মঙ্গলবার দেওঘর বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৫৭ একর জমির উপর ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিমানবন্দর থেকে দেওঘর-কলকাতা ইন্ডিগো বিমানের সূচনাও করেন।
২০১৮ সালের মে'তে দেওঘর বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। যে বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য ২,৫০০ মিটার। অর্থাৎ অনায়াসে এয়ারবাস এ৩২০ বিমান ওঠানামা করতে পারবে। মঙ্গলবার সেই বিমানবন্দর উদ্বোধনের পর মোদী জানান, দেওঘরেও বিমানবন্দর তৈরি হওয়ার স্বপ্নপূরণ হয়েছে। যে বিমানবন্দরের ফলে ঝাড়খণ্ড তো বটেই, পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহারের প্রচুর মানুষ উপকৃত হবেন বলে জানান মোদী।
আরও পড়ুন: Owaisi Slams Modi: ‘জাতীয় প্রতীক উন্মোচন করে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন মোদী’, দাবি ওয়াইসির
ইতিমধ্যে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ভারতের ৭৪ নম্বর রুটে যাত্রা শুরু করছে ইন্ডিগো (আন্তর্জাতিক রুট মিলিয়ে সংখ্যাটা ৯৯)। নয়া রুটে উড়ান পরিষেবা চালু হওয়ার ফলে কলকাতা এবং দেওঘরের মধ্যে যাতায়াতের সময় ৭.৫ ঘণ্টা থেকে কমে ১ ঘণ্টা ২৫ মিনিটে ঠেকবে। তার ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: নতুন সংসদ ভবনের চূড়ায় জাতীয় প্রতীকের আবরণ উন্মোচনে প্রধানমন্ত্রী, ওজন কত?
তারইমধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, আগামিদিনে পাটনা, রাঁচি এবং দিল্লির সঙ্গে আকাশপথে যুক্ত হবে দেওঘর। সেইসঙ্গে ঝাড়খণ্ড আরও তিনটি বিমানবন্দর পেতে চলেছে বলে জানান সিন্ধিয়া। তাঁর আশ্বাস, আকাশপথে ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একাধিক নয়া রুট চালু করা হবে।