বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘উচ্চশিক্ষিত হয়েও কেউ জঙ্গি হতে পারে', ৯/১১ হামলার রেশ টেনে বললেন রাজনাথ

‘উচ্চশিক্ষিত হয়েও কেউ জঙ্গি হতে পারে', ৯/১১ হামলার রেশ টেনে বললেন রাজনাথ

রাজনাথ সিং।

রাজনাথ সিং আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা থেকে শুরু করে মুম্বইয়ে ৯/১১ হামলার উদাহরণ টেনে বলেন, ‘অতীতে এমন দেখা গিয়েছে যে একজন বিমান চালক অথবা একজন চিকিৎসকও সন্ত্রাসবাদী হয়েছে।

‘উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও একজন সন্ত্রাসবাদী হতে পারে। সে যতই বুদ্ধিমান বিত্তবান হোক না কেন। আসল বিষয়টা হল যে তার মধ্যে কতটা সংস্কার রয়েছে।’ সোমবার গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ভাষণ দিতে গিয়ে এভাবে পড়ুয়াদের সতর্ক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সশস্ত্র বাহিনীর হাতেই দেশ সুরক্ষিত’, দশেরায় অস্ত্র পুজো করে বার্তা রাজনাথের

এদিনের ভাষণে তিনি আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা থেকে শুরু করে মুম্বইয়ে ৯/১১ হামলার উদাহরণ টেনে বলেন, ‘অতীতে এমন দেখা গিয়েছে যে একজন বিমান চালক অথবা একজন চিকিৎসকও সন্ত্রাসবাদী হয়েছে। ওসামা বিন লাদেন থেকে শুরু করে ৯/১১ হামলায় মাস্টারমাইন্ড খালিদ শেখ এবং মহম্মদ আত্তা যে কেউ তৈরি হতে পারে। কোনও ভালো চিকিৎসক হয়েও আফজাল গুরু হতেই পারে, আবার চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েও কেউ ইয়াকুব মেনন হতেই পারে। তাই এর থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংস্কার।’ সেই কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষ করার পর সমাবর্তনের আয়োজন করা হয় বলে জানান রাজনাথ।

অন্যদিকে, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজনাথ সিং আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। ভারত-আফ্রিকার প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। ইথিওপিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আব্রাহাম বেলায়ের সঙ্গেও দেখা করেন রাজনাথ। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রী রামাউক্স ক্লদ বিরোর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকের পরে রাজনাথ টুইট করে আলোচনা সম্পর্কে জানিয়েছেন রাজনাথ সিং।

বন্ধ করুন