বাংলা নিউজ > ঘরে বাইরে > গুঁড়িয়ে দিয়েছিল পাক ট্যাঙ্ক, গুলি করে নামানো হয়েছিল যুদ্ধবিমান, ১৯৭১-র যুদ্ধের আগে লড়াইয়ের ৫০ বর্ষ উদযাপন ভারতের

গুঁড়িয়ে দিয়েছিল পাক ট্যাঙ্ক, গুলি করে নামানো হয়েছিল যুদ্ধবিমান, ১৯৭১-র যুদ্ধের আগে লড়াইয়ের ৫০ বর্ষ উদযাপন ভারতের

জিন্যাট বিমানের সামনে ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

সোমবার অনাড়ম্বরের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ গরিবপুরের যুদ্ধের ৫০ তম বর্ষ উদযাপন করা হল।

রাহুল সিং

সরকারিভাবে তখনও ভারত-পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধ শুরু হয়নি। তবে পুরোদমে যুদ্ধ যে আসন্ন, তা স্পষ্টতই অনুমান করতে পারছিলেন ভারতের সুরক্ষা বাহিনীর আধিকারিকরা।সরকারিভাবে সেই যুদ্ধ শুরুর ১১ দিন আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল ভারত। সোমবার অনাড়ম্বরের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ গরিবপুরের যুদ্ধের ৫০ তম বর্ষ উদযাপন করা হল। 

ভারতের সামরিক যুদ্ধের ইতিহাসবিদরা জানিয়েছেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে তুমুল লড়াই করেছিল। পরদিন (২২ নভেম্বর) আকাশপথে হয়েছিল লড়াই। যে যুদ্ধে পাকিস্তানের ট্যাঙ্ক স্কোয়াড্রনকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। 

শত্রুপক্ষের তিনটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল। ৩০০-র বেশি পাকিস্তানি ফৌজি মারা গিয়েছিলেন বা আহত হয়েছিলেন। সেইসঙ্গে সরকারিভাবে যুদ্ধ শুরুর আগে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ ফেলেছিল ভারত। যা ২৪ দিন পর বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করে দিয়েছিল। 

ইতিহাস অনুযায়ী, গরিবপুরের যুদ্ধে দুটি পিটি-৭৬ ট্যাঙ্ক ধাক্কা খেলেও পাকিস্তানি সেনার ১৪ টি এম-২৪ শ্যাফে ট্যাঙ্ক (মার্কিন ট্যাঙ্ক) গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনার ৪৫ নম্বর ক্যাভালরি রেজিমেন্ট। বিষয়টি নিয়ে গরিবপুর যুদ্ধে লড়াই করা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা (অবসরপ্রাপ্ত) বলেন, ‘পুরোমাত্রায় সামরিক দ্বন্দ্ব যে আসন্ন, সে বিষয়ে ভালোভাবে অবহিত হয়েই ১৯৭১ সালের যুদ্ধের আগে সীমান্ত বরাবর লঞ্চপ্যাড তৈরি করার ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপ করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। তত্কালীন পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) যশোহরের সঙ্গে নৈকট্যের কারণে গরিবপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ লঞ্চপ্যাড ছিল।’ তাঁর বইয়ে লিখেছেন, ‘ভারতীয় এবং মুক্তিবাহিনীকে শিক্ষা নিতে লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজির (পাকিস্তানি কমান্ডার) সবথেকে বড় পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছিল। সেই যুদ্ধে জয় এসেছিল এবং তা নির্ধারক ছিল।’

জমিতে ধাক্কা খাওয়ার মধ্যেই ১৯৭১ সালের ২২ নভেম্বর ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন পাকিস্তানির বায়ুসেনার চারটি এফ-৮৬ সাব্রেস যুদ্ধবিমান। যা চিহ্নিত করে ফেলেছিল ভারতীয় বায়ুসেনার ২২ নম্বর স্কোয়াড্রনের (সুইফটস) জিন্যাট বিমান। গুলি করে তিনটি এফ-৮৬ সাব্রেস যুদ্ধবিমানকে নামিয়ে ফেলা হয়েছিল। কোনওরকম আঁচড় ছাড়াই ঘাঁটিতে ফিরে এসেছিল ভারতীয় বায়ুসেনার চারটি যুদ্ধবিমান। যে দ্বন্দ্বকে বয়রার যুদ্ধ হিসেবে অভিহিত করে থাকে ভারতীয় বায়ুসেনা। ভারতের চারটি যুদ্ধবিমানকে নেতৃত্ব দেওয়া ফ্লাইট লেফটেন্যান্ট রয় অ্যান্ড্রু ম্যাসেকে পরবর্তীকালে বীরচক্র পুরস্কারে ভূষিত করা হয়েছিল। বীরচক্র পেয়েছিলেন ফ্লাইং অফিসার ডোনাল্ড লাজারুস এবং ফ্লাইট লেফটেন্যান্ট এমম গণপতিও। 

এয়ার ভাইস মার্শাল অর্জুন সুব্রমনিয়ানের (অবসরপ্রাপ্ত) মতে, ১৯৭১ সালে সরকারিভাবে ভারত-বাংলাদেশ যুদ্ধ শুরুর পূর্ববর্তী ধাপ ছিল গরিবপুর এবং বয়রার যুদ্ধ। পরবর্তী অভিযানের জন্য তত্কালীন পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) নিকটে ঘাঁটি তৈরি করার ক্ষেত্রে ভারতীয় সেনার পথ প্রশস্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে গরিবপুরের যুদ্ধের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন এয়ার ভাইস মার্শাল অর্জুন সুব্রমনিয়ান (অবসরপ্রাপ্ত)। এমনিতে বিশেষজ্ঞদের মতে, সেই যুদ্ধের আগেই ১৯৭১ সালের ১৮ নভেম্বর ‘আত্মরক্ষার জন্য’ ভারতীয় সেনাকে আন্তর্জাতিক সীমানা পার করার অনুমতি দিয়েছিল ইন্দিরা গান্ধীর সরকার।

ঘরে বাইরে খবর

Latest News

IPL-এর ইতিহাসে সব থেকে বেশি রান, ডি'ভিলিয়র্সকে টপকে সেরা ৬-এ ধোনি আজ কারা ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন? কী বলছে আজকের প্রেম রাশিফল এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক ৫০ এর বেশি যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি!ওড়িশায় মৃত ১, নিখোঁজ ৭, চলছে উদ্ধারকাজ IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির পুলিশে চাকরি করেছি, আইন জানিনা ভাবাটা ভুল- অস্ত্র আইনে মামলা নিয়ে বললেন দেবাশিস হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’

Latest IPL News

IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.