গ্রাহকের কাছে তিরস্কৃত হওয়ায় চরম পদক্ষেপ করলেন ডেলিভারি বয়। অপমানে আত্মঘাতী হলেন ১৯ বছর বয়সি ওই ডেলিভারি বয়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোলাথুর এলাকায়। আত্মঘাতী তরুণের নাম জে পবিত্রান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে কোথায় যাচ্ছেন ডেলিভারি বয়? ভাইরাল ভিডিয়ো দেখে কুর্নিশ সকলের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর কোরাত্তুর এলাকায় একটি বাড়িতে কিছু মুদি সামগ্রী সরবরাহ করতে গিয়েছিলেন। কিন্তু, বাড়িটি খুঁজে না পাওয়ায় সামগ্রী ডেলিভারি করতে দেরি হয়। এরপর শেষমেষ বাড়িটি খুঁজে পেয়ে সামগ্রী ডেলিভারি করতে গেলে চরম ভর্ৎসনার শিকার হন। মহিলা গ্রাহক তাঁকে চরমভাবে তিরস্কার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, মহিলা মুদি সরবরাহকারীর কাছে ফোন করে ওই যুবকের নামে অভিযোগ করেন এবং তাঁকে দিয়ে যাতে কোনওভাবে সামগ্রী সরবরাহ করা হয় সেবিষয়ে সতর্ক করেন। যদিও মুদি সরবরাহকারী ওই তরুণের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিল তা জানা যায়নি।
এদিকে, তখনকার মতো বিষয়টি মিটমাট হয়ে গেলেও দুদিন পর পবিত্রান মহিলার বাড়িতে গিয়ে একটি ঢিল ছুড়ে মারে। তাতে মহিলার একটি জানালার কাচ ভেঙে যায় বলে অভিযোগ। এই ঘটনার পরেই মহিলা কোরাত্তুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিশ পবিত্রানকে পাকড়াও করে। পরে তার বাবা-মাকে ডাকা হয় এবং তাকে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ। এরপর মঙ্গলবার নিজের বাড়িতেই পবিত্রানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও ডেলিভারি বয়দের অপমান বা মারধর করার অভিযোগ নতুন কিছু নয়। কিছুদিন আগে উত্তরপ্রদেশে এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল গ্রাহকদের বিরুদ্ধে। ওই ডেলিভারি বয়কে বাড়িতে আটকে রেখে গায়ে মদ খেলে মারধর করার অভিযোগ উঠেছিল চার মদ্যপ গ্রাহকের বিরুদ্ধে। এছাড়াও গত মাসে মহারাষ্ট্রে খাবার নিয়ে পৌছতে দেরি করায় এক ডেলিভারি বয়কে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছিল পুলিশ কর্মীর বিরুদ্ধে।