এই ঘটনা দিল্লির এক মহিলার। পেশায় তিনি মেক আপ আর্টিস্ট। সদ্য তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া আজব ঘটনাটি সম্পর্কে বক্তব্য রাখেন। মেক আপ আর্টিস্ট শৈফালি নাগপালের দাবি, হ্যালউইন উপলক্ষ্যে কিছুদিন আগে, তিনি ভয়ঙ্কর মতো সাজ পোশাক পরে রাস্তায় বেরিয়ে ছিলেন। সাজটা অনেকটা ফিল্মে দেখা ভুতের সঙ্গে সাদৃশ্য রেখে তিনি করেছিলেন। এই তাবড় মেক আপ আর্টিস্ট মুখে লাল রঙের এমন মেক আপ করেছিলেন, যা দেখে অনেকেই চমকে যান রাস্তায়। তবে তার থেকেও যে ভয়ানক ঘটনাটি ঘটেছে, তা হল কুুকুরকে নিয়ে!
রাস্তায় ভয়ানক সেজে এই মহিলা হ্য়ালউইন উপলক্ষ্যে বের হতেই তাঁকে তাড়া করে ধরে কুকুররা। শৈফালিকে দেখে ভয়ে সরে আসে বহু শিশুও। দিল্লির পশ্চিম বিহারের এই মেক আপ আর্টিস্টের এই কীর্তি তখন সাড়া ফেলতে থাকে। অনেকেই ভয়ে সরে যান। এই মহিলা স্থানীয় পার্কে ঢুকে সকলকে ওই রূপ নিয়ে তাক লাগানো শুরু করতেই তেড়ে আসে কুকুরের দল। সাধারণত পথচলতি সারমেয়রা চিনে ফেলে সহজে এলাকার মানুষের মুখ। বলা হয়, বেপাড়ার কাউকে দেখলেই স্থানীয় কুকুররা তেড়ে আসে। আর শৈফালির রূপ ভয়ানক হতেই কুকুরের দল তাড়া করতে থাকে। গোটা ঘটনা তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন।
( Kartik Purnima 2024: কার্তিক পূর্ণিমা ২০২৪ তিথি আর কতক্ষণ থাকবে? বিরল শুভ যোগে লাকি তুলা সহ বহু রাশি)
এদিকে, এলাকার আশপাশের রাস্তা দিয়ে শৈফালি হাঁটতে থাকেন। সন্ধ্যার সময়ে এমন রূপের কাউকে দেখে অনেকেই চমকে ওঠেন। তুমুল ভয় পান। অনেকেই তাঁর ছবি তুলছিলেন, অনেকেই তাঁর ভিডিয়ো করছিলেন। সব ব্যাপরটা এতক্ষণ পর্যন্ত ঠিক ঠাক চলছিল। তবে তার কাটে কুকুরদের আগমনে। ভুতের পোশাকে শৈফালিকে দেখে কুকুররা ব্যাপক চেঁচায়। সেই দেখে উল্টে ভয় পেয়ে যান খোদ শৈফালিই। তিনি এই গোটা ঘটনা ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে তিনি ট্য়াগ লাইনে লেখেন, ‘কুত্তা পড় গ্যায়া মেরে পিছে’ অর্থাৎ কুকুর আমার পিছনে পড়ে গিয়েছে। এই কাণ্ড দেখে অনেকেই শৈফালির ভিডিয়োতে মগ্ন হয়েছেন। নেটপাড়ার বাকিরা অনেকেই হেসে লুটিযে পড়ছেন! রোজের ব্যস্ততা, টেনশনের জীবনে এই হাসির ঝলক অনেককেই আনন্দ দিয়েছ।