শিবসেনা( উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠী) মুম্বই দক্ষিণের এমপি অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তিনি সায়না এনসির সম্পর্কে অত্যন্ত অবমাননাকর কথা বলেছেন বলে অভিযোগ। সায়না হলেন একনাথ শিন্ডে গোষ্ঠীর নেত্রী। তিনি এবার মুম্বাদেবী বিধানসভা আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন বলে খবর। আর সেই প্রার্থীর বিরুদ্ধে অপমানজনক বাক্য ব্যবহারের অভিযোগ।
শায়নার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ সাওয়ান্তের বিরুদ্ধে এফাআইআর করেছে। এমনকী মহারাষ্ট্রের রাজ্য মিহিলা কমিশনও সাওয়ান্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
শায়না এনসি জানিয়েছেন, আমি কোনও মাল নয়। আমি মুম্বইয়ের কন্যা। আমি ২০ বছর ধরে কাজ করছি। সাওয়ান্ত অপমানজনক কথা বলেছেন। আমি একজন মহিলা, মাল নই। সবাই জানেন যে মহা বিনাশ অগধির মহিলাদের প্রতি কোনও সম্মান নেই। মহাজোট সরকার নারীদের উন্নতির প্রতি নজর দিচ্ছে। যেমন লড়কি বহিন স্কিমের মতো কর্মসূচি পালন করছে সরকার। জানিয়েছেন শায়না।
এদিকে এর আগে শায়না বিজেপি শিবিরেই ছিলেন। তবে পরবর্তীকে আসন সমঝোতা নিয়ে তাঁর সঙ্গে মতবিরোধ তৈরি হয়। তার জেরে তিনি শিবসেনাতে যোগ দেন। এরপর মুম্বাদেবী আসন থেকে তিনি ভোটে লড়ার টিকিট পেয়ে যান। সেই মতো লড়াই জমে উঠেছে। কিন্তু তার মধ্য়েই সামনে এল এই নয়া বিরোধ।
আসলে কিছুদিন আগে সাংবাদিকরা শায়না সম্পর্কে সাওয়ান্তের কাছে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে সাওয়ান্ত এমন কিছু মন্তব্য করেন যেটা ঠিক সম্মানজনক নয়। শায়না এনসি জানিয়েছেন, আমরা( বিজেপিতে থাকাকালীন) তাঁর ( সাওয়ান্ত) হয়ে প্রচার করতাম। আমাদের শক্তিতে তিনি ভোটে জিতেছিলেন। আমি মুম্বইয়ের একজন আদরের কন্যা। আমি এই শহরের জন্য় কাজ করি। আমার শিবসেনা ইউবিটি বা সাওয়ান্তের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই।
সাওয়ান্ত পরে জানিয়েছেন শায়নার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। তিনি হয়তো ভুল বুঝেছেন। তিনি হয়তো আমায় ভুল বুঝেছিলেন। তাঁকে আমি অপমান করতে চাইনি।