বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ভেরি পুওর', দীপাবলির আগেই চরমে দিল্লির বায়ুদূষণ, কী হবে রোগীদের? বাড়ছে উদ্বেগ

'ভেরি পুওর', দীপাবলির আগেই চরমে দিল্লির বায়ুদূষণ, কী হবে রোগীদের? বাড়ছে উদ্বেগ

'ভেরি পুওর', দীপাবলির আগেই চরমে দিল্লির বায়ুদূষণ। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

বৃহস্পতিবার দীপাবলি। তার আগেই দিল্লির বায়ুদূষণের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে গেল।

বাজি ফাটা শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকেই। খড় পোড়ানো চলছে। আর দিল্লি ও তার আশপাশের গাজিয়াবাদ, নয়ডার মতো জায়গায় বায়ুদূষণের পরিমাপ বলছে, 'ভেরি পুওর' বা খুবই খারাপ।

বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকার যাই বলুক না কেন, খড় পোড়ানো চলছে। শীত আসছে। হাওয়ায় তেজ না থাকলে দূষণ যাবে না। তার উপর যদি বাজি পোড়ানো শুরু হয়, তা হলে আবার অস্বাস্থ্যকর বায়ুদূষণের কবলে পড়তে বাধ্য দিল্লি। এখনই দিল্লির অধিকাংশ জায়গায় অবস্থা অস্বাস্থ্যকর। বায়ুদূষণ বাড়লে তা দিল্লিবাসীর যন্ত্রণার কারণ হতে বাধ্য।

মঙ্গলবার সারাদিনের বায়ুদূষণের গড় পরিমাপ ছিল ৩০৩। ৩০০-র বেশি হলেই তা খুব খারাপ পর্যায়ে চলে যায়। খুব খারাপ মানে খুবই অস্বাস্থ্যকর। বুধবার সকালেও দিল্লি ও তার আশপাশের এলাকায় বায়ুদূষণ খারাপ এবং খুব খারাপের মধ্যে ঘোরাফেরা করেছে। এখনও ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েনি দিল্লি। কিন্তু দীপাবলিতে বাজি ফাটালে সেটাও চলে আসবে।

দিল্লির বায়ুদূষণ নিয়ে যারা কাজ করে সেই সফরের মতে, দীপাবলির দিন দিল্লির বায়ুদূষণ মারাত্মক জায়গায় পৌঁছাতে পারে। ২০১৯ সালের তুলনায় অর্ধেক বাজি ফাটলেও এই অবস্থা হবে বলে তারা জানিয়েছে। সফরের মতে, যদি কোনও বাজি ফাটানো নাও হয়, তাও দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি খুবই খারাপ থাকবে।

সফরের প্রজেক্ট ডিরেক্টর গুফরান বেগ বলেছেন, 'হাওয়ার দিকবদল হচ্ছে। এর ফলে খড় পোড়ানো ধোঁয়া এবার দিল্লিতে আরো বেশি করে আসবে। তার ফলে পরিস্থিতি খারাপ হবে।' সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এগজিকিউটিভ ডিরেক্টর অনুমিতা বসু রায়চৌধুরী টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, 'এবার খুব কম সময় ধরে খুব বেশি পরিমাণ খড় পোড়ানো হতে পারে। তাই দিল্লি দীপাবলির সময় ধোঁয়াশার কবলে পড়তে পারে।'

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের এয়ার ল্যাবরেটরির প্রাক্তন প্রধান দীপঙ্কর সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীপাবলির সময় দিল্লির দূষণের পরিমাপ দাঁড়াতে পারে ৩৫০, যা খুবই ক্ষতিকর।

প্রতি বছর সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দেয় দূষণ কম করার। তা সত্ত্বেও ছবিটা বিশেষ বদলায় না। কেন? প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, 'দীপাবলির দিন দুই ঘণ্টার জন্য বাজি ফাটাতে দেওয়া হবে। আসলে সরকার ভোট ব্যাঙ্ক অটুট রাখতে চায়। হিন্দুদের চটালে তো তারা ভোট পাবে না।' শরদের মতে, 'গোটা পৃথিবী জুড়েই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত পরিবেশ সম্পর্কে অসচেতন। না হলে, সমুদ্রের জলস্তর বাড়ছে, প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে, কিন্তু কেউ জরুরি ব্যবস্থা নিচ্ছেন না। '

বাজির আওয়াজ

দিল্লির লাগোয়া শহর গুরুগ্রামের অভিজ্ঞতা হল, মঙ্গলবার সারাদিন ও অনেক রাত পর্যন্ত বাজি ফেটেছে। বুধবারও বাজি ফাটছে। দিল্লিতেও বাজির শব্দ শোনা যাচ্ছে। বৃহস্পতিবার দীপাবলির দিন বাজি পোড়ার পরিমাণ অনেকটা বাড়তে পারে। আলো হোক বা শব্দ, সবুজ হোক বা না হোক, প্রতিটি বাজি থেকেই বায়ুদূষণ হয়। সবুজ বাজিতে কিছুটা কম। অন্য বাজিতে পুরোদস্তুর। কলকাতার পরিবেশ আন্দোলনকারী সুভাষ দত্ত ডয়চে ভেলেকে আগেই জানিয়েছেন, সুপ্রিম কোর্ট গ্রিন বাজি ফাটানোর অনুমতি দেওয়ায় তিনি হতাশ। বাজি পুড়লে দূষণ হবে।

আর দূষণ হলে দিল্লির পরিস্থিতি খারাপ হবে। খুব খারাপ থেকে ভয়ঙ্কর জায়গায় চলে যাবে বায়ুদূষণ। যাঁদের শ্বাসকষ্ট আছে, করোনায় আক্রান্ত, তাঁদের অবস্থা খারাপ হবে। তাঁদের জন্য কষ্টের সময় অপেক্ষা করছে।

ঘরে বাইরে খবর

Latest News

৬১,৭৭৭-তে অভিভূত FSDL!মোহনবাগান উঠলে ISL ফাইনাল কলকাতায়,নাহলে পুঁচকে মুম্বইয়ে স্তন্যপানের আবদার থেকে বিকিনি পরার প্রস্তাব, শামির চ্যাটের স্ক্রিনশট দিল হাসিন? সন্ধ্যা নামতেই লোডশেডিং কলকাতায়, বড় নির্দেশ মন্ত্রীর, এসি থাকলে জানান! প্রথম দফায় ‘ফার্স্ট’ জলপাইগুড়ি! তবে ৩ আসনেই কমল ভোটদানের হার, কোথায় কত পড়ল? মৃত্যুর হুমকিকে বুড়ো আঙুল! পুলিশের জালে বন্দুকবাজরা, দুবাইতে খোশমেজাজে সলমন মোহনবাগানের জার্সিকে মধ্যমা! সৌরভ ট্রোল্ড হলে পরম নয় কেন? প্রশ্ন মোহনবাগানীদের ১০০ দিনেরও কম বাকি, এখনও অলিম্পিক্সের টিকিট পায়নি কোনও পুরুষ ভারতীয় কুস্তিগীর পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না: শুভেন্দু বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ ইমপ্যাক্ট প্লেয়ারের জন্যই IPL-এ আন্তর্জাতিক মানের ব্যাটিং দেখছেন- ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.