ঠিক প্রথম দফাতে যেভাবে মার্কিন সেনার বিমান এসে অমৃতসরে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল, দ্বিতীয় দফাতেও একই ঘটনা ঘটল। মার্কিন সেনার সি ১৭ বিমান এসে শনিবার অমৃতসরে পৌঁছয়। আর সেই বিমানে ১১৭ জন ভারতীয়কে প্রত্যর্পণ করে আমেরিকা। এই দীর্ঘ সফরে এই অবৈধ ভারতীয় অভিবাসীদের হাত পা শিকলে বাঁধা ছিল বলে জানিয়েছেন এই বিমানে থাকা বহু যাত্রী।
শনিবার রাত ১১.৩৫ মিনিটে অবতরণ করে ওই বিমান। এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প শাসিত মার্কিন সেনার বিমানে সেদেশ থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হল। প্রথম দফায় ভারতে এসেছিলেন ১০৪ জন। দ্বিতীয় দফায় এলেন ১১৭ জন। এরপর রবিবার তৃতীয় দফায় আরও ভারতীয়ের দেশে ফেরার কথা রয়েছে। এদিকে, বিমান অমৃতসরে আসা মাত্রই বহু আগত যাত্রী এই সফরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। দলজিৎ সিং নামে এক যাত্রী বলেন,'আমাদের পা চেইন দিয়ে বাঁধা ছিল, হাতে ছিল হ্যান্ডকাফ।' দলজিৎ এদিন ফেরেন তাঁর হোশিয়ারপুরের বাড়িতে। দলজিৎ ছাড়াও বিমানে ছিলেন পঞ্জাবের ফিরোজপুরের চান্দিওয়াল গ্রামের বাসিন্দা সৌরভ। সৌরভ তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন,' আমাদের হাতে হাতকড়া ছিল, পা চেইন দিয়ে বাঁধা ছিল।' ২০ বছরের সৌরভ শোনালেন তাঁর অভিজ্ঞতা। এর আগে, প্রথম দফায় যখন শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে নেমেছিল, সেদিনও যাত্রীদের এই বিপুল দূরত্বের বিমানের যাত্রায় হাতে পায়ে শেকল নিয়ে অবতরণ করানো হয়েছিল। সেই ঘটনা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। বহু বিরোধী নেতা নেত্রী ক্ষোভ প্রকাশ করেন ঘটনা নিয়ে। সংসদে এই নিয়ে বিবৃতিও দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সেই ঘটনার পর দ্বিতীয় দফার বিমানেও একই ঘটনা ঘটে যাত্রীদের সঙ্গে। হাতে পায়ে শিকল বেঁধেই এই দীর্ঘ দূরত্বের যাত্রায় সফর করানো হয়েছে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। এই বিমানে আসা সৌরভ বলছেন,' ঘটনার এক দিন আগে আমাদের বলা হয়েছে, আমাদের অন্য ক্যাম্পে শিফ্ট করা হবে। আমাদের যখন বিমানে তোলা হয়, তখন বলা হয় যে ভারতে নিয়ে যাওয়া হবে।'