বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌রেট কেয়া হ্যায়?’‌, দিল্লিতে পশ্চিমবঙ্গের ২ তরুণীকে 'কটূক্তি' ব্যক্তির

‘‌রেট কেয়া হ্যায়?’‌, দিল্লিতে পশ্চিমবঙ্গের ২ তরুণীকে 'কটূক্তি' ব্যক্তির

‘‌রেট কেয়া হ্যায়?’‌, দিল্লিতে পশ্চিমবঙ্গের ২ তরুণীকে 'কটূক্তি' ব্যক্তির। (ছবিটি প্রতীকী, সৌজন্য অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস)

দিল্লিতে প্রকাশ্যে রাজপথে কটূক্তি করার অভিযোগ উঠল কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, তরুণী দুজনই বাঙালি। গোটা ঘটনার সেই ভিডিয়ো প্রকাশ্যেও এসেছে। প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। খোদ রাজধানীর বুকে মহিলাদের এভাবে কটূক্তি করায় মহিলাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল।

জানা গিয়েছে, যে দুই তরুণীকে লক্ষ্য করে এই কটূক্তি করা হয়েছে, তাঁরা দুজনেই দার্জিলিংয়ের বাসিন্দা। যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তাতে ওই দুই তরুণীকে লক্ষ্য করে হিন্দিতে জিজ্ঞাসা করা হচ্ছে, ‘‌রেট কেয়া হ্যায়’‌? এই কথা শোনার পরই প্রতিবাদ করায় ঘটনাস্থল থেকে মধ্য বয়স্ক ব্যক্তিরা পালিয়ে যান। এই প্রসঙ্গে দুই তরুণীই অভিযোগের সুরে জানিয়েছেন, যখন তাঁদের এই ধরণের কটূক্তি করা হচ্ছিল, তখন আশেপাশে অনেকেই ছিলেন। কিন্তু কেউ তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কোনও প্রতিবাদও করেননি। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই দুই তরুণী। এক পুলিশ কর্মীর হাতেও তাঁদের হেনস্থা হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এক পুলিশ কর্মী তাঁদের রাস্তায় আটকে জিজ্ঞাসা করেছিল, 'তাঁরা কি ড্যান্সার?' ক্ষোভ প্রকাশ করেই তাঁরা জানিয়েছেন, পাহাড়ের বাসিন্দা হওয়ার কারণেই তাঁদের সঙ্গে নানাভাবে বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে।

ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি মহিলা কমিশন। দিল্লির দক্ষিণ জেলার ডেপুটি কমিশনারকে চিঠি লিখেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালওয়াল। টুইটে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকটি মেয়েকে হেনস্থার শিকার হতে হয়েছে। বিষয়টি খুবই গুরুতর। পুলিশ এফআইআর দায়ের করতে বলা হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.