বাংলা নিউজ > ঘরে বাইরে > জম্মু ও কাশ্মীরের নির্বাচনী মানচিত্র তৈরির জন্য আরও দুমাস সময় দিল কেন্দ্র

জম্মু ও কাশ্মীরের নির্বাচনী মানচিত্র তৈরির জন্য আরও দুমাস সময় দিল কেন্দ্র

জম্মু ও কাশ্মীরের মানচিত্র তৈরির জন্য় আরও দুমাস সময় দিল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ওয়াসিম আন্দ্রাবি/হিন্দুস্তান টাইমস)

২০২০ সালের মার্চ মাসে কেন্দ্রের তরফে এই ডিলিমিটেশন কমিশন তৈরি হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের নির্বাচনী এলাকা ফের নির্ধারনের জন্য় আরও দুমাস সময় দেওয়া হল ডিলিমিটেশন কমিশনকে। কেন্দ্রের তরফে এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এদিকে ২০২০ সালের মার্চ মাসে কেন্দ্রের তরফে এই ডিলিমিটেশন কমিশন তৈরি হয়েছিল। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন নির্বাচনী এলাকাগুলি পড়বে তা ঠিক করার জন্যই এই কমিশন তৈরি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিশন তৈরি হয়েছিল। এই কমিশনে মুখ্য় নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র, জম্মু ও কাশ্মীরের পোল প্যানেল চিফ কে কে শর্মাও রয়েছেন।

এদিকে এই কমিশনের তরফে একটা খসড়া তৈরি হয়েছিল। কিন্তু এই খসড়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন একাধিক রাজনৈতিক দল। তার মধ্য়েও বিজেপিও রয়েছে। কাশ্মীরের  বিজেপি নেতা রবীন্দ্র রায়না জানিয়েছিলেন, এই খসড়া প্রস্তাবে কিছু ত্রুটি থেকে গিয়েছে। এটা সংশোধনের আশ্বাসও দেওয়া হয়েছিল।  অন্য়দিকে ন্যাশানাল কনফারেন্সের তরফে জানানো হয়েছিল এই খসড়া প্রস্তাবের মধ্যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, জনসংখ্য়ার অনুপাত, ভৌগলিক দিকগুলিকে মান্যতা দেওয়া হয়নি। এদিকে ক্রমাগত এই আপত্তির জেরে জম্মু ও কাশ্মীরের লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহা আগেই জানিয়েছিলেন, সংসদ এই কমিশন তৈরি করেছে। যাদের এনিয়ে আপত্তি আছে তাঁরা সংসদে বিষয়টি তুলতে পারেন। 

 

বন্ধ করুন