বাংলা নিউজ > ঘরে বাইরে > ব্যাটারি হুইলচেয়ার থাকায় বিমানে উঠতে দেওয়া হল না শিল্পীকে

ব্যাটারি হুইলচেয়ার থাকায় বিমানে উঠতে দেওয়া হল না শিল্পীকে

ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই (PTI)

সরিতা দ্বিবেদী নামের ওই শিল্পীকে জানানো হয়, হুইলচেয়ার রেখে বিমানে উঠতে হবে তাঁকে। নয় তো অন্য বিমানসংস্থার উড়ান বুক করুন। সোমবার পিটিআই-এর কাছে নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করেন শিল্পী।

ব্যাটারিচালিত হুইলচেয়ার নিয়ে আপত্তি। বিমানে উঠতে দেওয়া হল না বিশেষভাবে সক্ষম এক শিল্পীকে। ব্যাঙ্গালুরু থেকে কোচিগামী অ্যালায়েন্স এয়ারের উড়ানে উঠতে নিষেধ করা হয় তাঁকে। এমনটাই দাবি করেছেন তিনি। নিজের হুইলচেয়ার ছাড়তে নারাজ ছিলেন তিনি।

সরিতা দ্বিবেদী নামের ওই শিল্পীকে জানানো হয়, হুইলচেয়ার রেখে বিমানে উঠতে হবে তাঁকে। নয় তো অন্য বিমানসংস্থার উড়ান বুক করুন। সোমবার পিটিআই-এর কাছে নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করেন শিল্পী।

অ্যালায়েন্স এয়ার তাঁর এবং তাঁর বন্ধুর টিকেটের ৮,০০০ টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ করেন। কর্মীদের বিরুদ্ধে খারাপ আচরণেরও দাবি তুলেছেন সরিতা।

উক্ত ইস্যুতে বিমানসংস্থা এখনও কোনও বিবৃতি দেয়নি।

বিমানে ব্যাটারিচালিত হুইলচেয়ার নিয়ে যাত্রা করা যায়?

সাধারণত ওয়েট ব্যাটারি নিয়ে বিমানে ওঠা যায় না। ড্রাই ব্যাটারি আছে এমন হুইলচেয়ারের ক্ষেত্রে ব্যাটারিটি খুলে নিতে হয়। এরপর হুইলচেয়ারটি ব্যাগেজের সঙ্গে নিয়ে যাওয়া হয়। ব্যাটারি তুলে দিতে হয় বিমানসংস্থার হাতে।

টিকিট কাটার সময়েও এ বিষয়ে উল্লেখ করার অপশন থাকে কোনও কোনও বিমানসংস্থার।

বন্ধ করুন