বাংলা নিউজ > ঘরে বাইরে > Demat, mutual fund nominee last date extended-Demat Account, Mutual Fund-এ নমিনি অ্যাডের ডেট পিছোল সেবি

Demat, mutual fund nominee last date extended-Demat Account, Mutual Fund-এ নমিনি অ্যাডের ডেট পিছোল সেবি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (ছবি সৌজন্য: হিন্দুস্তান টাইমস)

Nominee update of demat & MF: ডিম্যাট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডে নমিনির নাম দেওয়ার শেষ তারিখ পিছোনো হল। ৩১ ডিসেম্বর ছিল শেষ তারিখ। বছর শেষের আগেই সেই তারিখ পিছিয়ে দেওয়া হল।

ডিম্যাট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডে নমিনির নাম দিতে হবে। এর জন্য শেষ তারিখ দেওয়া হয়েছিল ৩১ ডিসেম্বর। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের অ্যাকাউন্টে নমিনি যোগ করতে হবে। সেই নমিনির নাম দেওয়ার শেষ তারিখ পিছোল সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (security exchange board of india)। বছর শেষের আগেই ২৭ ডিসেম্বর এই নোটিস জারি করা হয়। সেবির অফিসিয়াল ওয়েবসাইট sebi.gov.in-এ এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

(আরও পড়ুন: এক মাসেই কমবে ৫ কেজি! ৫ টিপস মেনে চলুন রোজ, হাতেনাতে ফল পাবেন ৩০ দিন পর)

  • কী বলা হয়েছে নোটিসে?

বুধবার জারি করা নোটিসে শেষ তারিখ পিছোনো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নমিনির নাম জানানোর তারিখ ২০২৪ সালের ৩০ জুন। এই তারিখের আগেই ডিম্যাট অ্যাকাউন্ট ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে এমন ব্যক্তিদের নমিনি বেছে নিতে হবে। অথবা নমিনি নেই এমনটা জানিয়ে একটি ডিক্লারেশন ফর্ম ভরে জমা দিতে হবে। এর আগে এই ডিক্লারেশন ফর্ম ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছিল সেবি। ব্যক্তির মৃত্যুর পর শেয়ারের টাকা যাতে যোগ্য উত্তরাধিকার পায়, তার জন্য এই ব্যবস্থা করেছে দেশের শেয়ার বাজার নিয়ামক সংস্থা।

  • চলতি বছরেই নোটিস

চলতি বছরেই সেবি এই সংক্রান্ত নোটিস জারি করেছিল। সেপ্টেম্বর মাসের শেষ দিকে সেই নোটিস জারি করা হয় সেবির অফিসিয়াল ওয়েবসাইটে। নতুন বিজ্ঞপ্তিতে সেই নোটিসের কথাও উল্লেখ করেছে সেবি। শেষ তারিখ পিছোনোর পাশাপাশি বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে সেবি। তাতে বলা হয়েছে, শেয়ার বাজারের বিনিয়োগকারীদের এই ব্যাপারে অবগত করার কথা। নমিনি বেছে নেওয়ার প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সেবি। তাই বলা হয়েছে, শেয়ার এজেন্টদের এই ব্যাপারে দায়িত্ব নিতে হবে। নিয়ম করে দুই সপ্তাহ অন্তর গ্রাহকের ফোনে মেসেজ ও ইমেল পাঠাতে হবে। পাঠিয়ে নমিনি বেছে নেওয়ার কথা জানাতে হবে।

(আরও পড়ুন: মাঝে মাঝেই পায়ে ঝিনঝিন ধরে? এটি একটি বড় রোগের লক্ষণও হতে পারে, কী করবেন)

  • মিউচুয়াল ফান্ডে নমিনি আপডেট

মিউচুয়াল ফান্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে যেতে হবে। 

সেখানে নিজের প্যান কার্ড দিয়ে লগইন করুন। 

এতে নিজের বিনিয়োগ করা সব মিউচুয়াল ফান্ডের তথ্য দেখতে পাবেন। 

নির্দিষ্ট ফান্ড সিলেক্ট করে নমিনি অ্যাড করুন।

ওটিপি দিয়ে কনফার্ম করলেই নমিনি অ্যাড হয়ে যাবে।

  • ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি আপডেট

NSDL-এর অনলাইন পোর্টালে যান। 

সেখানে নমিনি অনলাইন অপশনে যেতে হবে।

এর পর ডিপি আইডি, ক্লায়েন্ট আইডি, প্যান, ওটিপি দিন।

এবার নমিনি অ্যাড করে ইসাইন দিতে হবে।

শেষে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।

পরবর্তী খবর

Latest News

‘এ কেমন নিয়ম’! RTM নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে চিঠি!সরাসরি ৬ রিটেনের পথে হাঁটবে দল? শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু মিস ফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেও উজ্জ্বল জেমিমার ফিল্ডিং…জিতলেন পদক… মোটা বলে কাজ পেতেন না টলিউডে! এবার ‘মিঠিঝোরা’য় এ কেমন চরিত্র পেলেন অনামিকা বিষকুম্ভ যোগ তৈরি হয়েছে, অনেকের বাড়বে রাগ! তবু চিন্তা নেই, লাভ হবে কিছু রাশির সারা বিশ্ব আজ পালন করছে শিক্ষক দিবস, ভারতে পালনের ঠিক এক মাস পরেই কেন আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধরা দিলেন একই ফ্রেমে! আজ আসছেন কলকাতায়, তার আগে লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথমবার ভোট দিলেন মনু ভাকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.