বাংলা নিউজ > ঘরে বাইরে > Derek O'Brien slams EC: জামিনে মুক্ত হয়েই ফের গ্রেফতার সাকেত, ‘অন্য দিকে তাকিয়ে থাকে’ EC-কে তোপ ডেরেকের

Derek O'Brien slams EC: জামিনে মুক্ত হয়েই ফের গ্রেফতার সাকেত, ‘অন্য দিকে তাকিয়ে থাকে’ EC-কে তোপ ডেরেকের

তৃণমূল নেতা সাকেত গোখলে (PTI)

ডেরেক দাবি করেন, আমদাবাদের সাইবার পুলিশ স্টেশন থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ সাকেতকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

জামিনে মুক্তি পেয়েই ফের গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে। এই নিয়ে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই নিয়ে সাংসদ ডেরেক ও'ব্রায়েন দাবি করেন, আমদাবাদের সাইবার পুলিশ স্টেশন থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

গুজরাট পুলিশের হাতে দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। টুইট বাণে নির্বাচন কমিশনকে বিদ্ধ করে ডেরেক লেখেন, ‘গুজরাট নির্বাচনের সময় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালেন বিজেপির মুখ্যমন্ত্রী (হিমন্ত বিশ্বশর্মা) এবং বিজেপির অভিনেতা সাংসদ (পরেশ রাওয়াল)। নির্বাচন কমিশন কী করল? অন্যদিকে তাকিয়ে থাকল। এদিকে তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে জামিনে মুক্তি পেলেন অন্য এক মামলায় এরপর তাঁকে গ্রেফতার করল পুলিশ। নির্বাচন কমিশন কী করল? তাঁকে গ্রেফতার করল। এই কারণেই নির্বাচন কমিশনকে হাতের পুতুল মনে করে সুপ্রিম কোর্ট।’

এদিকে গুজরাটে যাচ্ছেন তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল। সাকেতের পাশে দাঁড়াতেই দলের পক্ষ থেকে এই পদক্ষেপ। এর আগে দুই দিনের পুলিশি হেফাজতে ছিলেন সাকেত। এরপর বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের হয়৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ প্রসঙ্গত, মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর মৌরবি সফরে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল। পরে অবশ্য পিআইবি টুইট করে সেই দাবি খারিজ করে। অভিযোগ ওঠে, সাকেত ভুয়ো নথির বরাত দিয়ে মোদীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন।

বন্ধ করুন