার কর্তৃক 'দেশভক্তি বাজেট' নামে ২০২১-২২ বাজেটে এই সরকারি প্রকল্পের জন্য প্রথমে ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে সেপ্টেম্বরে জারি করা এই প্রকল্পের প্রথম টেন্ডারে আনুমানিক ব্যয় সংশোধন করে ৮৪ কোটি করা হয়েছিল। এই ব্যয় পরে আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়।
এতে আরও বলা হয়েছে, 'পূর্ত বিভাগ স্কুল, দিল্লি সরকারের অফিস, ডিটিসি (বাস) ডিপো, হাসপাতাল, আদালত ইত্যাদি মিলিয়ে মোট ৬১১ টি স্থান নির্বাচন করেছে। গত ১৫ অগস্ট, ২০২১-এ পাঁচটি পতাকা লাগানো হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে। ৪৯৫টি স্থান স্থানীয় প্রতিনিধি এবং জনসাধারণের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে।করোনা পরিস্থিতির মধ্যেও পতাকা লাগানোর মতো কাজে এই বিপুল ব্যয় নিয়ে ভ্রু কোঁচকাচ্ছেন সমালোচকরা। 'দেশভক্তি বাজেট' কতটা যুক্তিযত, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।